কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি
মেয়ে খুকুমণির এক পায়ের জুতো বুকে জড়িয়ে কাঁদছিলেন আর অন্য পায়ের জুতো খুঁজছিল বাবা শাহিন হোসেন। এ সময় ঘটনাস্থলে উপস্থিত সবাইকে বলছিলেন মেয়ের শেষ স্মৃতি চিহ্ন আরেকটি জুতো খুঁজে দিতে। এমন দৃশ্যে জলে ভারী হয়ে উঠে সবার চোখ।
আজ শুক্রবার বেলা ১১টার সময় কোটচাঁদপুর পৌর কাশিপুর ডিগ্রি কলেজের সামনের সড়কের দুর্ঘটনাস্থলে দেখা যায় এ দৃশ্য।
গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে কোটচাঁদপুর পৌর কাশিপুর ডিগ্রি কলেজের সামনের সড়কে লেগুনা ও ইঞ্জিনচালিত ভ্যানের সংঘর্ষ হয়। ওই ভ্যানের যাত্রী ছিল সাত বছরের শিশু খুকুমণি। সে কালিগঞ্জ উপজেলার শাহিন হোসেনের মেয়ে। ওই দুর্ঘটনায় ঘটনাস্থলেই মারা যায় সে।
স্থানীয় ও নিহত শিশুর পরিবার জানায়, ওই দিন বিকেলেই খুকুমণির দাফন সম্পন্ন হয়। সন্তান হারানোর শোকে কাতর বাবা শুক্রবার সকালে কোটচাঁদপুরের দুর্ঘটনাস্থলে আসেন। ঘটনাস্থলে এসে খুঁজে পান মেয়ে এক পায়ের একটি জুতো। সেটি বুকে জড়িয়ে কাঁদতে থাকেন।
শাহিন হোসেন বলেন, ‘আমার দুটি সন্তান। ছেলে জিহাদ হোসেন (১০) আর মেয়ে সারিকা (খুকুমণি)। স্কুল ছুটি থাকায় সে কোটচাঁদপুরের এলাঙ্গী গ্রামের নানির বাড়িতে এসেছিল। বৃহস্পতিবার ঘটে গেল এ দুর্ঘটনা।’
এরপর তিনি আর কিছু না বলে আবারও কাঁদতে লাগলেন আর মেয়ের পায়ের আরেকটি জুতো খুঁজছিলেন বাবা শাহিন।
অন্যদিকে একই অবস্থা চলছিল এলাঙ্গী খুকুমণির নানির বাড়িতে। ওখানেও দেখা যায় খুকুমণির মাকে কাঁদতে আর বারবার অচেতন হতে।
মেয়ে খুকুমণির এক পায়ের জুতো বুকে জড়িয়ে কাঁদছিলেন আর অন্য পায়ের জুতো খুঁজছিল বাবা শাহিন হোসেন। এ সময় ঘটনাস্থলে উপস্থিত সবাইকে বলছিলেন মেয়ের শেষ স্মৃতি চিহ্ন আরেকটি জুতো খুঁজে দিতে। এমন দৃশ্যে জলে ভারী হয়ে উঠে সবার চোখ।
আজ শুক্রবার বেলা ১১টার সময় কোটচাঁদপুর পৌর কাশিপুর ডিগ্রি কলেজের সামনের সড়কের দুর্ঘটনাস্থলে দেখা যায় এ দৃশ্য।
গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে কোটচাঁদপুর পৌর কাশিপুর ডিগ্রি কলেজের সামনের সড়কে লেগুনা ও ইঞ্জিনচালিত ভ্যানের সংঘর্ষ হয়। ওই ভ্যানের যাত্রী ছিল সাত বছরের শিশু খুকুমণি। সে কালিগঞ্জ উপজেলার শাহিন হোসেনের মেয়ে। ওই দুর্ঘটনায় ঘটনাস্থলেই মারা যায় সে।
স্থানীয় ও নিহত শিশুর পরিবার জানায়, ওই দিন বিকেলেই খুকুমণির দাফন সম্পন্ন হয়। সন্তান হারানোর শোকে কাতর বাবা শুক্রবার সকালে কোটচাঁদপুরের দুর্ঘটনাস্থলে আসেন। ঘটনাস্থলে এসে খুঁজে পান মেয়ে এক পায়ের একটি জুতো। সেটি বুকে জড়িয়ে কাঁদতে থাকেন।
শাহিন হোসেন বলেন, ‘আমার দুটি সন্তান। ছেলে জিহাদ হোসেন (১০) আর মেয়ে সারিকা (খুকুমণি)। স্কুল ছুটি থাকায় সে কোটচাঁদপুরের এলাঙ্গী গ্রামের নানির বাড়িতে এসেছিল। বৃহস্পতিবার ঘটে গেল এ দুর্ঘটনা।’
এরপর তিনি আর কিছু না বলে আবারও কাঁদতে লাগলেন আর মেয়ের পায়ের আরেকটি জুতো খুঁজছিলেন বাবা শাহিন।
অন্যদিকে একই অবস্থা চলছিল এলাঙ্গী খুকুমণির নানির বাড়িতে। ওখানেও দেখা যায় খুকুমণির মাকে কাঁদতে আর বারবার অচেতন হতে।
রংপুর বিভাগের আট জেলার ২ কোটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকারি হাসপাতাল রয়েছে ৬৫টি। এসব হাসপাতালে চিকিৎসকের মোট পদ ১ হাজার ২১৪টি। কিন্তু বর্তমানে কর্মরত ৫৩১ জন, পদ শূন্য ৬৮৩টি। চাহিদার অর্ধেকেরও কম জনবল থাকায় হাসপাতালগুলোয় চিকিৎসা কার্যক্রম চরমভাবে বিঘ্নিত হচ্ছে। সেবাপ্রার্থীদের বাধ্য...
৪৩ মিনিট আগেঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে জলাতঙ্ক প্রতিরোধী টিকার সংকট দেখা দিয়েছে। এতে চরম বিপাকে পড়েছেন রোগীরা। নিরুপায় হয়ে কেউ কেউ চড়া দামে বাইরে থেকে কিনছেন, কেউ আবার টিকা না পাওয়ার ভুগছেন দুশ্চিন্তায়।
১ ঘণ্টা আগেঐতিহাসিক ফারাক্কা লংমার্চ দিবস আজ শুক্রবার। পদ্মার উজানে ভারতের ফারাক্কা ব্যারাজ তৈরি করে পানি প্রত্যাহারের প্রতিবাদে ১৯৭৬ সালের এই দিনে মওলানা আবদুল হামিদ খান ভাসানীর নেতৃত্বে বাংলাদেশের লক্ষাধিক মানুষ রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে জমায়েত হয়েছিলেন। এখান থেকেই সেদিন মরণ বাঁধ ফারাক্কা অভিমুখে...
১ ঘণ্টা আগে