Ajker Patrika

দেশের উন্নয়নে সুষ্ঠু সমন্বয় প্রয়োজন: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

মেহেরপুর প্রতিনিধি
দেশের উন্নয়নে সুষ্ঠু সমন্বয় প্রয়োজন: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, দেশের উন্নয়নের জন্য প্রেস, প্রশাসন ও রাজনীতি এই তিন প্ল্যাটফর্মের সমন্বয় খুবই জরুরি। গতকাল বুধবার রাতে মেহেরপুর সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে জেলা প্রশাসকের আয়োজনে মতবিনিময় সভায় প্রতিমন্ত্রী এ কথা বলেন। 

ফরহাদ হোসেন বলেন, গোষ্ঠীভিত্তিক সাংবাদিকতা থেকে গণমাধ্যমকে বেরিয়ে এসে জনমুখী ও উন্নয়ন সাংবাদিকতায় কাজ করতে হবে। এ ক্ষেত্রে সাংবাদিকদের আরও অভিজ্ঞ, শিক্ষিত, প্রতিশ্রুতিশীল ও দায়বদ্ধ হতে হবে। 

প্রতিমন্ত্রী আরও বলেন, তথ্য প্রযুক্তির কল্যাণে সংবাদের সহজলভ্যতা যেমন বেড়েছে, তেমনি অপপ্রচার ও গুজবও দ্রুত ছড়িয়ে পড়ছে সর্বত্র। এ ক্ষেত্রে সোশ্যাল মিডিয়া ও অনলাইন নিউজ পোর্টাল পরিচালনায় আরও সতর্ক ও বস্তুনিষ্ঠ অবস্থানে থেকে কাজ করতে হবে। গণমাধ্যমের সঠিক ভূমিকা ও অনুসন্ধানী দৃষ্টিভঙ্গি একটা দেশের সার্বিক কল্যাণে বিরাট ভূমিকা রাখে। গণমাধ্যমের কারণে বিভিন্ন দপ্তরের অসংগতি সরকারের দৃষ্টিতে পড়ে এবং তার সমাধান করা হয়। 

মতবিনিময় সভায় মেহেরপুর জেলা প্রশাসক মনসুর আলম আলম খানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ইব্রাহিম শাহিনসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সাংবাদিকবৃন্দ। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এক ছাতায় সব নাগরিক সেবা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

৬ জ্যান্ত হাতি নিয়ে রাশিয়ায় মিয়ানমারের জান্তাপ্রধান, উচ্ছ্বসিত পুতিন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত