Ajker Patrika

সুন্দরবনের রায়মঙ্গল নদী থেকে বাঘের মাথাবিহীন মরদেহ উদ্ধার

সাতক্ষীরা প্রতিনিধি
আপডেট : ২৬ নভেম্বর ২০২৩, ০১: ৪০
সুন্দরবনের রায়মঙ্গল নদী থেকে বাঘের মাথাবিহীন মরদেহ উদ্ধার

সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের রায়মঙ্গল নদী থেকে একটি বাঘের মরদেহ উদ্ধার করেছে বন বিভাগ। আজ শনিবার সন্ধ্যার দিকে কাঁচিকাটা টহল ফাঁড়ির সদস্যরা বাঘটির মরদেহ উদ্ধার করেন। 

বন কর্মকর্তারা জানিয়েছেন, উদ্ধারের সময় বাঘটির মাথা ছিল না, অর্ধগলিত অবস্থায় পাওয়া যায়। তাই ঊর্ধ্বতন কর্মকর্তাদের অনুমতি নিয়ে ময়নাতদন্ত ছাড়াই বাঘটি মাটিচাপা দেওয়া হয়েছে। 

বুড়িগোয়ালিনী বন স্টেশন কর্মকর্তা (এসও) হাবিবুল ইসলাম বলেন, ‘রায়মঙ্গল নদীতে একটি বাঘের মরদেহ ভাসছে—এমন খবর আমাদের কাছে আসে। পরে আমি বন বিভাগের একটি দল নিয়ে গহিন সুন্দরবনের রায়মঙ্গল নদী থেকে মরদেহটি উদ্ধার করি।’ 

তিনি আরও জানান, অর্ধগলিত অবস্থায় উদ্ধার করার সময় বাঘটির মাথা সঙ্গে ছিল না। 

সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) এ কে এম ইকবাল হোসেন চৌধুরী জানান, জেলেদের কাছে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে বাঘের মরদেহ উদ্ধার করে তাঁর কার্যালয়ে নিয়ে আসা হয়। ময়নাতদন্ত ছাড়াই ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে বাঘটি মাটিচাপা দেওয়া হয়েছে। এ ঘটনায় শ্যামনগর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে বলে তিনি জানান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের বিপক্ষে সেমির আগেই ধাক্কা খেল অস্ট্রেলিয়া

পরমাণু শক্তিধর হতে চেয়েছিল তাইওয়ান, সিআইএ এজেন্টের বিশ্বাসঘাতকতায় স্বপ্নভঙ্গ

এলপি গ্যাস, তেল, আটাসহ বেশ কিছু পণ্যে ভ্যাট তুলে দিল এনবিআর

চ্যাম্পিয়নস ট্রফি: রিজার্ভ-ডেতেও সেমিফাইনাল না হলে হৃদয়বিদারক সমীকরণ

চট্টগ্রামে হামলায় ‘নিরাপত্তাহীন’ পুলিশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত