কুষ্টিয়া প্রতিনিধি
জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সংসদ সদস্য হাসানুল হক ইনু বলেছেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠানে, বাজারে, অফিস-আদালতে ঘটা অপ্রীতিকর ঘটনার প্রেক্ষিতে বিএনপি সরকার পতনের স্বপ্ন দেখছে। কিন্তু সরকার সঙ্গে সঙ্গে এসবের প্রতিকার করছে। এই ইতিবাচক দিকের কারণে সরকার উৎখাতে বিএনপির স্বপ্ন দিবাস্বপ্ন হয়ে থেকে যাচ্ছে। বিএনপির সরকার পতনের ফাঁকা আওয়াজটা কাটা রেকর্ডের মতো বাজছে।’
আজ শুক্রবার মিরপুর উপজেলার শিমপুরে মিরপুর থেকে ভেড়ামারা সড়ক পুনর্বাসন কাজের উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইনু এসব কথা বলেন।
ইনু আরও বলেন, ‘বিএনপি একমাত্র দল; যারা অপরাধীদের পক্ষে ওকালতি করে। অপরাধীদের রক্ষা করে। এরা না দিতে পারবে গণতন্ত্র, না দিতে পারবে আইনের শাসন। বিএনপি বাংলাদেশের জন্য বিপজ্জনক।’
উপজেলায় ঘূর্ণিঝড় আম্পান ও বন্যায় ক্ষতিগ্রস্ত পল্লি সড়ক অবকাঠামো পুনর্বাসন প্রকল্পের আওতায় ৩ কোটি ৮৫ লাখ টাকায় সড়কটি পুনর্বাসন করছে এলজিইডি। পরে সেখানে এক আলোচনা সভায় বক্তব্য দেন তিনি। এ সময় জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন ও মিরপুরের সাধারণ সম্পাদক আহাম্মদ আলীসহ দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সংসদ সদস্য হাসানুল হক ইনু বলেছেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠানে, বাজারে, অফিস-আদালতে ঘটা অপ্রীতিকর ঘটনার প্রেক্ষিতে বিএনপি সরকার পতনের স্বপ্ন দেখছে। কিন্তু সরকার সঙ্গে সঙ্গে এসবের প্রতিকার করছে। এই ইতিবাচক দিকের কারণে সরকার উৎখাতে বিএনপির স্বপ্ন দিবাস্বপ্ন হয়ে থেকে যাচ্ছে। বিএনপির সরকার পতনের ফাঁকা আওয়াজটা কাটা রেকর্ডের মতো বাজছে।’
আজ শুক্রবার মিরপুর উপজেলার শিমপুরে মিরপুর থেকে ভেড়ামারা সড়ক পুনর্বাসন কাজের উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইনু এসব কথা বলেন।
ইনু আরও বলেন, ‘বিএনপি একমাত্র দল; যারা অপরাধীদের পক্ষে ওকালতি করে। অপরাধীদের রক্ষা করে। এরা না দিতে পারবে গণতন্ত্র, না দিতে পারবে আইনের শাসন। বিএনপি বাংলাদেশের জন্য বিপজ্জনক।’
উপজেলায় ঘূর্ণিঝড় আম্পান ও বন্যায় ক্ষতিগ্রস্ত পল্লি সড়ক অবকাঠামো পুনর্বাসন প্রকল্পের আওতায় ৩ কোটি ৮৫ লাখ টাকায় সড়কটি পুনর্বাসন করছে এলজিইডি। পরে সেখানে এক আলোচনা সভায় বক্তব্য দেন তিনি। এ সময় জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন ও মিরপুরের সাধারণ সম্পাদক আহাম্মদ আলীসহ দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
রাজধানীর দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের হায়দার আলী ভবনটির কাঠামোই দৃশ্যত সোমবারের বিপর্যয়কে এতটা প্রাণঘাতী করে তুলেছে। সরেজমিন ঘুরে এবং ভুক্তভোগী অভিভাবকদের সঙ্গে কথা বলে এমন ধারণাই পাওয়া গেছে।
১ ঘণ্টা আগেঝালকাঠি শহরের কিফাইতনগর এলাকায় দেড় কোটি টাকার বেশি ব্যয়ে নির্মিত আরসিসি সড়ক উদ্বোধনের মাত্র দুই মাসের মাথায় ধসে পড়েছে। খালের পাড়ঘেঁষা গাইড ওয়াল ভেঙে পড়ায় সড়কের একটি বড় অংশ এখন কার্যত শূন্যে ঝুলছে। ভারী যানবাহন চলাচলের ফলে পুরো রাস্তা ধসে পড়তে পারে, এমন আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা।
৩ ঘণ্টা আগেস্বপ্নের দেশ ইতালি। সেখানে গিয়ে নিজেরসহ পরিবারের সব স্বপ্ন পূরণ করবেন। এই আশায় লিবিয়া হয়ে অবৈধভাবে ইউরোপের দেশটিতে যাওয়ার জন্য বের হয়ে নিখোঁজ আছেন মাদারীপুরের রাজৈরের ১৪ যুবক। পাঁচ মাস ধরে তাঁদের কোনো খোঁজ পাচ্ছেন না স্বজনেরা।
৩ ঘণ্টা আগেবাবার কপালে চুমু দিয়ে স্কুলে গিয়েছিল সারিয়া আক্তার। আর মাকে সালাম করে বিদায় নিয়েছিল জুনায়েত হাসান। হাসিমুখে স্কুলে যাওয়া এই দুই শিশু দিনশেষে ঘরে ফেরে লাশ হয়ে। সম্পর্কে তারা চাচাতো ভাই-বোন। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ‘সেকশন ক্লাউডের’ শিক্ষার্থী ছিল তারা। বাংলা মাধ্যমের তৃতীয় শ্রেণিতে পড়ত এই দুই ভ
৩ ঘণ্টা আগে