Ajker Patrika

ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগে ক্লিনিক সিলগালা

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি
আপডেট : ২৯ অক্টোবর ২০২২, ১০: ৫৬
ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগে ক্লিনিক সিলগালা

বাগেরহাটের মোরেলগঞ্জে বেসরকারি ক্লিনিক গ্রিন লাইফে রোগীর মৃত্যুর ঘটনায় সেটি সিলগালা করা হয়েছে। গতকাল শুক্রবার সাড়ে ৭টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহাঙ্গীর আলম ক্লিনিকটি সিলগালা করেন।

জানা গেছে, শুক্রবার বিকেল ৫টার দিকে আশরাফ আলী শেখ (৮০) নামে ভর্তি থাকা এক রোগীর ভুল চিকিৎসায় মৃত্যুর অভিযোগ ওঠে। এমন অভিযোগে ইউএনও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে গ্রিন লাইফ হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারটি বন্ধ করে দেন। ক্লিনিকটিতে কোনো নিবন্ধন বা অনুমোদন নেই বলেও জানা গেছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক কর্মকর্তা আহত নাজমুল বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সের ১০০ মিটারের মধ্যে কোনো ক্লিনিকে থাকা অবৈধ। তা ছাড়া এই ক্লিনিকের কোনো স্থায়ী চিকিৎসক নেই।

ইউএনওর উপস্থিতি টের পেয়ে ক্লিনিকের পরিচালক কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য সহকারী মো. রিয়াদুল ইসলাম সোহাগ, ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচএ কামাল হোসেন মুফতি ও নার্স পালিয়ে যান।

ইউএনও বলেন, অভিযানের সময় ক্লিনিকে ভর্তি থাকা দুই রোগীকে নিকটস্থ স্বাস্থ্য কমপ্লেক্সে স্থানান্তর করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত