Ajker Patrika

বিএনপি নেতার দোকানের সামনে মিলল ককটেল-চিরকুট-কাফনের কাপড় 

গাংনী (মেহেরপুর) প্রতিনিধি
আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৪, ১৪: ১৩
বিএনপি নেতার দোকানের সামনে মিলল ককটেল-চিরকুট-কাফনের কাপড় 

মেহেরপুরের গাংনীতে একটি দোকানের সামনে থেকে ককটেল-সদৃশ বস্তু, চিরকুট ও কাফনের কাপড় উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে গাংনী উপজেলার গোপালনগর বাজারের মো. রবিউল ইসলামের দোকানের সামনে থেকে এসব উদ্ধার করা হয়। 

রবিউল ইসলাম উপজেলার রায়পুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এবং গোপালনগর গ্রামের আবুল কাশেম বিশ্বাসের ছেলে। 

রবিউল ইসলাম বলেন, ‘প্রতিদিনের মতো রাতে আমার ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে বাড়ি চলে যাই। আজ সকালে দোকান খুলতে এসে একটি প্লাস্টিকের ব্যাগে দুটি বোমাসদৃশ বস্তু দেখি। স্থানীয়দের সহযোগিতায় তাৎক্ষণিক গাংনী থানার পুলিশকে খবর দিলে তারা দ্রুত ঘটনাস্থলে এসে বোমাসদৃশ বস্তু, চিরকুট ও কাফনের কাপড় উদ্ধার করে। চিরকুটটিতে জীবননাশের হুমকি দেয়।’ 

তিনি আরও বলে, ‘কিছুদিন আগে রায়পুর ইউনিয়ন পরিষদে প্যানেল চেয়ারম্যান বসানোকে কেন্দ্র করে আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে কথা-কাটাকাটি হয়। সেই সূত্রের জেরে আওয়ামী লীগের লোকজন আমাকে হত্যার হুমকি দেওয়ার জন্য আমার দোকানের সামনে এসব রেখে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।’ 

গাংনী থানার উপপরিদর্শক (এসআই) শিমুল বিল্লাহ জানান, ভয়ভীতি দেখানোর জন্য রায়পুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রবিউল ইসলামের দোকানের সামনে ককটেল-সদৃশ বস্তু, চিরকুট ও কাফনের কাপড় রেখে আসে দুর্বৃত্তরা। এ ঘটনার সঙ্গে জড়িতদের আটকের চেষ্টা চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত