প্রতিনিধি, কুমারখালী (কুষ্টিয়া)
কুমারখালীর চড়াইকোল রেলস্টেশন এলাকায় ট্রেনে কাটা পড়ে রজব আলী (১০) নামে এক পথশিশুর দুই হাত শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। গতকাল রোববার বিকেলে চলন্ত ট্রেন থেকে পড়ে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন কুমারখালী থানার ওসি কামরুজ্জামান তালুকদার।
আহত রজব আলীর বাবার নাম রাজু। তার বাবা-মা ফরিদপুর জেলার বাসিন্দা।
জানা যায়, আশঙ্কাজনক অবস্থায় রজবকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের ১ নম্বর অর্থোপেডিক ওয়ার্ডে ভর্তি করানো হয়। রজবের বিচ্ছিন্ন হওয়া দুই হাতের ক্ষত স্থানে ব্যান্ডেজ করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী রজবের সঙ্গী নিশান, আলী ও মনির বলেন, সে কুষ্টিয়া রেলস্টেশনে রাতে থাকে। দিনের বেলায় কুষ্টিয়া-রাজবাড়ী লাইনের ট্রেনে চড়ে বিভিন্ন স্টেশনে যাওয়া-আসা করে। আমরা একসঙ্গে ঘুরে বেড়াতাম। ঘটনার সময় আমরা তার সঙ্গেই ছিলাম। ভিক্ষাবৃত্তি করে যা আয় হয় তা দিয়ে সে নেশা করত। নেশাগ্রস্ত অবস্থায় রজব ট্রেন থেকে পড়ে যায়। এ সময় তার দুই হাত বিচ্ছিন্ন হয়ে যায়।
চড়াইকোল রেলস্টেশন এলাকার স্থানীয় বাসিন্দা তুফান হোসেন বলেন, গতকাল বিকেল সাড়ে ৫টার দিকে চড়াইকোল রেলস্টেশন এলাকায় রাজবাড়ী থেকে ছেড়ে আসা কুষ্টিয়াগামী চলন্ত ট্রেন থেকে পড়ে রজব নামের ওই পথশিশুর দুই হাত বিচ্ছিন্ন হয়ে যায়। সেসহ কয়েকজন কুষ্টিয়ায় যাওয়ার জন্য খোকসা থেকে নকশিকাঁথা মেইল ট্রেনে ওঠে। পথিমধ্যে এই দুর্ঘটনা ঘটে।
তুফান হোসেন আরও বলেন, ঘটনার পর পরই তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়। বিভিন্ন সংগঠন তার খোঁজ-খবর নিচ্ছেন। চিকিৎসার জন্য তাঁরা রক্ত সংগ্রহ করে দিচ্ছেন, ওষুধ কিনে দিচ্ছেন। তার স্বজনরা সোমবার কুষ্টিয়ায় আসবেন।
রাফি নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন গুরুতর আহত রজবের চিকিৎসার জন্য নানাভাবে সহযোগিতা করছে। ওই সংগঠনের প্রতিষ্ঠাতা অপু হোসেন রাফি বলেন, আমরা বিভিন্ন সূত্রে খবর পেয়ে রজবের পাশে দাঁড়িয়েছি। তার চিকিৎসার জন্য সার্বিকভাবে চেষ্টা করছি। আমদের সংগঠনের ফান্ড থেকে তার চিকিৎসা খরচ চালানো হচ্ছে। তার পরিবারের সঙ্গে এখনো যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে জানতে পেয়েছে তারা বাবা-মা ফরিদপুরের বাসিন্দা। তারা এর আগে কুষ্টিয়া শহরে বসবাস করতেন।
এ বিষয়ে হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক ফাইম ফয়সাল বলেন, আশঙ্কাজনক অবস্থায় রজবকে গতকাল বিকেলে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়। আহত রজবের ডান হাতের কনুইয়ের নিচ এবং বাম হাতের কনুইয়ের ওপর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। তাকে তিন ব্যাগ রক্ত দেওয়া হয়েছে। প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে। আগামী সোমবার অপারেশন করা হবে। বর্তমানে সে আগের চেয়ে ভালো আছে।
ওসি কামরুজ্জামান তালুকদার বলেন, চলন্ত ট্রেন থেকে রজব পড়ে গিয়ে শরীর থেকে দুই হাত বিচ্ছিন্ন হয়ে যায়। তার পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।
কুমারখালীর চড়াইকোল রেলস্টেশন এলাকায় ট্রেনে কাটা পড়ে রজব আলী (১০) নামে এক পথশিশুর দুই হাত শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। গতকাল রোববার বিকেলে চলন্ত ট্রেন থেকে পড়ে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন কুমারখালী থানার ওসি কামরুজ্জামান তালুকদার।
আহত রজব আলীর বাবার নাম রাজু। তার বাবা-মা ফরিদপুর জেলার বাসিন্দা।
জানা যায়, আশঙ্কাজনক অবস্থায় রজবকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের ১ নম্বর অর্থোপেডিক ওয়ার্ডে ভর্তি করানো হয়। রজবের বিচ্ছিন্ন হওয়া দুই হাতের ক্ষত স্থানে ব্যান্ডেজ করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী রজবের সঙ্গী নিশান, আলী ও মনির বলেন, সে কুষ্টিয়া রেলস্টেশনে রাতে থাকে। দিনের বেলায় কুষ্টিয়া-রাজবাড়ী লাইনের ট্রেনে চড়ে বিভিন্ন স্টেশনে যাওয়া-আসা করে। আমরা একসঙ্গে ঘুরে বেড়াতাম। ঘটনার সময় আমরা তার সঙ্গেই ছিলাম। ভিক্ষাবৃত্তি করে যা আয় হয় তা দিয়ে সে নেশা করত। নেশাগ্রস্ত অবস্থায় রজব ট্রেন থেকে পড়ে যায়। এ সময় তার দুই হাত বিচ্ছিন্ন হয়ে যায়।
চড়াইকোল রেলস্টেশন এলাকার স্থানীয় বাসিন্দা তুফান হোসেন বলেন, গতকাল বিকেল সাড়ে ৫টার দিকে চড়াইকোল রেলস্টেশন এলাকায় রাজবাড়ী থেকে ছেড়ে আসা কুষ্টিয়াগামী চলন্ত ট্রেন থেকে পড়ে রজব নামের ওই পথশিশুর দুই হাত বিচ্ছিন্ন হয়ে যায়। সেসহ কয়েকজন কুষ্টিয়ায় যাওয়ার জন্য খোকসা থেকে নকশিকাঁথা মেইল ট্রেনে ওঠে। পথিমধ্যে এই দুর্ঘটনা ঘটে।
তুফান হোসেন আরও বলেন, ঘটনার পর পরই তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়। বিভিন্ন সংগঠন তার খোঁজ-খবর নিচ্ছেন। চিকিৎসার জন্য তাঁরা রক্ত সংগ্রহ করে দিচ্ছেন, ওষুধ কিনে দিচ্ছেন। তার স্বজনরা সোমবার কুষ্টিয়ায় আসবেন।
রাফি নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন গুরুতর আহত রজবের চিকিৎসার জন্য নানাভাবে সহযোগিতা করছে। ওই সংগঠনের প্রতিষ্ঠাতা অপু হোসেন রাফি বলেন, আমরা বিভিন্ন সূত্রে খবর পেয়ে রজবের পাশে দাঁড়িয়েছি। তার চিকিৎসার জন্য সার্বিকভাবে চেষ্টা করছি। আমদের সংগঠনের ফান্ড থেকে তার চিকিৎসা খরচ চালানো হচ্ছে। তার পরিবারের সঙ্গে এখনো যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে জানতে পেয়েছে তারা বাবা-মা ফরিদপুরের বাসিন্দা। তারা এর আগে কুষ্টিয়া শহরে বসবাস করতেন।
এ বিষয়ে হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক ফাইম ফয়সাল বলেন, আশঙ্কাজনক অবস্থায় রজবকে গতকাল বিকেলে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়। আহত রজবের ডান হাতের কনুইয়ের নিচ এবং বাম হাতের কনুইয়ের ওপর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। তাকে তিন ব্যাগ রক্ত দেওয়া হয়েছে। প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে। আগামী সোমবার অপারেশন করা হবে। বর্তমানে সে আগের চেয়ে ভালো আছে।
ওসি কামরুজ্জামান তালুকদার বলেন, চলন্ত ট্রেন থেকে রজব পড়ে গিয়ে শরীর থেকে দুই হাত বিচ্ছিন্ন হয়ে যায়। তার পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।
সোহাগ হোসেন পৌর শহরের ঢাকা মোড়ে মজনু হোটেলে কাজ করতেন এবং তোজাম্মেল হক পৌর শহরের নিমতলা মোড়ে রাজধানী হোটেলে কাজ করতেন। প্রতিদিনের মতো কাজ শেষে দুজনে শুক্রবার (১৬ মে) দিবাগত রাত ১টার দিকে ঢাকা মোড় থেকে মোটরসাইকেলযোগে পৌর শহরের পশ্চিম গৌরীপাড়া ভাড়া বাসায় যাচ্ছিলেন। পথে পৌরসভার সামনে বিরমপুর থেকে...
১১ মিনিট আগেশুক্রবার রাত ১০টার দিকে মেহেদী হাসান রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। ভোর রাতে নিহতের স্ত্রী বাড়ির মালিককে ডেকে বলেন তার স্বামী অসুস্থ। বাড়ির মালিক ও স্থানীয় লোকজন গিয়ে দেখেন মেহেদী হাসান ঘরের মেঝেতে অচেতন অবস্থায় পড়ে আছেন। তাকে উদ্ধার করে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত...
১৫ মিনিট আগেরাজাপুর গ্রামের সামসুদ্দিন বিশ্বাসের বাড়ি থেকে দুইদিন আগে পানির মোটর চুরি হয়। সামসুদ্দিনের বাড়ির লোকজন রুপল শেখকে চোর সন্দেহ করে। শুক্রবার সন্ধ্যায় শালিসের কথা বলে রুপলকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় সামসুদ্দিনের ছেলেরা। এরপর ঘরে বন্দি করে পিটিয়ে আহত করে। রুপলের অবস্থা বেগতিক দেখে স্থানীয়রা তাকে উদ্ধার..
১ ঘণ্টা আগেচাঁদপুরে তালিকাভুক্ত খামারির সংখ্যা ৩ হাজার ৭৭০ জন। তাদের খামারে উৎপাদিত হয়েছে ৪২ হাজার ৪৯৭টি গরু এবং ১৯ হাজার ৬০১টি ছাগল, ভেড়া ও অন্যান্য পশু। এর মধ্যে ষাঁড় ২৪ হাজার ২৪৭ টি, বলদ ৭ হাজার ৭৮১ টি, গাভী ১০ হাজার ৪৬৯ টি, মহিষ ২১৭ টি, ছাগল ১৮ হাজার ৪৫৮ টি, ভেড়া ৮৩০টি ও অন্যান্য পশু ৯৬ টি।
১ ঘণ্টা আগে