কুষ্টিয়া ও দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার দৌলতপুরে জমিতে কৃষিকাজ করতে গিয়ে এক যুবক নিজের গলায় হাঁসুয়া চালিয়ে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। আজ রোববার সকালে উপজেলার দৌলতপুর ইউনিয়নের বাজারপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে।
পরিবার বলছে, দুই মাস ধরে তিনি অস্বাভাবিক আচরণ করছিলেন। সে কারণে কয়েক মাস ধরেই তাঁকে সব সময় চোখে চোখে রাখা হতো।
ওই যুবকের নাম সোহেল রানা (২৬)। তিনি ওই গ্রামের এজের বিশ্বাসের ছেলে।
ঘটনার প্রত্যক্ষদর্শী দীন মোহাম্মদ ও সাইদুর ইসলাম নামের দুজন আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা সকালে আমাদের জমিতে কাজ করছিলাম। আমাদের পাশের জমি সোহেলদের। একটু পরে সোহেল ওদের জমিতে কাজ করতে আসে। সাথে ওর মাও ছিল। কিছুক্ষণ পর সোহেলের মা বাড়িতে চলে যায়। এর কিছুক্ষণ পর সোহেল হঠাৎ করেই নিজের গলায় হাঁসুয়া দিয়ে কোপ দেয়। কোনো কিছু বুঝে ওঠার আগেই সোহেল রক্তাক্ত অবস্থায় নিজের গলা ধরে দৌড়াতে থাকে। কিছু দূর গিয়ে সে একটি ভুট্টাখেতের পাশে পড়ে যায়। পরে আমরাসহ আশপাশের জমিতে কাজ করা লোকেরা সোহেলের বাড়িতে খবর দিই।’
সোহেলের মা যমুনা খাতুন আজকের পত্রিকাকে বলেন, ‘প্রতিদিনের মতো আমার ছেলে সকালে খাওয়াদাওয়া শেষে মাঠে যায়। আমিও ছেলের সাথে বাজারপাড়ার পশ্চিমের মাঠে যাই। সকাল আনুমানিক সাড়ে ৯টার দিকে আমি ছেলেকে মাঠে রেখে চলে আসি। পরে শুনতে পাই আমার ছেলে নিজের গলায় হাঁসুয়া দিয়ে কোপ দিয়ে আত্মহত্যা করেছে। তাকে নিয়ে প্রথমে দৌলতপুর হাসপাতালে গেলে উন্নত চিকিৎসা জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান চিকিৎসকেরা। পরে রাজশাহী যাওয়ার পথে আনুমানিক ১১টার দিকে সোহেল মারা যায়।’
যমুনা খাতুন আরও বলেন, ‘পারিবারিকভাবে আমাদের কোনো সমস্যা ছিল না। কিন্তু প্রায় দুই মাস যাবৎ সোহেল অস্বাভাবিক আচরণ করছিল। তার মাথায় সমস্যা হয়েছিল মনে হয়। এ জন্য আমরা তাকে চোখে চোখে রাখতাম।’
সোহেল রানার স্ত্রী চাঁদনী আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের সংসারে কোনো ঝামেলা ছিল না। দুই মাস যাবৎ আমার স্বামীর মাথায় সমস্যা দেখা দিয়েছে। তবে আমরা কোনো চিকিৎসা দেই নাই। সকালে খাওয়াদাওয়া শেষে সে মাঠে চলে যায়। হঠাৎ এলাকাবাসীর কাছে শুনি, আমার স্বামী আত্মহত্যা করেছে।’
এদিকে ঘটনাস্থল পরিদর্শন করে দৌলতপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘খোঁজ নিয়ে জানতে পেরেছি, তিনি কিছুদিন যাবৎ হতাশায় ভুগছিলেন। বিষয়টি খুবই দুঃখজনক। মরদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
কুষ্টিয়ার দৌলতপুরে জমিতে কৃষিকাজ করতে গিয়ে এক যুবক নিজের গলায় হাঁসুয়া চালিয়ে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। আজ রোববার সকালে উপজেলার দৌলতপুর ইউনিয়নের বাজারপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে।
পরিবার বলছে, দুই মাস ধরে তিনি অস্বাভাবিক আচরণ করছিলেন। সে কারণে কয়েক মাস ধরেই তাঁকে সব সময় চোখে চোখে রাখা হতো।
ওই যুবকের নাম সোহেল রানা (২৬)। তিনি ওই গ্রামের এজের বিশ্বাসের ছেলে।
ঘটনার প্রত্যক্ষদর্শী দীন মোহাম্মদ ও সাইদুর ইসলাম নামের দুজন আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা সকালে আমাদের জমিতে কাজ করছিলাম। আমাদের পাশের জমি সোহেলদের। একটু পরে সোহেল ওদের জমিতে কাজ করতে আসে। সাথে ওর মাও ছিল। কিছুক্ষণ পর সোহেলের মা বাড়িতে চলে যায়। এর কিছুক্ষণ পর সোহেল হঠাৎ করেই নিজের গলায় হাঁসুয়া দিয়ে কোপ দেয়। কোনো কিছু বুঝে ওঠার আগেই সোহেল রক্তাক্ত অবস্থায় নিজের গলা ধরে দৌড়াতে থাকে। কিছু দূর গিয়ে সে একটি ভুট্টাখেতের পাশে পড়ে যায়। পরে আমরাসহ আশপাশের জমিতে কাজ করা লোকেরা সোহেলের বাড়িতে খবর দিই।’
সোহেলের মা যমুনা খাতুন আজকের পত্রিকাকে বলেন, ‘প্রতিদিনের মতো আমার ছেলে সকালে খাওয়াদাওয়া শেষে মাঠে যায়। আমিও ছেলের সাথে বাজারপাড়ার পশ্চিমের মাঠে যাই। সকাল আনুমানিক সাড়ে ৯টার দিকে আমি ছেলেকে মাঠে রেখে চলে আসি। পরে শুনতে পাই আমার ছেলে নিজের গলায় হাঁসুয়া দিয়ে কোপ দিয়ে আত্মহত্যা করেছে। তাকে নিয়ে প্রথমে দৌলতপুর হাসপাতালে গেলে উন্নত চিকিৎসা জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান চিকিৎসকেরা। পরে রাজশাহী যাওয়ার পথে আনুমানিক ১১টার দিকে সোহেল মারা যায়।’
যমুনা খাতুন আরও বলেন, ‘পারিবারিকভাবে আমাদের কোনো সমস্যা ছিল না। কিন্তু প্রায় দুই মাস যাবৎ সোহেল অস্বাভাবিক আচরণ করছিল। তার মাথায় সমস্যা হয়েছিল মনে হয়। এ জন্য আমরা তাকে চোখে চোখে রাখতাম।’
সোহেল রানার স্ত্রী চাঁদনী আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের সংসারে কোনো ঝামেলা ছিল না। দুই মাস যাবৎ আমার স্বামীর মাথায় সমস্যা দেখা দিয়েছে। তবে আমরা কোনো চিকিৎসা দেই নাই। সকালে খাওয়াদাওয়া শেষে সে মাঠে চলে যায়। হঠাৎ এলাকাবাসীর কাছে শুনি, আমার স্বামী আত্মহত্যা করেছে।’
এদিকে ঘটনাস্থল পরিদর্শন করে দৌলতপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘খোঁজ নিয়ে জানতে পেরেছি, তিনি কিছুদিন যাবৎ হতাশায় ভুগছিলেন। বিষয়টি খুবই দুঃখজনক। মরদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
ঢাকায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজে ভয়াবহ বিমান দুর্ঘটনায় নিহত শিক্ষার্থী ও শিক্ষকদের আত্মার শান্তি কামনায় এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় খাগড়াছড়িতে পঞ্চশীল ও প্রদীপ প্রজ্বালন করা হয়েছে।
২ মিনিট আগেনাটোরের বড়াইগ্রামে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে আটজন নিহতের ঘটনায় অভিযুক্ত ট্রাকচালক মহির উদ্দিনকে গ্রেপ্তার করেছে র্যাব। বুধবার তথ্যপ্রযুক্তির সহায়তায় নাটোর সদর উপজেলার বামনডাঙ্গা গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
৩৫ মিনিট আগেনগরবাসীর নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনার উদ্দেশ্যে ২০২১ সালের ডিসেম্বরে কুমিল্লা সিটি করপোরেশনের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ৯০টি সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়। দুই কোটি টাকার বেশি ব্যয়ে স্থাপিত এসব ক্যামেরায় ছিল কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), স্বয়ংক্রিয় গাড়ির নম্বর শনাক্তকরণ...
৩ ঘণ্টা আগেরাজধানীর দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের হায়দার আলী ভবনটির কাঠামোই দৃশ্যত সোমবারের বিপর্যয়কে এতটা প্রাণঘাতী করে তুলেছে। সরেজমিন ঘুরে এবং ভুক্তভোগী অভিভাবকদের সঙ্গে কথা বলে এমন ধারণাই পাওয়া গেছে।
৫ ঘণ্টা আগে