খুলনা প্রতিনিধি
ভঙ্গুর স্বাস্থ্য খাত সংস্কারে ৫ দফা দাবিতে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও সিভিল সার্জন অফিসে অবস্থান কর্মসূচি পালন করেছেন খুলনার চারটি মেডিকেল কলেজের প্রায় দুই শতাধিক শিক্ষার্থী। তাঁদের দাবি বাস্তবায়ন না হলে ১২ মার্চের পর থেকে শিক্ষার্থীরা লাগাতার কর্মসূচি পালন করবে বলে জানানো হয়েছে।
আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় খুলনা প্রেসক্লাবে মিছিল নিয়ে আসেন খুলনা মেডিকেল কলেজ, গাজী মেডিকেল কলেজ, খুলনা সিটি মেডিকেল কলেজ এবং আদ-দ্বীন আকিজ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা।
এ সময় এক সংবাদ সম্মেলনে ৫ দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলো হলো—
১. এমবিবিএস/বিডিএস ব্যতীত কেউ ‘ডাক্তার’ লিখতে পারবেন না—এ আইনের বিরুদ্ধে করা বিএমডিসির বিরুদ্ধে আদালতে চলমান মামলা, আইন ও জনস্বাস্থ্যবিরোধী সকল রিট আগামী ১২ মার্চের মধ্যে নিষ্পত্তি করতে হবে। বিএমডিসি রেজিস্ট্রেশন শুধু এমবিবিএস/বিডিএস ডিগ্রিধারীদের দিতে হবে। ২০১০ সাল থেকে ‘ম্যাটস’দের বিএমডিসি থেকে যে নিবন্ধন দেওয়া হয়েছে, তা অবিলম্বে বন্ধ করতে হবে।
২. উন্নত বিশ্বের চিকিৎসাব্যবস্থার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ওটিসি ড্রাগ লিস্ট আপডেট করতে হবে। এমবিবিএস ও বিডিএস ছাড়া অন্য কেউ ওটিসি লিস্টের বাইরে ড্রাগ প্রেসক্রাইব করতে পারবে না। রেজিস্টার্ড চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া ফার্মেসিগুলো ওটিসি লিস্টের বাইরে কোনো ওষুধ বিক্রি করতে পারবে না।
৩. স্বাস্থ্য খাতে চিকিৎসক সংকট নিরসনে—
ক. দ্রুত ১০ হাজার ডাক্তার নিয়োগ দিয়ে সব শূন্য পদ পূরণ করতে হবে, আলাদা স্বাস্থ্য কমিশন গঠন করে পূর্বের মতো সপ্তম গ্রেডে নিয়োগ দিতে হবে।
খ. প্রতিবছর ৪-৫ হাজার ডাক্তার নিয়োগ দিয়ে স্বাস্থ্য খাতের ভারসাম্য বজায় রাখতে হবে।
গ. ডাক্তারদের বিসিএসের বয়সসীমা ৩৪ করতে হবে।
৪. সকল মেডিকেল অ্যাসিস্ট্যান্ট স্কুল (ম্যাটস) ও মানহীন সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজ বন্ধ করে দিতে হবে। ইতিমধ্যে পাস করা ম্যাটস শিক্ষার্থীদের স্যাকমো পদবি রোহিত করে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট হিসেবে নিয়োগের ব্যবস্থা করতে হবে। নতুনভাবে এ ভর্তি বন্ধ করতে হবে। ম্যাটস স্টুডেন্টদের প্যারামেডিক্স এ প্রবেশ দিয়ে সম্পূর্ণভাবে ম্যাটস বন্ধ করতে হবে।
৫. চিকিৎসক সুরক্ষা আইন বাস্তবায়ন করতে হবে।
সংবাদ সম্মেলনে এই ৫ দাবি উত্থাপন করেন শিক্ষার্থী সৌরভ সরকার। দাবির সপক্ষে ব্যাখ্যা দেন সানজিদা নাহার কথা।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মিরাজ আল ইমরান, ফাহিম আহমেদ শিশির, মেহেদী মাহি প্রমুখ।
সংবাদ সম্মেলন শেষে মিছিল নিয়ে সিভিল সার্জন অফিসে যান শিক্ষার্থীরা। সেখানে কিছু সময় অবস্থান করে বিভিন্ন স্লোগান দিয়ে ফিরে যান শিক্ষার্থীরা।
ভঙ্গুর স্বাস্থ্য খাত সংস্কারে ৫ দফা দাবিতে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও সিভিল সার্জন অফিসে অবস্থান কর্মসূচি পালন করেছেন খুলনার চারটি মেডিকেল কলেজের প্রায় দুই শতাধিক শিক্ষার্থী। তাঁদের দাবি বাস্তবায়ন না হলে ১২ মার্চের পর থেকে শিক্ষার্থীরা লাগাতার কর্মসূচি পালন করবে বলে জানানো হয়েছে।
আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় খুলনা প্রেসক্লাবে মিছিল নিয়ে আসেন খুলনা মেডিকেল কলেজ, গাজী মেডিকেল কলেজ, খুলনা সিটি মেডিকেল কলেজ এবং আদ-দ্বীন আকিজ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা।
এ সময় এক সংবাদ সম্মেলনে ৫ দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলো হলো—
