Ajker Patrika

মাগুরার শিশু ধর্ষণ ও হত্যা মামলার সাক্ষী দুই চিকিৎসক অনুপস্থিত, গ্রেপ্তারি পরোয়ানা জারি

মাগুরা প্রতিনিধি 
সাংবাদিকদের সঙ্গে কথা বলেন রাষ্ট্রপক্ষের আইনজীবী মনিরুল ইসলাম মুকুল। ছবি: আজকের পত্রিকা
সাংবাদিকদের সঙ্গে কথা বলেন রাষ্ট্রপক্ষের আইনজীবী মনিরুল ইসলাম মুকুল। ছবি: আজকের পত্রিকা

মাগুরায় শিশু ধর্ষণ ও হত্যা মামলায় সপ্তম দিনের সাক্ষী শুনানি হয়নি। আজ মঙ্গলবার সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করা থাকলেও ঢাকা মেডিকেলের দুজন চিকিৎসক আদালতে হাজির না হওয়ায় সাক্ষ্য নেওয়া সম্ভব হয়নি বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী।

আগামীকাল (বুধবার) আবারও পরবর্তী সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেছেন আদালত। এর আগেও ওই দুজন চিকিৎসক আদালতে হাজির হননি। এ পর্যন্ত ২৭ জনের সাক্ষ্য নেওয়া হয়েছে। এর আগে জেলা কারাগার থেকে সব আসামিকে জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসানের আদালতে হাজির করা হয়।

জানতে চাইলে মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী মনিরুল ইসলাম মুকুল সাংবাদিকদের জানান, ৭ম কার্যদিবসে ঢাকা মেডিকেলের ফরেনসিক বিভাগের দুজন চিকিৎসকের সাক্ষ্য নেওয়ার জন্য তলব করা হয়। কিন্তু তাঁরা আদালতে না আসায় আগামীকাল আবারও দিন ধার্য করেছেন আদালত। এর আগেও দুবার তলব করার পরও চিকিৎসকেরা আসেননি। আজ (মঙ্গলবার) তাদের বিরুদ্ধে জামিন অযোগ্য প্রসেস (গ্রেপ্তারি পরোয়ানা) দেওয়া হবে।

উল্লেখ্য, গত ৬ মার্চ মাগুরা সদরের নিজনান্দুয়ালী গ্রামে বোনের শ্বশুর হিটু শেখ তাকে ধর্ষণ করে হত্যার চেষ্টা করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় ১৩ মার্চ রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে শিশুটি মারা যায়। এ ঘটনায় শিশুর মা আয়েশা আক্তার বাদী হয়ে ৮ মার্চ মাগুরা সদর থানায় মামলা দায়ের করেন। ঘটনাটি দেশব্যাপী আলোচনার সৃষ্টি করে। এ মামলায় ১৩ এপ্রিল পুলিশ চার্জশিট দাখিল করে। পরে ২৩ এপ্রিল অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচারকাজ শুরু হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গাড়ি কেনার টাকা না দেওয়ায় স্ত্রীকে মারধর, নির্বাহী ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে মামলা

মুক্তি পেয়ে আ.লীগ নেতার ভিডিও বার্তা, বেআইনি বলল বিএনপি

যুদ্ধবিমানের ২৫০ ইঞ্জিন কিনছে ভারত, ফ্রান্সের সঙ্গে ৬১ হাজার কোটি রুপির চুক্তি

সালাহউদ্দিনকে নিয়ে বিষোদ্‌গার: চকরিয়ায় এনসিপির পথসভার মঞ্চে বিএনপির হামলা-ভাঙচুর

ফকিরহাটে সন্তান জন্ম দিতে গিয়ে নারীর মৃত্যু, স্বামী গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত