খুলনা প্রতিনিধি
বাস ধর্মঘটের পর এবার ডাকা হয়েছে লঞ্চ ধর্মঘট। শুক্রবার (২১ অক্টোবর) দুপুর পূর্ব ঘোষণা ছাড়াই হঠাৎ করে লঞ্চ ধর্মঘটের ডাক দিয়েছে বাংলাদেশ লঞ্চ লেবার অ্যাসোসিয়েশন।
বাংলাদেশ লঞ্চ লেবার অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন জানান, ১০ দফা দাবিতে তাঁরা যাত্রীবাহী লঞ্চে ৪৮ ঘণ্টার ধর্মঘট শুরু করেছেন। এর ফলে দুটি রুটে ছয়টি লঞ্চ চলাচল বন্ধ রয়েছে।
বিএনপির নেতাদের অভিযোগ, আগামীকাল শনিবার বিএনপির খুলনা বিভাগীয় গণসমাবেশকে বাধাগ্রস্ত করতে উদ্দেশ্যমূলকভাবে বাস ধর্মঘটের মতো এবার লঞ্চ ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে।
নগর বিএনপির সদস্যসচিব শফিকুল আলম তুহিন বলেন, ‘খুলনায় বিএনপির বিভাগীয় গণসমাবেশকে ব্যাহত করতে কৃত্রিম সংকট দেখিয়ে দুই দিনের পরিবহন ধর্মঘট যে উদ্দেশ্যে ডাকা হয়েছে লঞ্চ ধর্মঘট সে উদ্দেশ্যে ডাকা হয়েছে। এটা একটা পরিষ্কার চক্রান্ত। কোনো বাধাই বিএনপির বিভাগীয় সমাবেশ রুদ্ধ করতে পারবে না।’
নছিমন-করিমন-ভটভটিসহ সকল অবৈধ যান চলাচল বন্ধের দাবিতে আজ সকাল থেকে খুলনায় দুই দিনের পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে খুলনা জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস মালিক সমিতি।
সব পথে গাড়ি বন্ধের ঘোষণা থাকলেও ঢাকা-খুলনার রুটের বাস যশোর ও গোপালগঞ্জ পর্যন্ত যাবে। সাতক্ষীরামুখী যেসব বাস যশোর হয়ে চলে, সেগুলো চলবে। তবে যেগুলো খুলনা হয়ে চলে সেগুলো বন্ধ থাকবে। মূলত খুলনায় কোনো গাড়ি প্রবেশ করতে পারবে না। সেই সঙ্গে খুলনা থেকে বিভিন্ন রুটের গাড়ি ছেড়ে যাবে না এ দুই দিন। যেখানে আগামীকাল শনিবার খুলনায় বিএনপি মহাসমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এদিকে বাস বন্ধ থাকায় সাধারণ যাত্রীরা ভোগান্তির শিকার হচ্ছেন। বিভিন্ন স্থানে যেতে অতিরিক্ত অর্থ গুনতে হচ্ছে। সোনাডাঙ্গা বাস টার্মিনালে গিয়ে হতাশ হয়ে ফিরছেন মানুষ। থ্রি–হুইলারে করে যেতে হচ্ছে যশোরে। সময় ও অর্থ দুটোই বেশি লাগছে।
বাস ধর্মঘটের পর এবার ডাকা হয়েছে লঞ্চ ধর্মঘট। শুক্রবার (২১ অক্টোবর) দুপুর পূর্ব ঘোষণা ছাড়াই হঠাৎ করে লঞ্চ ধর্মঘটের ডাক দিয়েছে বাংলাদেশ লঞ্চ লেবার অ্যাসোসিয়েশন।
বাংলাদেশ লঞ্চ লেবার অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন জানান, ১০ দফা দাবিতে তাঁরা যাত্রীবাহী লঞ্চে ৪৮ ঘণ্টার ধর্মঘট শুরু করেছেন। এর ফলে দুটি রুটে ছয়টি লঞ্চ চলাচল বন্ধ রয়েছে।
বিএনপির নেতাদের অভিযোগ, আগামীকাল শনিবার বিএনপির খুলনা বিভাগীয় গণসমাবেশকে বাধাগ্রস্ত করতে উদ্দেশ্যমূলকভাবে বাস ধর্মঘটের মতো এবার লঞ্চ ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে।
নগর বিএনপির সদস্যসচিব শফিকুল আলম তুহিন বলেন, ‘খুলনায় বিএনপির বিভাগীয় গণসমাবেশকে ব্যাহত করতে কৃত্রিম সংকট দেখিয়ে দুই দিনের পরিবহন ধর্মঘট যে উদ্দেশ্যে ডাকা হয়েছে লঞ্চ ধর্মঘট সে উদ্দেশ্যে ডাকা হয়েছে। এটা একটা পরিষ্কার চক্রান্ত। কোনো বাধাই বিএনপির বিভাগীয় সমাবেশ রুদ্ধ করতে পারবে না।’
নছিমন-করিমন-ভটভটিসহ সকল অবৈধ যান চলাচল বন্ধের দাবিতে আজ সকাল থেকে খুলনায় দুই দিনের পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে খুলনা জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস মালিক সমিতি।
সব পথে গাড়ি বন্ধের ঘোষণা থাকলেও ঢাকা-খুলনার রুটের বাস যশোর ও গোপালগঞ্জ পর্যন্ত যাবে। সাতক্ষীরামুখী যেসব বাস যশোর হয়ে চলে, সেগুলো চলবে। তবে যেগুলো খুলনা হয়ে চলে সেগুলো বন্ধ থাকবে। মূলত খুলনায় কোনো গাড়ি প্রবেশ করতে পারবে না। সেই সঙ্গে খুলনা থেকে বিভিন্ন রুটের গাড়ি ছেড়ে যাবে না এ দুই দিন। যেখানে আগামীকাল শনিবার খুলনায় বিএনপি মহাসমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এদিকে বাস বন্ধ থাকায় সাধারণ যাত্রীরা ভোগান্তির শিকার হচ্ছেন। বিভিন্ন স্থানে যেতে অতিরিক্ত অর্থ গুনতে হচ্ছে। সোনাডাঙ্গা বাস টার্মিনালে গিয়ে হতাশ হয়ে ফিরছেন মানুষ। থ্রি–হুইলারে করে যেতে হচ্ছে যশোরে। সময় ও অর্থ দুটোই বেশি লাগছে।
রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় দুই বিদেশি নাগরিক মারধরের শিকার হয়েছেন। আজ মঙ্গলবার (৪ মার্চ) দুপুরে বসুন্ধরার আবু সাঈদ সড়কে এ ঘটনা ঘটে।
৯ মিনিট আগেজীবননগরে টাস্ক ফোর্সের অভিযানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ব্যবসায়ীদের বাধায় জরিমানা না করে চলে যাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ইউএনওর কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে অভিযান না চালানোর দাবি জানান ব্যবসায়ীরা।
৪৪ মিনিট আগেমাছ লুট নিয়ে যাওয়ার সময় নেত্রকোনার খালিয়াজুরীতে ছাত্রদলের নেতাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার হ্যান্ডট্রলিযোগে মাছ নিয়ে যাওয়ার সময় তাঁদের আটক করা হয়। এ সময় লুট হওয়া মাছ জব্দ করা হয়।
১ ঘণ্টা আগেনিয়োগ নীতিমালার শর্ত ভঙ্গ করে অবৈধভাবে সহকারী অধ্যাপক পদে নিয়োগ দেওয়ার অভিযোগে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) সাবেক উপাচার্যসহ চার শিক্ষকের নামে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। যশোর সমন্বিত জেলা কার্যালয়ে সংস্থাটির উপসহকারী পরিচালক জালাল উদ্দিন মামলাটি করেছেন।
২ ঘণ্টা আগে