Ajker Patrika

তরুণী পাচার মামলায় স্বামী-স্ত্রীর মৃত্যুদণ্ড

খুলনা প্রতিনিধি
আপডেট : ১৮ মে ২০২২, ১৫: ৩৭
তরুণী পাচার মামলায় স্বামী-স্ত্রীর মৃত্যুদণ্ড

তরুণীকে ভারতে পাচার ও বিক্রির অভিযোগে খুলনায় স্বামী-স্ত্রী দুজনকে মৃত্যুদণ্ড ও প্রত্যেককে ১ লাখ টাকা জরিমানা করেছেন আদালত। আজ বুধবার দুপুরে খুলনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩-এর বিচারক আ. ছালাম খান এই রায় প্রদান করেন। রায় ঘোষণাকালে আসামিরা পলাতক ছিলেন।

আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ফরিদ আহমেদ এ তথ্য নিশ্চিত করে জানান, নারী ও শিশু নির্যাতন দমন আইনে ৬ (১) ধারায় আসামিদের সাজা দেওয়া হয়। সাজাপ্রাপ্ত আসামিরা হচ্ছেন খুলনার খানজাহান আলী থানা এলাকার ভাড়াটিয়া মো. শাহীন শেখ ও তাঁর স্ত্রী আছমা বেগম ওরফে সালমা। মামলায় মোট আটজন সাক্ষ্য প্রদান করেন। এ মামলার শুনানিতে অপরাধ প্রমাণিত না হওয়ায় আরও তিনজনকে খালাস দেওয়া হয়।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ফরিদ আরও জানান, ২০০৯ সালে নগরীর খানজাহান আলী থানার বিআইটি রোডের আজিজুল ইসলামের ভুক্তভোগী মেয়ে সাথীকে ভালো বেতনে চাকরি দেওয়ার কথা বলে আসামিরা ভারতে পাচার করেন। সেখানে তাঁকে বিক্রি করা হয়। ঘটনা জানার পর মেয়েকে ফেরত চাইলে আসামিরা ক্ষতিপূরণ বাবদ তাঁদের কাছে ২০ হাজার টাকা চাঁদা দাবি করেন। এ ঘটনায় ভুক্তভোগী সাথীর মা লাকি বেগম বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ৬ (১) ধারায় খানজাহান আলী থানায় মামলা করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত