Ajker Patrika

ইন্টার্ন চিকিৎসক পরিচয়ে টাকা আদায়, যুবক আটক

­যশোর প্রতিনিধি
পুলিশের হাতে আটক আব্দুর রহমান। ছবি: আজকের পত্রিকা
পুলিশের হাতে আটক আব্দুর রহমান। ছবি: আজকের পত্রিকা

যশোরে ইন্টার্ন চিকিৎসক পরিচয়ে রোগীর কাছে থেকে টাকা নেওয়ার অভিযোগে আব্দুর রহমান জাকির (২৭) নামের এক যুবককে আটক করা হয়েছে।

আজ সোমবার (৭ জুলাই) দুপুরে যশোর জেনারেল হাসপাতালের টিকিট কাউন্টারের সামনে থেকে তাঁকে আটক করা হয়।

আটক আব্দুর রহমান জাকির যশোর শহরের শংকরপুর ইসহাক সড়ক এলাকার মজিবর রহমানের ছেলে।

যশোর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হুসাইন সাফায়াত জানান, আব্দুর রহমান জাকির নামের ওই যুবক সাদা অ্যাপ্রোন পরে নিজেকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক পরিচয় দিচ্ছিলেন। এ সময় তিনি শহরের পুরাতন কসবা এলাকার সানজিদা (৩৬) নামের এক রোগীর কাছে থেকে বিভিন্ন টেস্ট করিয়ে দেওয়ার কথা বলে ৫০০ টাকা নেন। বিষয়টি সন্দেহজনক মনে হলে রোগীর স্বজনেরা হাসপাতালের দায়িত্বরত পুলিশ সদস্য সোহেল রানাকে জানান। এরপর তিনি ওই যুবককে জিজ্ঞাসাবাদ করেন। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে স্বীকার করেন, তিনি ইন্টার্ন চিকিৎসক নন। এ সময় তাঁর কাছে থেকে বরিশাল ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির ২০২১-২২ শিক্ষাবর্ষের পরিচয়পত্র উদ্ধার করা হয়।

হাসপাতালের তত্ত্বাবধায়ক আরও জানান, পুলিশ সদস্য সোহেল রানা ওই যুবককে তাঁর কাছে নিয়ে যান। তিনি তাৎক্ষণিকভাবে তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে অভিযোগ দিয়ে কোতোয়ালি থানায় সোপর্দ করেন।

যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের মোবাইল টিম ইন্টার্ন চিকিৎসক দাবি করা এক প্রতারককে আটক করেছে। হাসপাতাল কর্তৃপক্ষ অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অবিশ্বাস্য কম খরচে বাংলাদেশিদের গোল্ডেন ভিসা দেবে দুবাই, সুবিধা কী

উপজেলা পর্যায়ে আদালত সম্প্রসারণে একমত সব দল

ফিলিস্তিনপন্থী সংগঠন নিষিদ্ধের পক্ষে ভোট দিলেন টিউলিপ–রুশনারা

গাজার নিয়ন্ত্রণ হারাচ্ছে হামাস, মাথাচাড়া দিচ্ছে সশস্ত্র সন্ত্রাসীরা

মহাবিশ্বের আয়ু আর ২০০০ কোটি বছর, পৃথিবীর ধ্বংস কবে, জানালেন বিজ্ঞানীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত