নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সঙ্গে বাড়ছে না গার্মেন্টস শ্রমিকদের বেতন, ফলে সীমাহীন কষ্টে দিন কাটাচ্ছেন তারা। এমনটা জানিয়ে গার্মেন্টস শ্রমিকদের জন্য রেশনিং ব্যবস্থা চালুর দাবি জানিয়েছে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন (এনজিডব্লিউএফ)।
আজ রোববার জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে এনজিডব্লিউএফ আয়োজিত এক আলোচনা সভায় এ দাবি জানিয়েছেন সংগঠনের সভাপতি আমিরুল হক আমিন।
আমিরুল হক আমিন বলেন, ‘দেশের অর্থনীতির মূল চালিকা শক্তি হলো গার্মেন্টস। এ শিল্পে ৫ হাজার কারখানায় কাজ করে প্রায় ৪২ লক্ষ শ্রমিক। দেশের রপ্তানির ৮৩ শতাংশ পূরণ করে এই শিল্প। কিন্তু দুর্ভাগ্য গার্মেন্টস শিল্পের শ্রমিকদের মজুরি অত্যন্ত কম।’
বর্তমানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, মূল্যস্ফীতি, গ্যাস-বিদ্যুৎ-পানির মূল্য বৃদ্ধি, বাড়ি ভাড়া বৃদ্ধি, যাতায়াত ভাড়া বৃদ্ধি, চিকিৎসা খরচ বৃদ্ধির ফলে গার্মেন্টস শ্রমিকেরা দিশেহারা উল্লেখ করে তিনি বলেন, ‘এই অবস্থায় গার্মেন্টস শ্রমিকদের জন্য রেশনিং ব্যবস্থা চালু হলে তারা টিকে থাকার সুযোগ পাবে এবং গার্মেন্টস শিল্পকে টিকিয়ে রাখতে অবদান রাখবে।’
বাণিজ্যমন্ত্রীও গার্মেন্টস শ্রমিকদের জন্য রেশনিং ব্যবস্থা চালুর দাবির পক্ষে রয়েছেন জানিয়ে তিনি বলেন, ‘গত ১৬ সেপ্টেম্বর সংগঠনটির কেন্দ্রীয় সম্মেলনে গার্মেন্টস শ্রমিকদের জন্য রেশনিং ব্যবস্থা চালুর দাবি করা হলে, উপস্থিত বাণিজ্যমন্ত্রী দাবির পক্ষে সমর্থন জানান। তিনি আশ্বস্ত করেন দ্রুত সময়ের মধ্যে শ্রমিকদের জন্য রেশনিং ব্যবস্থা চালু করা হবে। কিন্তু এখন পর্যন্ত এই বিষয়ে কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি।’
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন বিকেএমইএ এর সহসভাপতি ফজলে শামীম এহসান, জাতীয় শ্রমিক জোটের সহসভাপতি আব্দুর রাজ্জাক, এনজিডব্লিউএফ’র সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সহসভাপতি সাফিয়া পারভীন প্রমুখ।
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সঙ্গে বাড়ছে না গার্মেন্টস শ্রমিকদের বেতন, ফলে সীমাহীন কষ্টে দিন কাটাচ্ছেন তারা। এমনটা জানিয়ে গার্মেন্টস শ্রমিকদের জন্য রেশনিং ব্যবস্থা চালুর দাবি জানিয়েছে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন (এনজিডব্লিউএফ)।
আজ রোববার জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে এনজিডব্লিউএফ আয়োজিত এক আলোচনা সভায় এ দাবি জানিয়েছেন সংগঠনের সভাপতি আমিরুল হক আমিন।
আমিরুল হক আমিন বলেন, ‘দেশের অর্থনীতির মূল চালিকা শক্তি হলো গার্মেন্টস। এ শিল্পে ৫ হাজার কারখানায় কাজ করে প্রায় ৪২ লক্ষ শ্রমিক। দেশের রপ্তানির ৮৩ শতাংশ পূরণ করে এই শিল্প। কিন্তু দুর্ভাগ্য গার্মেন্টস শিল্পের শ্রমিকদের মজুরি অত্যন্ত কম।’
বর্তমানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, মূল্যস্ফীতি, গ্যাস-বিদ্যুৎ-পানির মূল্য বৃদ্ধি, বাড়ি ভাড়া বৃদ্ধি, যাতায়াত ভাড়া বৃদ্ধি, চিকিৎসা খরচ বৃদ্ধির ফলে গার্মেন্টস শ্রমিকেরা দিশেহারা উল্লেখ করে তিনি বলেন, ‘এই অবস্থায় গার্মেন্টস শ্রমিকদের জন্য রেশনিং ব্যবস্থা চালু হলে তারা টিকে থাকার সুযোগ পাবে এবং গার্মেন্টস শিল্পকে টিকিয়ে রাখতে অবদান রাখবে।’
বাণিজ্যমন্ত্রীও গার্মেন্টস শ্রমিকদের জন্য রেশনিং ব্যবস্থা চালুর দাবির পক্ষে রয়েছেন জানিয়ে তিনি বলেন, ‘গত ১৬ সেপ্টেম্বর সংগঠনটির কেন্দ্রীয় সম্মেলনে গার্মেন্টস শ্রমিকদের জন্য রেশনিং ব্যবস্থা চালুর দাবি করা হলে, উপস্থিত বাণিজ্যমন্ত্রী দাবির পক্ষে সমর্থন জানান। তিনি আশ্বস্ত করেন দ্রুত সময়ের মধ্যে শ্রমিকদের জন্য রেশনিং ব্যবস্থা চালু করা হবে। কিন্তু এখন পর্যন্ত এই বিষয়ে কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি।’
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন বিকেএমইএ এর সহসভাপতি ফজলে শামীম এহসান, জাতীয় শ্রমিক জোটের সহসভাপতি আব্দুর রাজ্জাক, এনজিডব্লিউএফ’র সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সহসভাপতি সাফিয়া পারভীন প্রমুখ।
নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার জয়াগ ইউনিয়নের মাটি ব্যবসায়ী আব্দুল মতিন ওরফে মাটি মতিনের কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে উপজেলা যুবদলের সদস্য আব্দুর রহীম পাটোয়ারীর বিরুদ্ধে।
১০ মিনিট আগেমুন্সিগঞ্জের শ্রীনগর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে অর্ধশত দোকান। বৃহস্পতিবার (১৫ মে) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে এ সূত্রপাত হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, গভীর রাতে হঠাৎ বাজারে আগুন জ্বলতে দেখা যায়। মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে বাজারের মূল অংশে।
১৬ মিনিট আগেচেক জালিয়াতির মামলায় হাজির না হওয়ায় আসামি মোসলেম উদ্দিনের অনুপস্থিতিতেই রায় দিয়েছিলেন আদালত। দোষী সাব্যস্ত করে তাঁকে দেওয়া হয়েছিল এক বছরের কারাদণ্ড। পাশাপাশি জরিমানা করা হয় ৬০ লাখ টাকা। এ দণ্ড মাথায় নিয়েই সাত বছর লাপাত্তা ছিলেন তিনি।
৩ ঘণ্টা আগেগোপালগঞ্জের কাশিয়ানীতে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছে বাস ও ট্রাকের অন্তত ১৫ জন। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ফুকরা এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
৩ ঘণ্টা আগে