১. এমবিবিএস/বিডিএস ব্যতীত কেউ ‘ডাক্তার’ লিখতে পারবেন না—এ আইনের বিরুদ্ধে করা বিএমডিসির বিরুদ্ধে আদালতে চলমান মামলা, আইন ও জনস্বাস্থ্যবিরোধী সকল রিট আগামী ১২ মার্চের মধ্যে নিষ্পত্তি করতে হবে। বিএমডিসি রেজিস্ট্রেশন শুধু এমবিবিএস/বিডিএস ডিগ্রিধারীদের দিতে হবে। ২০১০ সাল থেকে ‘ম্যাটস’দের বিএমডিসি থেকে যে নিবন্ধন দেওয়া হয়েছে, তা অবিলম্বে বন্ধ করতে হবে।
২. উন্নত বিশ্বের চিকিৎসাব্যবস্থার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ওটিসি ড্রাগ লিস্ট আপডেট করতে হবে। এমবিবিএস ও বিডিএস ছাড়া অন্য কেউ ওটিসি লিস্টের বাইরে ড্রাগ প্রেসক্রাইব করতে পারবে না। রেজিস্টার্ড চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া ফার্মেসিগুলো ওটিসি লিস্টের বাইরে কোনো ওষুধ বিক্রি করতে পারবে না।
৩. স্বাস্থ্য খাতে চিকিৎসক সংকট নিরসনে—
ক. দ্রুত ১০ হাজার ডাক্তার নিয়োগ দিয়ে সব শূন্য পদ পূরণ করতে হবে, আলাদা স্বাস্থ্য কমিশন গঠন করে পূর্বের মতো সপ্তম গ্রেডে নিয়োগ দিতে হবে।
খ. প্রতিবছর ৪-৫ হাজার ডাক্তার নিয়োগ দিয়ে স্বাস্থ্য খাতের ভারসাম্য বজায় রাখতে হবে।
গ. ডাক্তারদের বিসিএসের বয়সসীমা ৩৪ করতে হবে।
৪. সকল মেডিকেল অ্যাসিস্ট্যান্ট স্কুল (ম্যাটস) ও মানহীন সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজ বন্ধ করে দিতে হবে। ইতিমধ্যে পাস করা ম্যাটস শিক্ষার্থীদের স্যাকমো পদবি রোহিত করে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট হিসেবে নিয়োগের ব্যবস্থা করতে হবে। নতুনভাবে এ ভর্তি বন্ধ করতে হবে। ম্যাটস স্টুডেন্টদের প্যারামেডিক্স এ প্রবেশ দিয়ে সম্পূর্ণভাবে ম্যাটস বন্ধ করতে হবে।
৫. চিকিৎসক সুরক্ষা আইন বাস্তবায়ন করতে হবে।
সংবাদ সম্মেলনে এই ৫ দাবি উত্থাপন করেন শিক্ষার্থী সৌরভ সরকার। দাবির সপক্ষে ব্যাখ্যা দেন সানজিদা নাহার কথা।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মিরাজ আল ইমরান, ফাহিম আহমেদ শিশির, মেহেদী মাহি প্রমুখ।
সংবাদ সম্মেলন শেষে মিছিল নিয়ে সিভিল সার্জন অফিসে যান শিক্ষার্থীরা। সেখানে কিছু সময় অবস্থান করে বিভিন্ন স্লোগান দিয়ে ফিরে যান শিক্ষার্থীরা।
অন্য বিভাগ থেকে সভাপতি নিয়োগের আদেশ বাতিল এবং নিজ বিভাগ থেকে যোগ্যতার ভিত্তিতে সভাপতি নিয়োগের দাবিতে অবস্থান কর্মসূচি পাঁচ ঘণ্টা পর প্রত্যাহার করে নিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থীরা।
৭ মিনিট আগেকক্সবাজারে টেকনাফের সেন্ট মার্টিন দ্বীপের কাছে সাগরে মাছ ধরার সময় ছয়টি ট্রলারসহ বাংলাদেশি ৫৬ জেলেকে ধরে নিয়ে যাওয়ার ১০ ঘণ্টা পর ছেড়ে দিয়েছে মিয়ানমারের নৌবাহিনী। গতকাল বুধবার দুপুরে তাঁদের ধরে নিয়ে যাওয়া হয়। আজ বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছেন বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নে
৩৩ মিনিট আগেচট্টগ্রাম নগরীর আকবরশাহ এলাকার শাহেনশাহ হিসেবে পরিচিত পাহাড়খেকো, চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা জহুরুল আলম জসিমকে ঢাকার বনশ্রী থেকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তিনি চসিকের ৯ নম্বর ওয়ার্ডের (উত্তর পাহাড়তলী) সাবেক কাউন্সিলর এবং উত্তর পাহাড়তলী...
৩৫ মিনিট আগেএদিকে অভিযোগ অস্বীকার করে আজ বৃহস্পতিবার বিকেলে প্রেসক্লাব যশোর মিলনায়তনে সংবাদ সম্মেলন করেছেন রুহুল কুদ্দুস। সংবাদ সম্মেলনে তিনি কান্নায় ভেঙে পড়েন। রুহুল কুদ্দুসের দাবি, চাল লুটের ঘটনায় তাঁর কোনো সম্পৃক্ততা নেই। অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে তাঁকে ফাঁসানো হয়েছে।
৩৮ মিনিট আগে