আজিজুর রহমান, চৌগাছা
যশোরের চৌগাছা উপজেলার স্বরূপদাহ ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা (নায়েব) জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে সেবাগ্রহীতাদের নানাভাবে হয়রানি ও অনৈতিকভাবে বিপুল অর্থ আদায়ের অভিযোগ পাওয়া গেছে। আজ মঙ্গলবার ইউনিয়নের বাঘারদাড়ী গ্রামের সোহরাব হোসেন শ্রাবণ এ বিষয়ে চৌগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন।
সোহরাব হোসেনের লিখিত অভিযোগে থেকে জানা গেছে, তিনি পার্শ্ববর্তী আন্দারকোটা ইঞ্জু মিয়ার ছেলে মফিজুর রহমানের কাছ থেকে কিছু জমি কিনতে চান। ওই জমির খাজনা পরিশোধ না থাকায় জমির মালিক স্বরূপদাহ ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা জাহাঙ্গীর হোসেনের সঙ্গে যোগাযোগ করেন। গত প্রায় তিন মাস ধরে ৭৫ বছর বয়সী মফিজুর রহমান খাজনা পরিশোধের জন্য ইউনিয়ন ভূমি অফিসে গিয়ে চেষ্টা করেও সফল হননি। এরপর, সোহরাব নিজে গত রমজান মাসসহ মোট তিনবার ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার নিকট যান। সে সময়, জাহাঙ্গীর সোহরাবকে বলেন, দুটি দাখিলার জন্য ৯ হাজার টাকা দিতে হবে।
সোহরাব তাঁর লিখিত অভিযোগে বলেন, ‘একপর্যায়ে গত রোববার বিকেল ৩টার দিকে আমি ইউনিয়ন ভূমি অফিসে গেলে তিনি জানতে, “কত টাকা এনেছেন”। আমি বলি কত দিতে হবে। তিনি বলেন, আগেই তো বলে দিয়েছি। আমার কি মনে থাকে না? ৯ হাজার টাকা বলে দিয়েছিলাম। একপর্যায়ে আমার কাছ থেকে পাঁচ হাজার টাকা আদায় করে তিনি দুটি দাখিলা প্রদান করেন। ৫ হাজার টাকা নিলেও তিনি আমাকে একটি দাখিলার ৬৬৬ টাকা এবং অন্য দাখিলার ১৮২ টাকার অনলাইন দাখিলা সনদ প্রদান করেন। আমি জাহাঙ্গীর আলমের এহেন অপকর্মের বিচারসহ আমার অতিরিক্ত নেওয়া টাকা ফেরত পাওয়ার দাবি জানাচ্ছি।’
সোহরাব হোসেন আরও বলেন, ‘একই সময়ে অন্য এক ব্যক্তির নিকট থেকে এক/দেড় হাজার টাকার খাজনা দেওয়ার জন্য ২৫ হাজার টাকা নিয়েছেন।’
ইউনিয়নের বাঘারদাড়ী গ্রামের কৃষক অহেদ আলী বলেন, ‘এই নায়েব টাকা ছাড়া কিছু চেনে না। তাঁর কাছে জমির খাজনা দিতে গেলেই বলেন “কত টাকা এনেছেন”।
এ বিষয়ে জাহাঙ্গীর আলমকে জিজ্ঞেস করা হলে তিনি অনেকক্ষণ চুপ থেকে বলেন, এমন ঘটনা তাঁর স্মরণে নেই। ইউএনওর কাছে লিখিত অভিযোগের বিষয়ে তিনি বলেন, ‘এ বিষয়ে আমার জানা নেই।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরুফা সুলতানা বলেন, ‘তাঁর বিরুদ্ধে এ রকম আরও অভিযোগ রয়েছে। লিখিত অভিযোগ পেয়েছি। তাঁকে ডেকে বিষয়টি জানতে চাওয়া হবে। প্রয়োজনে অভিযোগকারীর মুখোমুখি করে অভিযোগ প্রমাণিত হলে তাঁর বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হবে।’
যশোরের চৌগাছা উপজেলার স্বরূপদাহ ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা (নায়েব) জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে সেবাগ্রহীতাদের নানাভাবে হয়রানি ও অনৈতিকভাবে বিপুল অর্থ আদায়ের অভিযোগ পাওয়া গেছে। আজ মঙ্গলবার ইউনিয়নের বাঘারদাড়ী গ্রামের সোহরাব হোসেন শ্রাবণ এ বিষয়ে চৌগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন।
সোহরাব হোসেনের লিখিত অভিযোগে থেকে জানা গেছে, তিনি পার্শ্ববর্তী আন্দারকোটা ইঞ্জু মিয়ার ছেলে মফিজুর রহমানের কাছ থেকে কিছু জমি কিনতে চান। ওই জমির খাজনা পরিশোধ না থাকায় জমির মালিক স্বরূপদাহ ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা জাহাঙ্গীর হোসেনের সঙ্গে যোগাযোগ করেন। গত প্রায় তিন মাস ধরে ৭৫ বছর বয়সী মফিজুর রহমান খাজনা পরিশোধের জন্য ইউনিয়ন ভূমি অফিসে গিয়ে চেষ্টা করেও সফল হননি। এরপর, সোহরাব নিজে গত রমজান মাসসহ মোট তিনবার ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার নিকট যান। সে সময়, জাহাঙ্গীর সোহরাবকে বলেন, দুটি দাখিলার জন্য ৯ হাজার টাকা দিতে হবে।
সোহরাব তাঁর লিখিত অভিযোগে বলেন, ‘একপর্যায়ে গত রোববার বিকেল ৩টার দিকে আমি ইউনিয়ন ভূমি অফিসে গেলে তিনি জানতে, “কত টাকা এনেছেন”। আমি বলি কত দিতে হবে। তিনি বলেন, আগেই তো বলে দিয়েছি। আমার কি মনে থাকে না? ৯ হাজার টাকা বলে দিয়েছিলাম। একপর্যায়ে আমার কাছ থেকে পাঁচ হাজার টাকা আদায় করে তিনি দুটি দাখিলা প্রদান করেন। ৫ হাজার টাকা নিলেও তিনি আমাকে একটি দাখিলার ৬৬৬ টাকা এবং অন্য দাখিলার ১৮২ টাকার অনলাইন দাখিলা সনদ প্রদান করেন। আমি জাহাঙ্গীর আলমের এহেন অপকর্মের বিচারসহ আমার অতিরিক্ত নেওয়া টাকা ফেরত পাওয়ার দাবি জানাচ্ছি।’
সোহরাব হোসেন আরও বলেন, ‘একই সময়ে অন্য এক ব্যক্তির নিকট থেকে এক/দেড় হাজার টাকার খাজনা দেওয়ার জন্য ২৫ হাজার টাকা নিয়েছেন।’
ইউনিয়নের বাঘারদাড়ী গ্রামের কৃষক অহেদ আলী বলেন, ‘এই নায়েব টাকা ছাড়া কিছু চেনে না। তাঁর কাছে জমির খাজনা দিতে গেলেই বলেন “কত টাকা এনেছেন”।
এ বিষয়ে জাহাঙ্গীর আলমকে জিজ্ঞেস করা হলে তিনি অনেকক্ষণ চুপ থেকে বলেন, এমন ঘটনা তাঁর স্মরণে নেই। ইউএনওর কাছে লিখিত অভিযোগের বিষয়ে তিনি বলেন, ‘এ বিষয়ে আমার জানা নেই।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরুফা সুলতানা বলেন, ‘তাঁর বিরুদ্ধে এ রকম আরও অভিযোগ রয়েছে। লিখিত অভিযোগ পেয়েছি। তাঁকে ডেকে বিষয়টি জানতে চাওয়া হবে। প্রয়োজনে অভিযোগকারীর মুখোমুখি করে অভিযোগ প্রমাণিত হলে তাঁর বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হবে।’
নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীতে বাল্কহেডের ধাক্কায় যাত্রীবাহী ট্রলারডুবির ঘটনা ঘটেছে। আজ শনিবার বিকেলে শহরের হাজীগঞ্জ নবীগঞ্জ খেয়াঘাটে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় ৯ জন যাত্রী নদীতে পড়ে গেলে আশপাশের ট্রলার এসে তাদের দ্রুত উদ্ধার করে। এই ঘটনায় কোনো নিখোঁজ নেই বলে জানিয়েছে পুলিশ।
৪ মিনিট আগেগত ৫ আগস্টের পর জামিনে জেল থেকে বের হওয়া শীর্ষ সন্ত্রাসীরা কে কোথায়, তা নিশ্চিত হওয়া যায়নি। তবে তাদের অবস্থান শনাক্ত এবং অপরাধে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে নিয়মিত অভিযান চলছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার ও গোয়েন্দা প্রধান রেজাউল করিম মল্লিক। শনিবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে
৭ মিনিট আগেমৌলভীবাজারের কুলাউড়ায় রাজাপুর সেতুসংলগ্ন এলাকার বালুমহালের ইজারা স্থায়ীভাবে বন্ধ করার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। আজ শনিবার সেতুসংলগ্ন স্থানে হাজীপুর, শরীফপুর ও পৃথিমপাশা ইউনিয়নবাসীর আয়োজনে মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়।
২০ মিনিট আগেবগুড়ার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটিকে ‘অবৈধ পকেট কমিটি’ আখ্যা দিয়ে ৪৮ ঘণ্টার মধ্যে বাতিলের দাবি জানিয়েছেন সংগঠনের একাংশের নেতারা। আজ শনিবার (১ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে বগুড়া জেলা স্কুলের প্রধান ফটকের সামনে সংবাদ সম্মেলন করে এমন দাবি করেন তাঁরা।
৩৯ মিনিট আগে