Ajker Patrika

ডুমুরিয়ায় ওয়াপদার বাঁধ ভেঙে মৎস্য ঘের প্লাবিত

প্রতিনিধি
Thumbnail image

ডুমুরিয়া (খুলনা): খুলনার ডুমুরিয়ায় ওয়াপদা বাঁধ ভেঙে কয়েকটি মৎস্য ঘের ডুবে গেছে। শনিবার দুপুরে উপজেলার রতনখালি এলাকায় জোয়ারের পানিতে ওয়াপদার বাঁধ ভেঙে ভেতরে পানি ঢুকতে শুরু করে। সন্ধ্যার মধ্যে কয়েকটি মৎস্য ঘের তলিয়ে যায়। তবে রোববার সকাল থেকে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কর্তৃপক্ষের উদ্যোগে বাঁধটি মেরামত শুরু হয়।

জানা যায়, শনিবার দুপুরের দিকে ঘ্যাংরাইল নদীর জোয়ারের পানির চাপ বাড়তে থাকে। একপর্যায়ে পানি উন্নয়ন বোর্ডের ২৯ নম্বর পোল্ডার আওতাধীন ডুমুরিয়া উপজেলার শরাফপুর ইউনিয়নের রতনখালী স্লুইজ গেটের পাশে প্রায় ২০ ফুট উঁচু ওয়াপদার বাঁধ ভেঙে পানি ভেতরে প্রবেশ করে। এতে ভুলবাড়িয়া গ্রামের মোজাম আলী শেখের মৎস্য ঘেরসহ কয়েকটি মৎস্য ঘের তলিয়ে পানি পার্শ্ববর্তী শিতামারা খাল দিয়ে বের হয়। এতে অনেক মাছ চলে গেছে বলে দাবি ঘের মালিকদের। 

স্থানীয় ইউপি চেয়ারম্যান শেখ রবিউল ইসলাম জানান, দুই বছর ধরে ওয়াপদা বাঁধের ওই স্থানে ভাঙনের সৃষ্টি হয়ে ভেতরে পানি ঢুকছে। বিষয়টি পাউবো কর্তৃপক্ষকে একাধিকবার জানানো হলেও তাঁরা কোন পদক্ষেপ নেয়নি। কর্তৃপক্ষের উদাসীনতার কারণে এ ভাঙন দেখা দিয়েছে। তিনি আরও বলেন, রোববার সকাল থেকে পানি উন্নয়ন বোর্ডের উদ্যোগে বাঁধ মেরামতের কাজ শুরু হয়েছে। ১৮ জন শ্রমিক বাঁধ মেরামতের কাজ করছে। আগামী দুই তিন দিনের মধ্যে কাজটি শেষ হবে। 

এ স্থান ছাড়াও ওয়াপদা বাঁধের বিভিন্ন জায়গায় অসংখ্য ফাটলের সৃষ্টি হয়েছে। যে কোনো সময় আবার ভাঙন দেখা দিতে পারে। এর একটা স্থায়ী সমাধান চেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছে এলাকাবাসী। এ প্রসঙ্গে জানতে দায়িত্বপ্রাপ্ত এসডি মিজানুর রহমানের মোবাইল ফোনে একাধিকবার কল করেও তাঁকে পাওয়া যায়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত