Ajker Patrika

২৩ দিন বন্ধ থাকার পর রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন শুরু

বাগেরহাট প্রতিনিধি
আপডেট : ১৭ মে ২০২৩, ১৪: ৪৯
২৩ দিন বন্ধ থাকার পর রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন শুরু

কয়লাসংকটে ২৩ দিন বন্ধ থাকার পর রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার (১৬ মে) রাত ৯টা ১০ মিনিটে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটে উৎপাদন শুরু হয়। ইন্দোনেশিয়া থেকে কয়লা আসার পরে উৎপাদনে গেল কেন্দ্রটি। এতে এই কেন্দ্র থেকে জাতীয় গ্রিডে ২৬০ মেগাওয়াট বিদ্যুৎ যোগ হতে শুরু করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেডের (বিআইএফপিসিএল) উপমহাব্যবস্থাপক আনোয়ারুল আজিম। 

এ নিয়ে উপমহাব্যবস্থাপক আনোয়ারুল আজিম আজকের পত্রিকাকে বলেন, ‘গতকাল রাত ৯টার দিকে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের প্ল্যান্টের প্রথম ইউনিটের বিদ্যুৎ জাতীয় গ্রিডের সঙ্গে সফলভাবে সিনক্রোনাইজেশন শুরু হয়েছে। এখন ২৬০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে গ্রিডে দেওয়া হচ্ছে। ন্যাশনাল লোড ডিসপাচ সেন্টার বা এনএলডিসির চাহিদামাফিক বিদ্যুৎ উৎপাদন ক্রমান্বয়ে বাড়ানো হবে।’ 

এর আগে কয়লাসংকটের কারণে চলতি বছরের ২৪ এপ্রিল উৎপাদন বন্ধ হয়ে যায় এই কেন্দ্রে। তবে আমদানি করা কয়লার সংকটে বারবার হোঁচট খাচ্ছে কাঙ্ক্ষিত বিদ্যুৎ উৎপাদন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত