নিজস্ব প্রতিবেদক, ঢাকা
গত বছর ২৯ ফেব্রুয়ারি বেইলী রোডের গ্রিন কোজি কটেজে অগ্নিকাণ্ডে প্রায় ৪৬ জন মারা যায়। এক বছর পেরুতেই আজ সোমবার (৫ মে) এর বিপরীত পাশের ক্যাপিটাল সিরাজ সেন্টার শপিং মলে অগ্নিকাণ্ড ঘটল।
আগুনের ভয়াবহতা কম থাকা ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণ করায় বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন ভবনের বাসিন্দারা। ১৭ তলা ভবনটির ছয় তলা পর্যন্ত বাণিজ্যিক বিভিন্ন ধরনের দোকান আর সপ্তম তলা থেকে আবাসিক হিসেবে ব্যবহত হয়।
ফায়ার সার্ভিস জানায়, সোমবার সন্ধ্যা ৬টা ৪৭ মিনিটে খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে যায়। পরে ৯টি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় ৭টা ৪৭ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় ভবনের বিভিন্ন তলা থেকে ১৮ জনকে উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
আগুন নিয়ন্ত্রণের পর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পরিচালক (অপারেশনস) লেফটেন্যান্ট কর্নেল তাজুল ইসলাম বলেন, ‘আরেকটি গ্রিন কোজি থামিয়ে দিয়ে সক্ষম হলাম আমরা। আগুন লাগা ভবন থেকে আটকে পড়া শতাধিক লোকের মধ্য থেকে ১৮ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। বাকিরা সেখানে নিরাপদে আছেন।’
তিনি আরও বলেন, ‘রাজধানীর বেইলি রোডের ক্যাপিটাল সিরাজ সেন্টারের বেসমেন্ট থেকে আগুনের সূত্রপাত। তবে কীভাবে এই আগুন লেগেছে তা অনুসন্ধান করার পর বলা যাবে।’
ভবনটিতে আগুন নেভানোর কোনো ব্যবস্থা, রাজউকের অনুমোদন ছিল কিনা—জানতে চাইলে তিনি বলেন, ‘এগুলো তদন্তের বিষয়।’
ভবনটির নিচ তলার জুয়েলারি শোরুমে কাজ করেন কাওছার হামিদ। আজকের পত্রিকাকে তিনি বলেন, ‘বেসমেন্টে হঠাৎই শব্দ শুনতে পাই। বের হয়ে দেখি আগুন আর ধোঁয়া বের হচ্ছে। নিচে যারা ছিল তারা সবাই বের হয়ে যাই। পরে আমরা আগুন নেভানোর চেষ্টা করি, কিন্তু ধোঁয়া অনেকে বেশি থাকায় কাছে যাওয়া যাচ্ছিল না।’
গত বছর ২৯ ফেব্রুয়ারি বেইলী রোডের গ্রিন কোজি কটেজে অগ্নিকাণ্ডে প্রায় ৪৬ জন মারা যায়। এক বছর পেরুতেই আজ সোমবার (৫ মে) এর বিপরীত পাশের ক্যাপিটাল সিরাজ সেন্টার শপিং মলে অগ্নিকাণ্ড ঘটল।
আগুনের ভয়াবহতা কম থাকা ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণ করায় বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন ভবনের বাসিন্দারা। ১৭ তলা ভবনটির ছয় তলা পর্যন্ত বাণিজ্যিক বিভিন্ন ধরনের দোকান আর সপ্তম তলা থেকে আবাসিক হিসেবে ব্যবহত হয়।
ফায়ার সার্ভিস জানায়, সোমবার সন্ধ্যা ৬টা ৪৭ মিনিটে খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে যায়। পরে ৯টি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় ৭টা ৪৭ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় ভবনের বিভিন্ন তলা থেকে ১৮ জনকে উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
আগুন নিয়ন্ত্রণের পর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পরিচালক (অপারেশনস) লেফটেন্যান্ট কর্নেল তাজুল ইসলাম বলেন, ‘আরেকটি গ্রিন কোজি থামিয়ে দিয়ে সক্ষম হলাম আমরা। আগুন লাগা ভবন থেকে আটকে পড়া শতাধিক লোকের মধ্য থেকে ১৮ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। বাকিরা সেখানে নিরাপদে আছেন।’
তিনি আরও বলেন, ‘রাজধানীর বেইলি রোডের ক্যাপিটাল সিরাজ সেন্টারের বেসমেন্ট থেকে আগুনের সূত্রপাত। তবে কীভাবে এই আগুন লেগেছে তা অনুসন্ধান করার পর বলা যাবে।’
ভবনটিতে আগুন নেভানোর কোনো ব্যবস্থা, রাজউকের অনুমোদন ছিল কিনা—জানতে চাইলে তিনি বলেন, ‘এগুলো তদন্তের বিষয়।’
ভবনটির নিচ তলার জুয়েলারি শোরুমে কাজ করেন কাওছার হামিদ। আজকের পত্রিকাকে তিনি বলেন, ‘বেসমেন্টে হঠাৎই শব্দ শুনতে পাই। বের হয়ে দেখি আগুন আর ধোঁয়া বের হচ্ছে। নিচে যারা ছিল তারা সবাই বের হয়ে যাই। পরে আমরা আগুন নেভানোর চেষ্টা করি, কিন্তু ধোঁয়া অনেকে বেশি থাকায় কাছে যাওয়া যাচ্ছিল না।’
রাজশাহী নগরীর শ্রীরামপুর এলাকায় পদ্মা নদীর একটি বাঁধ সংস্কারের উদ্যোগ নিয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। ১১০ মিটার দৈর্ঘ্যের ওই বাঁধ সংস্কারে বরাদ্দ দেওয়া হয়েছে ১ কোটি ৬২ লাখ টাকা। সে হিসাবে প্রতি মিটারে খরচ ১ লাখ ৪৭ হাজার ২৭৩ টাকা। আর প্রতি ফুটে খরচ পড়ছে ৪৪ হাজার ৪৮১ টাকা। অভিযোগ উঠেছে...
১ ঘণ্টা আগেচট্টগ্রামের প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীতে জীববৈচিত্র্য রক্ষায় মৎস্য বিভাগের নেওয়া ৪৬ কোটি টাকার একটি প্রকল্প চলছে। এরপরও মৎস্য বিভাগের ছয়টি হ্যাচারির মধ্যে মাত্র দুটি সচল। বাকিগুলো পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। সেগুলোয় ডিম ফোটানোর সাকুলার ও সিস্টেন ট্রাংকের অবস্থা করুণ।
১ ঘণ্টা আগেকক্সবাজারে সমন্বিত মানবিক সহায়তা জোরদার করার লক্ষ্যে ব্র্যাক ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সোমবার (৫ মে) রাজধানীর মহাখালীতে ব্র্যাক সেন্টারে ‘হিউম্যানিটারিয়ান-ডেভেলপমেন্ট কোএক্সিসটেন্স নেক্সাস টু অ্যাড্রেস রোহিঙ্গা ক্রাইসিস ইন কক্সবাজার’ শীর্ষক একটি প্রকল্পের যাত্রা...
৪ ঘণ্টা আগেঢাকা উত্তর সিটি করপোরেশনের বাড্ডা ইস্টার্ন হাউজিংয়ের আফতাবনগরের দুটি ব্লক এবং স্যানভ্যালির আংশিক জায়গায় অস্থায়ী পশুর হাট বসানোর ওপর নিষেধাজ্ঞা দিয়েছেন হাইকোর্ট।
৪ ঘণ্টা আগে