Ajker Patrika

শনিবার বাগেরহাটে আসছেন এনসিপির শীর্ষ নেতারা

বাগেরহাট প্রতিনিধি
এনসিপির পদযাত্রা ঘিরে বাগেরহাটে শহর-গ্রামে চলছে মাইকিং, প্রচারণা ও গণসংযোগ। ছবি: আজকের পত্রিকা
এনসিপির পদযাত্রা ঘিরে বাগেরহাটে শহর-গ্রামে চলছে মাইকিং, প্রচারণা ও গণসংযোগ। ছবি: আজকের পত্রিকা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় শীর্ষ নেতারা শনিবার (১২ জুলাই) বাগেরহাটে আসছেন। দলটির জুলাই মাসব্যাপী পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে তাঁরা এই সফরে অংশ নিচ্ছেন।

এই কর্মসূচির অংশ হিসেবে শনিবার বেলা ২টায় বাগেরহাটের রামপাল উপজেলার ফয়লায় একটি পথসভায় যোগ দেবেন এনসিপির নেতারা। বিকেলে বাগেরহাট শহরের খানজাহান আলী (রহ.)-এর মাজার জিয়ারত, ‘জুলাই শহীদ’ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ এবং শহরের রেল রোড চত্বরে আরেকটি পথসভায় অংশ নেবেন তাঁরা।

দিনব্যাপী কর্মসূচি শেষে এনসিপির কেন্দ্রীয় নেতারা রোববার (১৩ জুলাই) পিরোজপুরের উদ্দেশে রওনা হবেন।

দলটির কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব, সিনিয়র যুগ্ম সদস্যসচিব সামান্তা শারমিন, সিনিয়র যুগ্ম সচিব তাসনিম জারা, মুখ্য সমন্বয়ক নাহিদা সারওয়ার নিভা, সিনিয়র মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী, যুগ্ম মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ, মোহাম্মদ আতাউল্লাহ, ডা. মাহমুদা মিতুসহ প্রায় ৪০ জন কেন্দ্রীয় নেতা এই সফরে অংশ নিচ্ছেন।

এ ছাড়া কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক মোল্লা রহমতুল্লাহ, যুগ্ম আহ্বায়ক তাজনুভা জাবিনসহ এনসিপির বিভাগীয় ও জেলা পর্যায়ের নেতারাও এই পদযাত্রায় যুক্ত থাকবেন।

এনসিপির কেন্দ্রীয় নেতাদের আগমন ঘিরে বাগেরহাট জেলা কমিটি সব প্রস্তুতি শেষ করেছে বলে জানিয়েছেন দলটির প্রচার সমন্বয়ক সৈয়দ মোর্শেদ আনোয়ার সোহেল। তিনি বলেন, ‘নেতাদের পদযাত্রা ঘিরে শহর-গ্রামে চলছে মাইকিং, প্রচারণা ও গণসংযোগ। তরুণ নেতৃত্বের উপস্থিতিতে ফয়লা ও শহর এলাকায় বড় ধরনের গণজমায়েত হবে বলে আশা করছি।’

তিনি আরও জানান, এই সফরের মাধ্যমে দক্ষিণাঞ্চলের রাজনৈতিক বাস্তবতা, সাংগঠনিক কার্যক্রম ও জনসম্পৃক্ততা আরও জোরদার করার লক্ষ্য রয়েছে। শান্তিপূর্ণ ও সফলভাবে কর্মসূচি বাস্তবায়নের জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সারা দেশে আরও ১০ দিন ভারী বৃষ্টির সম্ভাবনা

‘আজ বুঝলাম সময়ের কাছে মানুষ কত অসহায়’—মৃত্যুর আগে স্ট্যাটাস স্বেচ্ছাসেবক লীগ নেতার

জগন্নাথপুরে এসএসসিতে সর্বোচ্চ নম্বর পাওয়া রাইদা হতে চায় চিকিৎসক

রামদা হাতে ভাইরাল সেই সাবেক যুবদল নেতাকে গুলি ও পায়ের রগ কেটে হত্যা

এনআইডি প্রকল্পে দুর্নীতি: কে এই রহস্যময় ‘মিস্টার জি’

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত