Ajker Patrika

চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলচালক নিহত

চুয়াডাঙ্গা প্রতিনিধি
আপডেট : ২১ ডিসেম্বর ২০২১, ১৫: ৩৫
Thumbnail image

চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় কামরুল ইসলাম (৪০) নামের এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। এতে নেন্টু মিয়া (৫০) নামের অপর একজন মোটরসাইকেলচালক আহত হয়েছেন। আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে দর্শনা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় একটি বাস জব্দ করেছে দর্শনা থানার পুলিশ। 

নিহত কামরুল ইসলাম যশোর শহরের নাজির শংকরপুর এলাকার ছাদেক দারোগার মোড়ের নওসের আলীর ছেলে। আহত নেন্টু মিয়া চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার মদনা গ্রামের পশ্চিমপাড়ার আততাব আলীর ছেলে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, দুটি মোটরসাইকেলযোগে কামরুল ইসলাম ও নেন্টু মিয়া চুয়াডাঙ্গার দিকে আসছিলেন। দর্শনা বাসস্ট্যান্ডের সন্নিকটে তেঁতুলতলায় পৌঁছালে তাঁরা পাশাপাশি হওয়ায় দুই মোটরসাইকেলে ধাক্কা লাগে। এতে কামরুল ইসলাম পাকা রাস্তার ওপর ছিটকে পড়ে যান। এ সময় জীবননগর থেকে ছেড়ে আসা চুয়াডাঙ্গাগামী শাপলা পরিবহনের ‘এমকে দোয়েল’ (ঢাকা মেট্রো-ব-১৪-১৯৫০) নামের একটি বাসের চাকায় পিষ্ট হন কামরুল ইসলাম। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। এ সময় আহত হন অপর মোটরসাইকেলচালক নেন্টু মিয়া। স্থানীয়রা নেন্টুকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠায়। 

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. সোহরাব হোসেন বলেন, আহত নেন্টু মিয়ার অবস্থা শঙ্কামুক্ত। তাঁর শরীরে সামান্য জখমের চিহ্ন আছে। প্রাথমিক চিকিৎসা শেষে ভর্তির পরামর্শ দেওয়া হয়েছে। 

দর্শনা থানার ওসি এ এইচ এম লুৎফুল কবীর বলেন, এ ঘটনায় বাসের চালক ও সহকারী পলাতক থাকলেও পুলিশ ঘটনাস্থল থেকে বাসটি আটক করে থানায় নিয়েছে। সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত