Ajker Patrika

চা কম হওয়ায় চেয়ারম্যানের বিরুদ্ধে গ্রাম পুলিশকে নির্যাতনের অভিযোগ 

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
Thumbnail image

কাপে চা কম থাকায় গ্রাম পুলিশকে নির্যাতন করার অভিযোগ উঠেছে সদ্য নির্বাচিত স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে গত সোমবার বেলা ১১টার দিকে শ্যামনগর উপজেলার ৭ নম্বর মুন্সিগঞ্জ ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে। দু’দিন পার হলেও আলোচিত ওই চেয়ারম্যানের পক্ষ থেকে বিষয়টি নিরসনে উদ্যোগ গৃহীত না হওয়ায় স্থানীয় গ্রাম পুলিশদের মধ্যে ক্ষোভ বাড়ছে। 

ঘটনার প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বেসরকারি উন্নয়ন সংগঠন সুশীলনের কয়েকজন কর্মকর্তা চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে সোমবার মুন্সিগঞ্জ ইউনিয়ন পরিষদে যান। এ সময় চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি অসীম কুমার মৃধা ভুক্তভোগী গ্রাম পুলিশের সেই সদস্যকে ডেকে নিয়ে মেহমানদের চা দেওয়ার নির্দেশ দেন। পরে চা নিয়ে অতিথিদের পরিবেশনের সময় চেয়ারম্যান মেহমানদের পেয়ালাতে চা পরিমাণে কম থাকার বিষয়টি লক্ষ্য করেন। এ সময় তিনি চা কে করেছে-জানতে চান এবং কয়েক মুহূর্ত পরে নিজ কক্ষ থেকে বাইরে বেরিয়ে এসে পায়ের জুতা খুলে ভুক্তভোগী ওই গ্রাম পুলিশকে মারতে শুরু করেন। ঘটনাস্থলে উপস্থিত ইউপি সদস্যসহ অন্যরা চেয়ারম্যানের কবল থেকে উদ্ধার করে ঘটনার শিকার গ্রাম পুলিশ নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। 

ভুক্তভোগী গ্রাম পুলিশ জানান, নিজে চা বানাতে না পারায় অপর চৌকিদারকে দিয়ে চা তৈরি করিয়ে নিয়ে নিজে পরিবেশন করেন তিনি। তবে মেহমানদের কাপে চা কম থাকার অপরাধে তাঁকে পায়ের জুতা খুলে মারধর করেন চেয়ারম্যান।  

একই বিষয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদের দফাদার কিশোরী মোহন জানান, তাঁরা বিষয়টি নিয়ে মিটমাটের জন্য চেষ্টা করছেন। চেয়ারম্যান জরুরি মিটিংয়ের কাজে আজ বুধবার শ্যামনগর উপজেলা সদরে যাওয়ায় তারা সন্ধ্যার দিকে আবারও চেয়ারম্যানের সঙ্গে বসার চেষ্টা করবেন। 

ইউপি সদস্য আব্দুল জলিলের মোবাইলে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। 

অভিযুক্ত চেয়ারম্যান অসীম কুমার মৃধা জানান, তেমন কিছু হয়নি, সামান্য বকাবকি করা হয়েছে। 

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কাজী ওয়াহিদ মুর্শেদ বলেন, এমন ঘটনা তাঁকে কেউ জানায়নি। অভিযোগ পেলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত