Ajker Patrika

পা দিয়ে লিখেই বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন হাবিবুরের, পরীক্ষা দিলেন ইবিতে 

ইবি প্রতিনিধি
আপডেট : ০৫ জুন ২০২৩, ২১: ৪৮
পা দিয়ে লিখেই বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন হাবিবুরের, পরীক্ষা দিলেন ইবিতে 

কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ধর্মতত্ত্ব ও ইসলাম শিক্ষা অনুষদের ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা হয়েছে। আজ সোমবার অনুষ্ঠিত এই পরীক্ষায় সব প্রতিবন্ধকতা পেরিয়ে পা দিয়ে লিখে পরীক্ষা দিয়েছেন কৃষক বাবার সন্তান হাবিবুর রহমান। 

জানা যায়, হাবিবুর আজ সোমবার ধর্মতত্ত্ব ও ইসলাম শিক্ষা অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশ নেন। তিনি রাজবাড়ীর কালুখালী উপজেলার আব্দুস সালাম ও হেলেনা খাতুন দম্পতির সন্তান। চার ভাই-বোনের মধ্যে সবচেয়ে ছোট তিনি। জন্ম থেকেই দুটি হাত নেই। খাওয়া-দাওয়া ও পড়ালেখাসহ অন্যান্য হাতের কাজ পা দিয়েই করতে হয় তাকে। 

স্বপ্ন পূরণে হাবিবুর সকল প্রতিবন্ধকতাকে জয় করে ভর্তি যুদ্ধে অংশ নিয়েছেন। ভবিষ্যতে হতে চান বড় আলেম। ২০২০ সালে দাখিল পরীক্ষায় জিপিএ ৪.৬৩ এবং ২০২৩ সালে আলিম পরীক্ষায় জিপিএ ৪.৫৭ নিয়ে উত্তীর্ণ হয়েছেন। 

সংগ্রামী জীবনের বিষয়ে হাবিবুর বলেন, ‘আলিম পরীক্ষা শেষ করার পর বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন দেখি। পরিবার অনুপ্রেরণা দিয়েছে, তাই আজ এত দূর আসতে পেরেছি। ভবিষ্যতে বড় আলেম হতে চাই। নানা প্রতিবন্ধকতা সামনে এলেও এগিয়ে গিয়েছি। ইচ্ছে শক্তির মাধ্যমে সবকিছু জয় করতে হবে। চেষ্টা না করলে কোনো কিছুই সম্ভব নয়।’ 

এদিকে ‘ডি’ ইউনিটের অধীনে ধর্মতত্ত্ব ও ইসলামি শিক্ষা অনুষদের তিনটি বিভাগ (আল-কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ, আল-হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ ও দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ) এবং কলা অনুষদভুক্ত আরবি ভাষা ও সাহিত্য বিভাগের সর্বমোট ৩২০টি আসনের বিপরীতে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। 

এ সময় হলগুলো পরিদর্শন করেন উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম। এ সময় সহ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ. এম. আলী হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কোটি টাকা আত্মসাৎ করে লাপাত্তা: কে এই ফ্লাইট এক্সপার্ট এমডি সালমান, বাবার হাত ধরে যাঁর উত্থান

আ.লীগের এমপি শাম্মীর বাসায় ১০ লাখ টাকা চাঁদাবাজি ও ভাগ-বাঁটোয়ারার বিবরণ দিলেন রিয়াদ

কিশোরগঞ্জে হর্টিকালচারের উপপরিচালকের বিরুদ্ধে ‘সমকামিতার’ অভিযোগ, মামলা বাবুর্চির

অতিরিক্ত ফি দাবি করায় বিমানবন্দর স্টাফের চোয়াল ভেঙে দিলেন যাত্রী

সখীপুরে সন্তানদের সামনেই ছুরিকাঘাতে স্ত্রীকে হত্যা, স্বামী পলাতক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত