Ajker Patrika

সাইকেলচালককে বাঁচাতে গিয়ে হার্ড ব্রেক, ছিটকে পড়ে মোটরসাইকেল আরোহীর মৃত্যু 

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি
আপডেট : ০৭ অক্টোবর ২০২৩, ১৫: ০৫
Thumbnail image

যশোরের ঝিকরগাছায় কষে ব্রেক চাপার ফলে পেছনের আসন থেকে ছিটকে পড়ে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন মোটরসাইকেলের চালক। সড়কে একজন বাইসাইকেলচালককে পাশ কাটাতে গিয়ে দুর্ঘটনাটি ঘটে। 

আজ শনিবার সকাল সাড়ে ৭টার দিকে ঝিকরগাছা উপজেলা মোড়ে গতিরোধকের ওপরে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতের নাম সাগর হোসেন (২৪)। তিনি মনিরামপুর উপজেলার দোলনগর (দোলবাড়ি) গ্রামের মো. আরশাদ আলীর ছেলে। 

আহত মোটরসাইকেলের চালক হলেন আলমগীর হোসেন (৩৫)। তিনি সাতক্ষীরা সদরের মাধবকাটিয়া গ্রামের বাসিন্দা। 

ঝিকরগাছা ফায়ার স্টেশনের কর্মকর্তা নয়ন চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘সাগর নামের ওই ব্যক্তি সকালে একটি মোটরসাইকেল ভাড়া করে সাতক্ষীরা থেকে যশোরে যাচ্ছিলেন। মোটরসাইকেলটি ঝিকরগাছা উপজেলা মোড়ে গতিরোধকের ওপরে উঠলে বিপরীত দিক থেকে আসা এক বাইসাইকেল আরোহীকে পাশ দিতে আকস্মিক ব্রেক কষেন। এতে মোটরসাইকেলের পেছনের আসনে বসে থাকা সাগর ছিটকে সামনে পড়েন। এতে তাঁর মাথা ও শরীরের বিভিন্ন অংশে আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলে মারা যান।’ 

স্থানীয়দের বরাত দিয়ে স্টেশন কর্মকর্তা নয়ন চৌধুরী আরও বলেন, ‘মোটরসাইকেলটির গতি ছিল অনেক বেশি। এ ঘটনায় মোটরসাইকেলের চালক সাতক্ষীরা সদরের মাধবকাটিয়া গ্রামের আলমগীর হোসেন আহত হয়েছেন।’ 

এ বিষয়ে নাভারণ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন আজকের পত্রিকাকে বলেন, ‘মোটরসাইকেলটির গতি সম্ভবত বেশি ছিল। সে কারণে সামনের দিক থেকে আসা বাইসাইকেল আরোহীকে বাঁচাতে এ দুর্ঘটনা ঘটে। লাশ থানায় আছে। স্বজনেরা আসছেন, তাঁদের মতামতের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত