Ajker Patrika

বালুমহালে চাঁদা দাবি, না পেয়ে গুলি ছুড়ে আতঙ্ক

বাঘা (রাজশাহী) প্রতিনিধি      
আপডেট : ০৭ জুলাই ২০২৫, ২১: ১১
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

রাজশাহীর বাঘা উপজেলার পদ্মা নদীর চরাঞ্চলে বৈধ ইজারা দেওয়া বালুমহালে চাঁদার দাবিতে হামলার ঘটনা ঘটেছে। গতকাল রোববার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে তিনটি নৌকায় ৩৫-৪০ জনের একটি দল খেয়াঘাট এলাকায় এলোপাতাড়ি গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করে। পরে দুটি স্পিডবোট ভাঙচুর এবং একটি স্পিডবোটের ইঞ্জিন খুলে নিয়ে যায় দুর্বৃত্তরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, চরাঞ্চলের লক্ষ্মীনগর মৌজার ২৪ একর বালুমহালটি এ বছর মেসার্স সরকার ট্রেডার্স বৈধভাবে ইজারা নিয়েছে। ইজারাদার এস এম এখলাসের লোকজন ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করে বিভিন্ন জেলায় সরবরাহ করছেন। বালু পরিবহনের পথে বিভিন্ন স্থানে চাঁদা দাবি করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে। চাঁদা না দেওয়ায় এই হামলা হয়েছে বলে দাবি ইজারাদার পক্ষের।

ইজারাদারের ম্যানেজার বেলাল হোসেন জানান, হামলার সময় ড্রেজারের চালকেরা আতঙ্কে নদীর পাড় ছেড়ে দৌড়ে গা ঢাকা দেন। সকালে গুলির খোসা দেখে গুলি ছোড়ার প্রমাণ মেলে। খেয়াঘাটসংলগ্ন এক গ্রামপুলিশ জানান, রাত সাড়ে ৩টার দিকে তিনি গুলির শব্দ শুনে ঘরের ফাঁক দিয়ে দেখেন, তিনটি নৌকায় প্রায় ৪০ জন সন্ত্রাসী গুলি ছুড়ছে এবং স্পিডবোট ভাঙচুর করছে।

রাজশাহী জেলা ছাত্রদলের আহ্বায়ক শামীম সরকার জানান, নাটোরের লালপুরের কাকন বাহিনীর নেতৃত্বে খাল এন্টারপ্রাইজ নামের একটি চক্র বালুবাহী ট্রলার থেকে চাঁদা দাবি করছে। বৈধ ইজারার পরও চাঁদা না দেওয়ায় হামলা চালানো হয়েছে বলে তিনি অভিযোগ করেন।

ঘটনার পর নৌ পুলিশ ও বাঘা থানা-পুলিশ যৌথভাবে ঘটনাস্থল পরিদর্শন করেছে। নৌ পুলিশের চারঘাট ফাঁড়ির ইনচার্জ হুমায়ূন রশীদ বলেন, বালু বিক্রি নিয়ে কুষ্টিয়ার দৌলতপুর এলাকার লোকজনের সঙ্গে দ্বন্দ্ব চলছে। এই বিরোধের জেরে আতঙ্ক ছড়াতেই রাতে গুলি ছোড়া হতে পারে।

এ বিষয়ে বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ ফ ম আছাদুজ্জামান জানান, হামলাকারীদের চিহ্নিত করতে পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে এবং এ বিষয়ে তদন্ত চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অবিশ্বাস্য কম খরচে বাংলাদেশিদের গোল্ডেন ভিসা দেবে দুবাই, সুবিধা কী

উপজেলা পর্যায়ে আদালত সম্প্রসারণে একমত সব দল

ফিলিস্তিনপন্থী সংগঠন নিষিদ্ধের পক্ষে ভোট দিলেন টিউলিপ–রুশনারা

চেক জালিয়াতির মামলায় সাংবাদিকের ৫ মাসের কারাদণ্ড

ফারজানা রুপা ও শাকিলকে গ্রেপ্তারের বিষয়ে জাতিসংঘকে ব্যাখ্যা দিল সরকার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত