নরসিংদী প্রতিনিধি
বাবার রেখে যাওয়া জীর্ণ ঘরে অশীতিপর মা আর এক মেয়েকে নিয়ে থাকেন মর্তুজা খাতুন। অন্যের বাড়িতে কাজ করে একটু একটু করে টাকা জমিয়েছিলেন। ইচ্ছে ছিল এই টাকায় ভালো করে একটা ঘর বানাবেন। কিন্তু সেই টাকা কেটে ফেলে ইঁদুর। সারা জীবনের সঞ্চয় হারিয়ে ভেঙে পড়েন মর্তুজা খাতুন। এই খবর পেয়ে এগিয়ে আসে স্থানীয় একটি সামাজিক সংগঠন। সেই সংগঠন তাঁকে একটি আধপাকা ঘর বানিয়ে দিয়েছে।
রোববার বিকেলে সংগঠনের দায়িত্বশীল সদস্যরা নরসিংদী বেলাব উপজেলার মর্তুজা খাতুনের কাছে ঘর বুঝিয়ে দিয়েছেন। চার চালা বিশিষ্ট সেমি পাকা ঘর, একটি বাথরুম, একটি টিউবওয়েল ও একটি রান্না ঘর পেয়েছেন তিনি।
মর্তুজা খাতুনের বাড়ি নরসিংদী জেলার বেলাব উপজেলার পাটুলি ইউনিয়নের প্রত্যন্ত গ্রাম মুগায়। তাঁর বাবার মৃত মানিক চান এবং মা আবেদা খাতুন। প্রায় পনেরো বছর আগে বিয়ে হয় শ্রীমঙ্গল উপজেলার ইছামতী গ্রামের নুরে আলমের সঙ্গে। তাঁদের ঘরে একটি কন্যা সন্তান হয়। কিন্তু সংসার বেশি দিন টিকেনি। এক পর্যায় বিয়ে ভেঙে যায়। স্থায়ীভাবে বাবার বাড়ি চলে আসেন মর্তুজা খাতুন। এসে ৮০ বছরের বেশি বয়সী মাকে নিয়ে সংসারের ঘানি টানতে থাকেন। টিনের একচালা ছাপড়া ঘরে থাকেন তাঁরা। বৃষ্টি এলেই ভিজে যায় ঘরের সব জিনিসপত্র।
মর্তুজা খাতুন জানান, বাবা দুই শতাংশ জমি রেখে যান। অন্যের বাড়িতে কাজ করে মেয়ের লেখাপড়ার খরচ জোগাড় ও একটি ঘর নির্মাণের জন্য টাকা জমাতে থাকেন তিনি। সেই টাকা রেখেছিলেন ঘরের মেঝে গর্ত করে। একদিন জমানো ৭০ হাজার টাকা গর্ত থেকে বের করতে গিয়ে দেখেন ইঁদুরে সব টুকরো টুকরো করে কেটে ফেলেছে। মর্তুজা খাতুনের আহাজারিতে লোকজন জড়ো হয়ে যায়। তাঁরা সমবেদনা জানান। সেখানে সাইলেন্ট হ্যান্ডস সাপোর্ট সোসাইটির স্থানীয় প্রতিনিধি মঞ্জু আহম্মেদও উপস্থিত ছিলেন।
তিনি তাঁর সংগঠনের ঊর্ধ্বতনকে ঘটনা জানালে তাঁরা ওই নারীর সহযোগিতায় এগিয়ে আসেন। উদ্যোগ নেন ঘর নির্মাণ করে দেওয়ার। দীর্ঘ দিন কাজ শেষে আজ মর্তুজাকে চার চালা বিশিষ্ট সেমি পাকা ঘর, একটি বাথরুম, একটি টিউবওয়েল ও একটি রান্না ঘর বুঝিয়ে দেন।
নতুন ঘর পেয়ে অত্যন্ত খুশি মর্তুজা খাতুন। তিনি বলেন, সঞ্চয়ের টাকা নষ্ট হওয়ার পর আমি দিশেহারা হয়ে পড়ি। কী করব বুঝে উঠতে পারছিলাম না। এমন সময় আমার পাশের বাড়ির মঞ্জু এসে আমাকে সহযোগিতার কথা বলে। তার সহযোগিতায় আজ আমি এ ঘর পেয়েছি। আমি দোয়া করি আল্লাহ তাদের যেন ভালো করে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান ইরফানুল হক ভুইয়া জামান বলেন, উদ্যোগটি খুবই মহৎ এবং প্রশংসার যোগ্য। আমি দোয়া করি, তারা যেন সামনের দিকে আরও এগিয়ে যেতে পরে।
সোসাইটির ভারপ্রাপ্ত সভাপতি নাহিদ আহমেদ বলেন, আমাদের কাজ হচ্ছে দেশের অসহায় দরিদ্র ব্যক্তিদের বিভিন্ন ভাবে সহযোগিতা করা। যার ধারাবাহিকতায় আজকের এ ঘর নির্মাণ।
এ সময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন সোসাইটির সাধারণ সম্পাদক শফিল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক তরিকুল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।
বাবার রেখে যাওয়া জীর্ণ ঘরে অশীতিপর মা আর এক মেয়েকে নিয়ে থাকেন মর্তুজা খাতুন। অন্যের বাড়িতে কাজ করে একটু একটু করে টাকা জমিয়েছিলেন। ইচ্ছে ছিল এই টাকায় ভালো করে একটা ঘর বানাবেন। কিন্তু সেই টাকা কেটে ফেলে ইঁদুর। সারা জীবনের সঞ্চয় হারিয়ে ভেঙে পড়েন মর্তুজা খাতুন। এই খবর পেয়ে এগিয়ে আসে স্থানীয় একটি সামাজিক সংগঠন। সেই সংগঠন তাঁকে একটি আধপাকা ঘর বানিয়ে দিয়েছে।
রোববার বিকেলে সংগঠনের দায়িত্বশীল সদস্যরা নরসিংদী বেলাব উপজেলার মর্তুজা খাতুনের কাছে ঘর বুঝিয়ে দিয়েছেন। চার চালা বিশিষ্ট সেমি পাকা ঘর, একটি বাথরুম, একটি টিউবওয়েল ও একটি রান্না ঘর পেয়েছেন তিনি।
মর্তুজা খাতুনের বাড়ি নরসিংদী জেলার বেলাব উপজেলার পাটুলি ইউনিয়নের প্রত্যন্ত গ্রাম মুগায়। তাঁর বাবার মৃত মানিক চান এবং মা আবেদা খাতুন। প্রায় পনেরো বছর আগে বিয়ে হয় শ্রীমঙ্গল উপজেলার ইছামতী গ্রামের নুরে আলমের সঙ্গে। তাঁদের ঘরে একটি কন্যা সন্তান হয়। কিন্তু সংসার বেশি দিন টিকেনি। এক পর্যায় বিয়ে ভেঙে যায়। স্থায়ীভাবে বাবার বাড়ি চলে আসেন মর্তুজা খাতুন। এসে ৮০ বছরের বেশি বয়সী মাকে নিয়ে সংসারের ঘানি টানতে থাকেন। টিনের একচালা ছাপড়া ঘরে থাকেন তাঁরা। বৃষ্টি এলেই ভিজে যায় ঘরের সব জিনিসপত্র।
মর্তুজা খাতুন জানান, বাবা দুই শতাংশ জমি রেখে যান। অন্যের বাড়িতে কাজ করে মেয়ের লেখাপড়ার খরচ জোগাড় ও একটি ঘর নির্মাণের জন্য টাকা জমাতে থাকেন তিনি। সেই টাকা রেখেছিলেন ঘরের মেঝে গর্ত করে। একদিন জমানো ৭০ হাজার টাকা গর্ত থেকে বের করতে গিয়ে দেখেন ইঁদুরে সব টুকরো টুকরো করে কেটে ফেলেছে। মর্তুজা খাতুনের আহাজারিতে লোকজন জড়ো হয়ে যায়। তাঁরা সমবেদনা জানান। সেখানে সাইলেন্ট হ্যান্ডস সাপোর্ট সোসাইটির স্থানীয় প্রতিনিধি মঞ্জু আহম্মেদও উপস্থিত ছিলেন।
তিনি তাঁর সংগঠনের ঊর্ধ্বতনকে ঘটনা জানালে তাঁরা ওই নারীর সহযোগিতায় এগিয়ে আসেন। উদ্যোগ নেন ঘর নির্মাণ করে দেওয়ার। দীর্ঘ দিন কাজ শেষে আজ মর্তুজাকে চার চালা বিশিষ্ট সেমি পাকা ঘর, একটি বাথরুম, একটি টিউবওয়েল ও একটি রান্না ঘর বুঝিয়ে দেন।
নতুন ঘর পেয়ে অত্যন্ত খুশি মর্তুজা খাতুন। তিনি বলেন, সঞ্চয়ের টাকা নষ্ট হওয়ার পর আমি দিশেহারা হয়ে পড়ি। কী করব বুঝে উঠতে পারছিলাম না। এমন সময় আমার পাশের বাড়ির মঞ্জু এসে আমাকে সহযোগিতার কথা বলে। তার সহযোগিতায় আজ আমি এ ঘর পেয়েছি। আমি দোয়া করি আল্লাহ তাদের যেন ভালো করে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান ইরফানুল হক ভুইয়া জামান বলেন, উদ্যোগটি খুবই মহৎ এবং প্রশংসার যোগ্য। আমি দোয়া করি, তারা যেন সামনের দিকে আরও এগিয়ে যেতে পরে।
সোসাইটির ভারপ্রাপ্ত সভাপতি নাহিদ আহমেদ বলেন, আমাদের কাজ হচ্ছে দেশের অসহায় দরিদ্র ব্যক্তিদের বিভিন্ন ভাবে সহযোগিতা করা। যার ধারাবাহিকতায় আজকের এ ঘর নির্মাণ।
এ সময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন সোসাইটির সাধারণ সম্পাদক শফিল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক তরিকুল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই নেতা বলেন, ‘জেলা কমিটির আহ্বায়ক ইমরান আহমেদ ও সদস্যসচিব আশফাক আহমেদ জামিল আন্দোলনের আদর্শ ও মূল্যবোধকে অবমাননা করে চাঁদাবাজি, টেন্ডার বাণিজ্য, মামলার তদবির, সরকারি প্রকল্পে দুর্নীতি ও ছাত্র আন্দোলনের নামে বিভিন্ন অবৈধ কর্মকাণ্ড করছেন।’
৩ মিনিট আগে৫ আগস্টের পর থেকে ব্যস্ত নগরী ঢাকা যেন আন্দোলনের নগরীতে পরিণত হয়েছে। যৌক্তিক কিংবা অযৌক্তিক দাবি যাই হোক, সবাই নেমে আসছে রাস্তায়। সড়ক অবরোধ করেই যেন আন্দোলনকে স্বীকৃতি দেওয়ার চেষ্টা তাদের। আন্দোলনের এই চাপে চিড়েচ্যাপ্টা অবস্থা নগরবাসীর। ঘর থেকে বের হলেই যাত্রাপথের স্বাভাবিক রাস্তা যেখানে ১০ মিনিটে
১২ মিনিট আগেযমুনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য দেওয়ার সময় তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের উদ্দেশে বোতল ফ্লিপ বা ঘূর্ণায়ন অবস্থায় হাওয়ায় তুলে দেন এক যুবক। বোতলটি ঘুরতে ঘুরতে প্রায় ১৫-২০ ফুট দূরে থাকা উপদেষ্টা মাহফুজের মাথায় গিয়ে লাগে। বিষয়টি অনেকের মনেই প্রশ্নের জন্ম
১৪ মিনিট আগেবাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) ২০২৫-২৭ মেয়াদের পরিচালনা পর্ষদ গঠিত হয়েছে। পর্ষদে সভাপতি হিসেবে পুনরায় নির্বাচিত হয়েছেন মোহাম্মদ হাতেম। একই সঙ্গে নির্বাহী সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ফজলে শামীম এহসান।
১৪ মিনিট আগে