Ajker Patrika

কাভার্ড ভ্যানের ধাক্কায় মায়ের কোল থেকে ছিটকে পড়ে প্রাণ গেল শিশুর

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

চট্টগ্রামের মীরসরাইয়ে কাভার্ড ভ্যানের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশা থেকে ছিটকে পড়ে আলিফা (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশু আলিফা উপজেলার ১৪ নম্বর হাইতকান্দি ইউনিয়নের মোহাম্মদ জহিরের মেয়ে।

আজ ‎সোমবার (৭ জুলাই) বেলা সাড়ে ৩টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মীরসরাই পৌর সদরের কলেজ রোডের মুখে মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

‎প্রত্যক্ষদর্শী মো. রিপন জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মীরসরাইয়ে কলেজ রোড এলাকায় অটোরিকশাটি হঠাৎ ব্রেক করলে পেছনে থাকা চলন্ত লরি নিয়ন্ত্রণ হারিয়ে একটি কাভার্ড ভ্যানকে ধাক্কা দেয়। এতে কাভার্ড ভ্যানটি গিয়ে অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশায় মায়ের কোলে থাকা শিশু আলিফা ছিটকে পড়ে যায়। মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যায় শিশুটি।

মীরসরাই হাইওয়ে পুলিশের এটিএসআই সালাউদ্দিন জানান, বিকেলে মহাসড়কের কলেজ রোড এলাকায় সিএনজি অটোরিকশার পেছনে কাভার্ড ভ্যানের ধাক্কায় ঘটনাস্থলে এক শিশু নিহত হয়েছে। কাভার্ড ভ্যানের চালককে আটক করা হয়েছে। কাভার্ড ভ্যানের চালক ও গাড়ি জোরারগঞ্জ হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অবিশ্বাস্য কম খরচে বাংলাদেশিদের গোল্ডেন ভিসা দেবে দুবাই, সুবিধা কী

উপজেলা পর্যায়ে আদালত সম্প্রসারণে একমত সব দল

ফিলিস্তিনপন্থী সংগঠন নিষিদ্ধের পক্ষে ভোট দিলেন টিউলিপ–রুশনারা

চেক জালিয়াতির মামলায় সাংবাদিকের ৫ মাসের কারাদণ্ড

ফারজানা রুপা ও শাকিলকে গ্রেপ্তারের বিষয়ে জাতিসংঘকে ব্যাখ্যা দিল সরকার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত