কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার কুমারখালীতে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৮ থেকে ১৮ টাকায়। আর পেঁয়াজের তুলনায় ৫-৭ গুণ বেশি দামে বিক্রি হচ্ছে তরমুজ। প্রতি কেজি তরমুজ বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকায়। আজ শুক্রবার উপজেলার পান্টি ইউনিয়নের পান্টি ডিগ্রি কলেজ মাঠের সাপ্তাহিক হাটে তরমুজ ও পেঁয়াজ এমন দরে কেনাবেচা হয়।
অন্যদিকে উৎপাদন খরচের তুলনায় পেঁয়াজের বাজারদর কয়েক গুণ কম থাকায় বিপাকে পড়েছেন কৃষকেরা। বিক্রি না করে বাজার থেকে পেঁয়াজ ফেরত নিয়ে যাচ্ছেন তাঁরা। আজ শুক্রবার সকালে পান্টি ডিগ্রি কলেজ মাঠের সাপ্তাহিক হাটে এ ঘটনা ঘটে।
পান্টি সাপ্তাহিক পেঁয়াজ হাটের ইজারাদার ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এইচ এম আব্দুল্লাহ টিপু এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘আজ হাটে ৫ থেকে ৬ হাজার টন পেঁয়াজের আমদানি হয়েছিল। কিন্তু দাম কম থাকায় অসংখ্য কৃষক বিক্রি না করে ফেরত চলে যান। প্রতি কেজি পেঁয়াজ মানভেদে ৮ থেকে ১৮ টাকায় বিক্রি হয়েছে। অন্যদিকে তরমুজ বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকা কেজি।
হাটে থাকা কৃষক, ব্যবসায়ী ও হাট পরিচালনা কমিটির সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, এ বছর পেঁয়াজ উৎপাদনে খরচ হয়েছে ২৫ থেকে ৩৫ টাকা। আর বর্তমান প্রতি কেজি পেঁয়াজ মানভেদে ৮ থেকে ১৮ টাকা কেজিতে বিক্রি হচ্ছে, যা উৎপাদন খরচের তুলনায় বর্তমান বাজারদর কয়েক গুণ কম। দাম কম থাকায় অনেক কৃষক পেঁয়াজ বিক্রি না করে ফিরে গেছেন।
উপজেলা কৃষি সম্প্রসারণ কার্যালয় সূত্রে জানা যায়, এ বছর উপজেলায় ৫ হাজার ১৬৫ হেক্টর জমিতে পেঁয়াজের আবাদ করা হয়েছে। প্রতি কেজি পেঁয়াজ উৎপাদনে কৃষকের খরচ হয়েছে ২৩ থেকে ২৫ টাকা, যা বর্তমান বাজারদরের চেয়ে বেশি।
বাজারে কথা হয় স্থানীয় ব্যবসায়ী মতিয়ার রহমানের সঙ্গে। তিনি বলেন, ‘৪৫০ মণ পেঁয়াজ কিনেছি। আকার ও মানভেদে প্রতি মণ ৩০০ থেকে ৭৫০ টাকা পড়েছে। পেঁয়াজ আজই ট্রাকে করে কুমিল্লায় নেওয়া হবে।
চাঁদপুর ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামের কৃষক চঞ্চল শেখ বলেন, ‘বিক্রির জন্য ২৭ মণ পেঁয়াজ এনেছিলাম হাটে। কিন্তু দাম খুবই কম। তাই ফেরত নিয়ে যাচ্ছি। তরমুজ বিক্রি হচ্ছে ৪০ টাকা কেজি আর পেঁয়াজ ৮ থেকে ১২ টাকা কেজি বিক্রি হচ্ছে।’
হাটে আসা খোকসা উপজেলার ওসমানপুর ইউনিয়নের দেবীনগর গ্রামের কৃষক আলফাজ উদ্দিন বলেন, ‘পাট চাষের জন্য টাকা প্রয়োজন। ১৬ মণ পেঁয়াজ বিক্রির জন্য এনেছিলাম। কিন্তু দাম নাই পেঁয়াজের। তাই না বেঁচে ফিরে নিয়ে যাচ্ছি।’
সরেজমিনে গিয়ে দেখা যায়, পান্টি ডিগ্রি কলেজে গেটের সামনেই বসেছে তরমুজের হাট। প্রতি কেজি তরমুজ আকার ও মানভেদে ৪০ থেকে ৫০ টাকায় বিক্রি হচ্ছে।
এ বিষয়ে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রাইসুল ইসলাম বলেন, ‘এবার প্রতি কেজি পেঁয়াজ উৎপাদনে কৃষকের ২৩ থেকে ২৫ টাকা খরচ হয়েছে। কিন্তু বর্তমান পেঁয়াজের বাজারদর উৎপাদন খরচের চেয়ে অনেক কম। এভাবে চলতে থাকলে কৃষকেরা ক্ষতিগ্রস্ত হবেন।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা বিতান কুমার মণ্ডল বলেন, ‘উপজেলা প্রশাসনের বাজার মনিটরিং অব্যাহত রয়েছে। নিত্যপণ্যের দাম ক্ষতিয়ে দেখা হচ্ছে।’
কুষ্টিয়ার কুমারখালীতে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৮ থেকে ১৮ টাকায়। আর পেঁয়াজের তুলনায় ৫-৭ গুণ বেশি দামে বিক্রি হচ্ছে তরমুজ। প্রতি কেজি তরমুজ বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকায়। আজ শুক্রবার উপজেলার পান্টি ইউনিয়নের পান্টি ডিগ্রি কলেজ মাঠের সাপ্তাহিক হাটে তরমুজ ও পেঁয়াজ এমন দরে কেনাবেচা হয়।
অন্যদিকে উৎপাদন খরচের তুলনায় পেঁয়াজের বাজারদর কয়েক গুণ কম থাকায় বিপাকে পড়েছেন কৃষকেরা। বিক্রি না করে বাজার থেকে পেঁয়াজ ফেরত নিয়ে যাচ্ছেন তাঁরা। আজ শুক্রবার সকালে পান্টি ডিগ্রি কলেজ মাঠের সাপ্তাহিক হাটে এ ঘটনা ঘটে।
পান্টি সাপ্তাহিক পেঁয়াজ হাটের ইজারাদার ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এইচ এম আব্দুল্লাহ টিপু এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘আজ হাটে ৫ থেকে ৬ হাজার টন পেঁয়াজের আমদানি হয়েছিল। কিন্তু দাম কম থাকায় অসংখ্য কৃষক বিক্রি না করে ফেরত চলে যান। প্রতি কেজি পেঁয়াজ মানভেদে ৮ থেকে ১৮ টাকায় বিক্রি হয়েছে। অন্যদিকে তরমুজ বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকা কেজি।
হাটে থাকা কৃষক, ব্যবসায়ী ও হাট পরিচালনা কমিটির সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, এ বছর পেঁয়াজ উৎপাদনে খরচ হয়েছে ২৫ থেকে ৩৫ টাকা। আর বর্তমান প্রতি কেজি পেঁয়াজ মানভেদে ৮ থেকে ১৮ টাকা কেজিতে বিক্রি হচ্ছে, যা উৎপাদন খরচের তুলনায় বর্তমান বাজারদর কয়েক গুণ কম। দাম কম থাকায় অনেক কৃষক পেঁয়াজ বিক্রি না করে ফিরে গেছেন।
উপজেলা কৃষি সম্প্রসারণ কার্যালয় সূত্রে জানা যায়, এ বছর উপজেলায় ৫ হাজার ১৬৫ হেক্টর জমিতে পেঁয়াজের আবাদ করা হয়েছে। প্রতি কেজি পেঁয়াজ উৎপাদনে কৃষকের খরচ হয়েছে ২৩ থেকে ২৫ টাকা, যা বর্তমান বাজারদরের চেয়ে বেশি।
বাজারে কথা হয় স্থানীয় ব্যবসায়ী মতিয়ার রহমানের সঙ্গে। তিনি বলেন, ‘৪৫০ মণ পেঁয়াজ কিনেছি। আকার ও মানভেদে প্রতি মণ ৩০০ থেকে ৭৫০ টাকা পড়েছে। পেঁয়াজ আজই ট্রাকে করে কুমিল্লায় নেওয়া হবে।
চাঁদপুর ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামের কৃষক চঞ্চল শেখ বলেন, ‘বিক্রির জন্য ২৭ মণ পেঁয়াজ এনেছিলাম হাটে। কিন্তু দাম খুবই কম। তাই ফেরত নিয়ে যাচ্ছি। তরমুজ বিক্রি হচ্ছে ৪০ টাকা কেজি আর পেঁয়াজ ৮ থেকে ১২ টাকা কেজি বিক্রি হচ্ছে।’
হাটে আসা খোকসা উপজেলার ওসমানপুর ইউনিয়নের দেবীনগর গ্রামের কৃষক আলফাজ উদ্দিন বলেন, ‘পাট চাষের জন্য টাকা প্রয়োজন। ১৬ মণ পেঁয়াজ বিক্রির জন্য এনেছিলাম। কিন্তু দাম নাই পেঁয়াজের। তাই না বেঁচে ফিরে নিয়ে যাচ্ছি।’
সরেজমিনে গিয়ে দেখা যায়, পান্টি ডিগ্রি কলেজে গেটের সামনেই বসেছে তরমুজের হাট। প্রতি কেজি তরমুজ আকার ও মানভেদে ৪০ থেকে ৫০ টাকায় বিক্রি হচ্ছে।
এ বিষয়ে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রাইসুল ইসলাম বলেন, ‘এবার প্রতি কেজি পেঁয়াজ উৎপাদনে কৃষকের ২৩ থেকে ২৫ টাকা খরচ হয়েছে। কিন্তু বর্তমান পেঁয়াজের বাজারদর উৎপাদন খরচের চেয়ে অনেক কম। এভাবে চলতে থাকলে কৃষকেরা ক্ষতিগ্রস্ত হবেন।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা বিতান কুমার মণ্ডল বলেন, ‘উপজেলা প্রশাসনের বাজার মনিটরিং অব্যাহত রয়েছে। নিত্যপণ্যের দাম ক্ষতিয়ে দেখা হচ্ছে।’
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ছাত্রশিবিরের সাবেক সেক্রেটারি শরিফুজ্জামান নোমানী হত্যা মামলার আসামিকে গুলি করে এবং কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। বুধবার রাত ৯টার দিকে নগরের বোয়ালিয়া থানার পঞ্চবটী এলাকায় এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেবরগুনার বেতাগীতে পুলিশ কনস্টেবল পদে চাকরি দেওয়ার কথা বলে এক তরুণের কাছ থেকে সাত লাখ টাকা আত্মসাৎ করার অভিযোগে মো. মশিউর রহমান নামের এক ব্যক্তিকে আটক করেছে থানা-পুলিশ। তিনি বেতাগী উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবদুল হালিম।
১ ঘণ্টা আগেমেজর (অব.) সিনহা মো. রাশেদ খান হত্যা মামলায় ডেথ রেফারেন্স ও আসামিদের করা আপিলের ওপর শুনানি শুরু হয়েছে। আজ বুধবার বিচারপতি মো. মোস্তাফিজুর রহমান ও বিচারপতি মো. সগীর হোসেনের বেঞ্চে রাষ্ট্রপক্ষ থেকে পেপারবুক উপস্থাপনের মধ্য দিয়ে এ শুনানি শুরু হয়।
১ ঘণ্টা আগেরাজধানীর খিলক্ষেতের দোকানপাটে চাঁদাবাজির অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। গ্রেপ্তারকৃতরা হলেন মনির হোসেন লিটন ও আব্দুর রহিম। খিলক্ষেত এলাকা থেকে গতকাল মঙ্গলবার (২২ এপ্রিল) দিবাগত মধ্যরাতে তাঁদের আটক করে সেনাবাহিনী। আটকের পর জিজ্ঞাসাবাদ শেষে আইনানুগ ব্যবস্থার জন্য দুই চাঁদাবাজকে খিলক্ষেত...
১ ঘণ্টা আগে