Ajker Patrika

কাভার্ড ভ্যান রেখে পালানোর চেষ্টা, ৫৫ কেজি গাঁজাসহ গ্রেপ্তার

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
গাঁজাসহ আটক শামীম মিয়া। ছবি: সংগৃহীত
গাঁজাসহ আটক শামীম মিয়া। ছবি: সংগৃহীত

রংপুরের কাউনিয়ায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫৫ কেজি গাঁজাসহ একজনকে আটক করেছে র‍্যাব। এ সময় জব্দ করা হয় মাদক পরিবহনে ব্যবহৃত কাভার্ড ভ্যান।

আটক ব্যক্তির নাম শামীম মিয়া (২৯)। তিনি উপজেলার শহীদবাগ ইউনিয়নের সাধু গ্রামের মুনছুর আলীর ছেলে। আজ শুক্রবার দুপুরে তাঁকে মাদক আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে রংপুর আদালতে পাঠানো হয়েছে।

জানতে চাইলে কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ শাহ জানান, র‍্যাব-১৩ সদর কোম্পানি রংপুরের একটি আভিযানিক দল গতকাল বৃহস্পতিবার উপজেলার কুর্শা ইউনিয়নের মীরবার এলাকায় রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে চেকপোস্ট বসিয়ে মাদকবিরোধী অভিযান চালায়। বেলা আড়াইটার দিকে আভিযানিক দল মহাসড়কে সাদা-হলুদ রঙের কাভার্ড ভ্যান থামানোর সংকেত দেয়।

এ সময় চেকপোস্টের সামনে কাভার্ড ভ্যান রেখে গাড়ি থেকে নেমে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন শামীম মিয়া। একপর্যায়ে ধাওয়া করে তাঁকে আটক করা হয়। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে কাভার্ড ভ্যানে রাখা ব্যাগের ভেতর থেকে ৫৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ছাড়া দুটি মোবাইল ফোন ও কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে।

ওসি আব্দুল লতিফ শাহ বলেন, উদ্ধার হওয়া গাঁজার মূল্য প্রায় ১১ লাখ টাকা। এ ঘটনায় আজ র‍্যাব বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ধারায় মামলা করেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রায় ২৫০ কারখানার পণ্য পুড়ে যাওয়ার আশঙ্কা করছি: বিজিএমইএ সভাপতি

বিমানবন্দরের মতো কৌশলগত স্থাপনায় আগুন নিরাপত্তা ঘাটতির স্পষ্ট প্রমাণ: জামায়াত আমির

বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ আগুন যেসব প্রশ্ন তুলল, সর্বশেষ যা জানা গেল

এখনো যথেষ্ট আগুন রয়েছে, তবে নিয়ন্ত্রণে

শাহজালাল বিমানবন্দরে নাশকতার প্রমাণ পেলে ‘কঠোর ব্যবস্থা নেবে’ সরকার

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত