Ajker Patrika

যশোরে সড়ক দুর্ঘটনায় আইনজীবীর মৃত্যু

যশোর প্রতিনিধি
Thumbnail image

যশোরে ট্রাকের ধাক্কায় আলমগীর হোসেন (৩৭) নামে একজন আইনজীবীর মৃত্যু হয়েছে। একই সঙ্গে মজিবুর রহমান নামের সাবেক ইউপি চেয়ারম্যান গুরুতর আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুরে শহরতলীর চাঁচড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

আলমগীর মনিরামপুর উপজেলার স্বরূপদাহ গ্রামের জয়নাল হোসেনের ছেলে। আহত মজিবুর রহমান মনিরামপুর উপজেলার মাসলা খানপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ছিলেন।

আলমগীরের বাবা জয়নাল হোসেন জানান, আলমগীর সাবেক চেয়ারম্যান মজিবুরকে সঙ্গে নিয়ে যশোর থেকে মনিরামপুর যাচ্ছিল। চাঁচড়া জোড়া মন্দিরের পাশে গেলে বিপরীতমুখী ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই আলমগীর মারা যান। নিহত এবং আহত মজিবুরকে স্থানীয়রা যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক আলমগীরকে মৃত ঘোষণা করে। 

হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার আহম্মেদ তারেক শামস বলেন, মরদেহ হাসপাতালের মর্গে রয়েছে। আহত মজিবুরের বাম পায়ের হাড় ভেঙে গেছে। তাঁকে ভর্তি করে সার্জারি ওয়ার্ডে পাঠানো হয়েছে। শঙ্কামুক্ত আশা করা যায়। 

জানতে চাইলে কোতোয়ালি থানার এসআই তপন কুমার নন্দী বলেন, নিহত আলমগীরের পরিবারের পক্ষ থেকে বিনা ময়নাতদন্তে মরদেহ নেওয়ার জন্য আবেদন করা হয়েছে। আইনের প্রক্রিয়া চলমান রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত