Ajker Patrika

ঝিকরগাছায় সবজি বিক্রেতাকে গুলি, পুলিশ কনস্টেবল প্রত্যাহার

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি
আপডেট : ০৪ জুন ২০২৪, ১৪: ৫০
Thumbnail image

যশোরের ঝিকরগাছায় এক সবজি বিক্রেতাকে মারধর ও গুলির ঘটনায় পুলিশ কনস্টেবল রিকন হোসেনকে প্রত্যাহার করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে উপজেলার শিওরদাহ বাজারে ওই গুলির ঘটনা ঘটে। আহত সবজি বিক্রেতা রিপন হোসেন ওই গ্রামের মতিয়ার রহমানের ছেলে।

প্রত্যক্ষদর্শী তুষার ইমরান বলেন, ‘আজ সকাল ৮টার দিকে কনস্টেবল রিকন হোসেন মোটরসাইকেল মেরামত করতে সুমনের দোকানে আসেন। সুমনের অনুপস্থিতিতে পাশের দোকানের সবজি বিক্রেতা ওই কনস্টেবলকে মোটরসাইকেল ঠিক করতে নাভারণে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। তাতে ক্ষিপ্ত হয়ে রিপনকে লাঠি দিয়ে আঘাত করেন রিকন। একপর্যায়ে তিনি গুলি করেন। কিন্তু আমাদের বাধার মুখে গুলি তার গায়ে লাগেনি। পরে রিকন ফাঁড়িতে চলে যান।’

গ্রাম পুলিশ সুকুমার দাশ বলেন, ফাঁড়িতে গিয়ে অস্ত্র তাক করেছিলেন কনস্টেবল রিকন। পরে ঝিকরগাছা থানা থেকে দুজন পুলিশ এলে তাঁদেরও গুলি করার হুমকি দেন।

শিওরদাহ গ্রামের এস এম সরদার বলেন, পুলিশ সদস্য রিকনের সঙ্গে এই এলাকার মাদকসেবীদের সখ্য রয়েছে। প্রায়ই মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করেন তিনি।

যশোরের সহকারী জ্যেষ্ঠ পুলিশ সুপার (নাভারণ সার্কেল) নিশাত-আল নাহিয়ান আজকের পত্রিকাকে বলেন, অভিযুক্ত পুলিশ কনস্টেবল রিকনকে পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে। বিভাগীয় তদন্ত শেষে তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

বিয়ে করলেন সারজিস আলম

অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়ছে শ্রীলঙ্কা, ভারত-ইংল্যান্ড ম্যাচ কোথায় দেখবেন

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

সাবেক শিক্ষার্থীর প্রাইভেট কারে ধাক্কা, জাবিতে ১২ বাস আটকে ক্ষতিপূরণ আদায় ছাত্রদলের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত