যশোর প্রতিনিধি
নাগরিক ঐক্যের যশোরের বাঘারপাড়ার উপজেলা কমিটির সদস্যসচিব হয়েছেন মেহজাবিন জান্নাত অনন্যা। তিনি জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রসূলের মেয়ে। তবে এর মধ্যে নিজের বাবার মতাদর্শের বাইরে রাজনীতি নিয়ে সমালোচনার মুখে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে কমিটি থেকে অব্যাহতি নেন তিনি।
নাগরিক ঐক্যের জেলার শীর্ষ নেতারা বলছেন, সমালোচনার মুখে বাবার নির্বাচনী আসন থেকে অব্যাহতি নিলেও তিনি (মেহজাবিন জান্নাত অনন্যা) সদর উপজেলার নাগরিক ঐক্যের কমিটিতে থাকার আগ্রহ প্রকাশ করেছেন।
এর আগে ১৮ আগস্ট উপজেলা নাগরিক ঐক্যের ১৯ সদস্যের কমিটির অনুমোদন দেন সংগঠনটির জেলার আহ্বায়ক ফেরদৌস পরশ ও সদস্যসচিব মাসুম বিল্লাহ। কমিটিতে সদস্যসচিব হয়েছেন মেহজাবিন জান্নাত অনন্যা, আর আহ্বায়ক হয়েছেন শামীম পারভেজ। এ ছাড়া ১৭ জনকে সদস্য করা হয়েছে।
পোস্টে মেহজাবিন জান্নাত লেখেন, ‘সদ্য প্রকাশিত নাগরিক ঐক্য বাঘারপাড়া কমিটির সদস্যসচিব পদ থেকে অব্যাহতি নিলাম। এ বিষয়ে মিথ্যা এবং বানোয়াট কথা বলা থেকে বিরত থাকার জন্য সবাইকে অনুরোধ করছি। আমাকে ব্যক্তিগত আক্রমণ থেকে অন্যান্য দলের নেতা কর্মীরা যদি কোন কমেন্ট বা পোস্ট করে তাহলে আমি আইনি সহায়তা নিব।’
জানা যায়, মেহজাবিন জান্নাত অনন্যা যশোর আদ্ দ্বীন উইমেন্স মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। এ ছাড়া স্বেচ্ছাসেবী সংগঠন যশোর কমিউনিটির যুগ্ম সাধারণ সম্পাদক। জুলাই আন্দোলনে অনন্যা সক্রিয় অংশ নেন।
গণ-অভ্যুত্থানের পরে যশোর কমিউনিটি থেকে কেউ কেউ নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দেন। পরে কয়েকজন এনসিপি থেকে সরে এসে নাগরিক ঐক্যে যোগ দেন। এর ধারাবাহিকতায় মেহজাবিন জান্নাত অনন্যা বাঘারপাড়া কমিটির সদস্যসচিবের দায়িত্ব পান।
এ বিষয়ে মেহজাবিন আজকের পত্রিকাকে বলেন, ‘আমি কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত নই। আমি জামায়াতের অঙ্গসংগঠন ছাত্রী সংস্থা করতাম। সেখান থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সম্পৃক্ত হই। কমিটি অনুমোদনের বিষয়ে আমি কিছু জানি না। অনুমোদন হওয়ার সঙ্গে সঙ্গে ফেসবুকে আমি আমার স্টেটমেন্ট দিয়েছি।’
অপর এক প্রশ্নের জবাবে মেহজাবিন বলেন, ‘ভুলবশত তাঁরা আমাকে কমিটিতে অন্তর্ভুক্ত করেছেন। তাঁদের জানিয়ে দিয়েছি, আমি কোনো রাজনৈতিক দলে থাকব না আপাতত। যদি কখনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হই, তাহলে সেটা হবে জামায়াত। কমিটিতে অন্তর্ভুক্ত হওয়া ভুল-বোঝাবুঝি, মিস ইনফরমেশন ছাড়া কিছুই নয়।’ তবে এটা নিয়ে ফেসবুকে সাইবার বুলিংয়ের শিকার হচ্ছেন বলে তিনি অভিযোগ করেন।
নাগরিক ঐক্য যশোর জেলার আহ্বায়ক ফেরদৌস পরশ বলেন, ‘বাংলাদেশে গণতান্ত্রিক ধারা সবাই ফিরিয়ে আনতে চাই। যে দল পছন্দ হবে, সে দলের সঙ্গে যুক্ত হতে পারবে। এটাকে গণতন্ত্র বলে। সেই জায়গা থেকে চিন্তা করলে এটা তাঁর গণতান্ত্রিক অধিকার। তিনি তাঁর চিন্তাচেতনায় যে দলকে ভালোবেসেছেন, সেই জায়গা থেকে এ দলে এসেছেন। তাঁর সম্মতি না থাকলে আমরা কীভাবে তাঁকে কমিটিতে রাখলাম।’
ফেরদৌস পরশ আরও বলেন, ‘কমিটি হওয়ার আগে তাঁকে সময় দেওয়া হয় ভাবার জন্য, যেহেতু তিনি জামায়াতের আমিরের মেয়ে। তাঁর সম্মতির পরে তাঁকে কমিটিতে রাখা হয়েছে। কমিটি পাবলিশ হওয়ার পরে সমালোচনা ও তাঁর বাবার রাজনীতিতে সমস্যা হবে—এমনটি ভেবে আমাদের কাছে অব্যাহতি দেওয়ার আবেদন করেন। আমরা তাঁকে সময় দিই।
‘পরে অনন্যা আমাদের জানান, তাঁর বাবা যেহেতু বাঘারপাড়া আসনে জামায়াতের সংসদ সদস্য প্রার্থী, তাই বাঘারপাড়াতে তাঁর কাজ করা সম্ভব নয়। তাই তিনি নাগরিক ঐক্য সদরের কমিটিতে আসতে চান। যেহেতু এখনো সদরের কমিটি দেওয়া হয়নি; তাই তাঁকে আমরা বাঘারপাড়া থেকে সদরের কমিটিতে স্থানান্তর করার বিষয়ে চিন্তাভাবনা রেখেছি।’
নাগরিক ঐক্যের যশোরের বাঘারপাড়ার উপজেলা কমিটির সদস্যসচিব হয়েছেন মেহজাবিন জান্নাত অনন্যা। তিনি জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রসূলের মেয়ে। তবে এর মধ্যে নিজের বাবার মতাদর্শের বাইরে রাজনীতি নিয়ে সমালোচনার মুখে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে কমিটি থেকে অব্যাহতি নেন তিনি।
নাগরিক ঐক্যের জেলার শীর্ষ নেতারা বলছেন, সমালোচনার মুখে বাবার নির্বাচনী আসন থেকে অব্যাহতি নিলেও তিনি (মেহজাবিন জান্নাত অনন্যা) সদর উপজেলার নাগরিক ঐক্যের কমিটিতে থাকার আগ্রহ প্রকাশ করেছেন।
এর আগে ১৮ আগস্ট উপজেলা নাগরিক ঐক্যের ১৯ সদস্যের কমিটির অনুমোদন দেন সংগঠনটির জেলার আহ্বায়ক ফেরদৌস পরশ ও সদস্যসচিব মাসুম বিল্লাহ। কমিটিতে সদস্যসচিব হয়েছেন মেহজাবিন জান্নাত অনন্যা, আর আহ্বায়ক হয়েছেন শামীম পারভেজ। এ ছাড়া ১৭ জনকে সদস্য করা হয়েছে।
পোস্টে মেহজাবিন জান্নাত লেখেন, ‘সদ্য প্রকাশিত নাগরিক ঐক্য বাঘারপাড়া কমিটির সদস্যসচিব পদ থেকে অব্যাহতি নিলাম। এ বিষয়ে মিথ্যা এবং বানোয়াট কথা বলা থেকে বিরত থাকার জন্য সবাইকে অনুরোধ করছি। আমাকে ব্যক্তিগত আক্রমণ থেকে অন্যান্য দলের নেতা কর্মীরা যদি কোন কমেন্ট বা পোস্ট করে তাহলে আমি আইনি সহায়তা নিব।’
জানা যায়, মেহজাবিন জান্নাত অনন্যা যশোর আদ্ দ্বীন উইমেন্স মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। এ ছাড়া স্বেচ্ছাসেবী সংগঠন যশোর কমিউনিটির যুগ্ম সাধারণ সম্পাদক। জুলাই আন্দোলনে অনন্যা সক্রিয় অংশ নেন।
গণ-অভ্যুত্থানের পরে যশোর কমিউনিটি থেকে কেউ কেউ নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দেন। পরে কয়েকজন এনসিপি থেকে সরে এসে নাগরিক ঐক্যে যোগ দেন। এর ধারাবাহিকতায় মেহজাবিন জান্নাত অনন্যা বাঘারপাড়া কমিটির সদস্যসচিবের দায়িত্ব পান।
এ বিষয়ে মেহজাবিন আজকের পত্রিকাকে বলেন, ‘আমি কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত নই। আমি জামায়াতের অঙ্গসংগঠন ছাত্রী সংস্থা করতাম। সেখান থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সম্পৃক্ত হই। কমিটি অনুমোদনের বিষয়ে আমি কিছু জানি না। অনুমোদন হওয়ার সঙ্গে সঙ্গে ফেসবুকে আমি আমার স্টেটমেন্ট দিয়েছি।’
অপর এক প্রশ্নের জবাবে মেহজাবিন বলেন, ‘ভুলবশত তাঁরা আমাকে কমিটিতে অন্তর্ভুক্ত করেছেন। তাঁদের জানিয়ে দিয়েছি, আমি কোনো রাজনৈতিক দলে থাকব না আপাতত। যদি কখনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হই, তাহলে সেটা হবে জামায়াত। কমিটিতে অন্তর্ভুক্ত হওয়া ভুল-বোঝাবুঝি, মিস ইনফরমেশন ছাড়া কিছুই নয়।’ তবে এটা নিয়ে ফেসবুকে সাইবার বুলিংয়ের শিকার হচ্ছেন বলে তিনি অভিযোগ করেন।
নাগরিক ঐক্য যশোর জেলার আহ্বায়ক ফেরদৌস পরশ বলেন, ‘বাংলাদেশে গণতান্ত্রিক ধারা সবাই ফিরিয়ে আনতে চাই। যে দল পছন্দ হবে, সে দলের সঙ্গে যুক্ত হতে পারবে। এটাকে গণতন্ত্র বলে। সেই জায়গা থেকে চিন্তা করলে এটা তাঁর গণতান্ত্রিক অধিকার। তিনি তাঁর চিন্তাচেতনায় যে দলকে ভালোবেসেছেন, সেই জায়গা থেকে এ দলে এসেছেন। তাঁর সম্মতি না থাকলে আমরা কীভাবে তাঁকে কমিটিতে রাখলাম।’
ফেরদৌস পরশ আরও বলেন, ‘কমিটি হওয়ার আগে তাঁকে সময় দেওয়া হয় ভাবার জন্য, যেহেতু তিনি জামায়াতের আমিরের মেয়ে। তাঁর সম্মতির পরে তাঁকে কমিটিতে রাখা হয়েছে। কমিটি পাবলিশ হওয়ার পরে সমালোচনা ও তাঁর বাবার রাজনীতিতে সমস্যা হবে—এমনটি ভেবে আমাদের কাছে অব্যাহতি দেওয়ার আবেদন করেন। আমরা তাঁকে সময় দিই।
‘পরে অনন্যা আমাদের জানান, তাঁর বাবা যেহেতু বাঘারপাড়া আসনে জামায়াতের সংসদ সদস্য প্রার্থী, তাই বাঘারপাড়াতে তাঁর কাজ করা সম্ভব নয়। তাই তিনি নাগরিক ঐক্য সদরের কমিটিতে আসতে চান। যেহেতু এখনো সদরের কমিটি দেওয়া হয়নি; তাই তাঁকে আমরা বাঘারপাড়া থেকে সদরের কমিটিতে স্থানান্তর করার বিষয়ে চিন্তাভাবনা রেখেছি।’
ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে রোববার দুপুর ১২টার দিকে জেলার দুটি আসনের সীমানা পুনর্নির্ধারণ বিষয়ে শুনানি শুরু হয়। প্রস্তাবনায় বিজয়নগর উপজেলার তিনটি ইউনিয়ন—বুধন্তী, চান্দুরা ও হরষপুরকে ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসন থেকে কেটে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ)...
১ মিনিট আগেতিনতলা ওই ভবনে একসময় স্বাস্থ্যকর্মীরা থাকলেও বহু বছর ধরে এটি ফাঁকা পড়ে আছে। রোববার সকালে সরেজমিন দেখা যায়, ভবনের বিভিন্ন কক্ষে মদের বোতল, সিগারেটের প্যাকেট, ইয়াবার আলামত, দেশলাইসহ মাদক সেবনের সরঞ্জাম ছড়িয়ে-ছিটিয়ে আছে। এ ছাড়া যৌন মিলনের কাজে ব্যবহৃত কাপড় ও সামগ্রীও পাওয়া যায়।
৪ মিনিট আগেপ্রথম দিকে নানা সংকটের মুখে পড়তে হলেও হাল ছাড়েননি শামিম। তিনি বলেন, ‘শুরুতে অভিজ্ঞ লোক পাওয়া, রোগবালাই সামলানো, বাজারের প্রতিযোগিতা—এসব বড় চ্যালেঞ্জ ছিল। তবে দেশি প্রযুক্তি, ভালো জাতের গরু আর পশু চিকিৎসকের পরামর্শে খামারটিকে বড় করেছি।’
৭ মিনিট আগে২০২২ সালের ডিসেম্বরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক চার লেন উন্নয়ন প্রকল্প শেষ হলে পাকুল্যা বাসস্ট্যান্ডে যাত্রীদের জন্য দুটি ছাউনি ও একটি পাকা পাবলিক টয়লেট নির্মাণ করা হয়। কিন্তু উদ্বোধনের অল্প সময় পরই এক বাসের ধাক্কায় ছাউনির টিন ভেঙে পড়ে। পরে ঝোড়ো হাওয়া ও একটি অটোর ধাক্কায় বাকি টিনগুলো খুলে সড়কে পড়ে।
১০ মিনিট আগে