Ajker Patrika

জাহাঙ্গীরনগরে শিক্ষক-শিক্ষার্থীদের মশাল মিছিল

জাবি প্রতিনিধি
আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৪, ২২: ২৮
জাহাঙ্গীরনগরে শিক্ষক-শিক্ষার্থীদের মশাল মিছিল

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) নিপীড়নবিরোধী মঞ্চের ব্যানারে মশাল মিছিল করেছেন শিক্ষক-শিক্ষার্থীরা। এ সময় আন্দোলনকারীরা পাঁচ দফা দাবি দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান। আজ সোমবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার থেকে মিছিলটি বের হয়।

মিছিলটি বিশ্ববিদ্যালয়ের কয়েকটি সড়ক ঘুরে পরিবহন চত্বরে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশের সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের ৪৮ ব্যাচের ছাত্র হাসিব জামান।

এ সময় ইংরেজি বিভাগের ৪৭ ব্যাচের শিক্ষার্থী আলিফ মাহমুদ আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা দীর্ঘ ১৬ দিন ধরে নিপীড়ক ও তাদের আশ্রয়দাতাদের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে আসছি। কিন্তু এখনো প্রশাসনের পক্ষ থেকে নিপীড়কদের বিরুদ্ধে কোনো উদ্যোগ নিতে দেখিনি। আগামীকাল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভা রয়েছে। সেখানে যদি যৌন নিপীড়ক শিক্ষক মাহমুদুর রহমান জনির বিরুদ্ধে কোনো শাস্তির ব্যবস্থা না করা হয়, তাহলে আমরা সিন্ডিকেট সদস্যদের ঘেরাও করব।’ 

নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের ৪৬ ব্যাচের শিক্ষার্থী কনোজ কান্তি রায় বলেন, ‘প্রশাসনের নাকের ডগায় থাকার পরেও এখনো নিপীড়কদের বিচার হচ্ছে না। অন্যদিকে অছাত্ররা রাজার মতো হলগুলোতে অবস্থান এবং বহাল তবিয়তে নিজেদের রাজত্ব কায়েম করছেন।’

আন্দোলনকারীদের পাঁচ দফা দাবি হলো–মেয়াদোত্তীর্ণ শিক্ষার্থীদের হল থেকে বের করে গণরুম বিলুপ্ত করা এবং র‍্যাগিং সংস্কৃতির সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে বিচারের আওতায় আনা; ‘নিপীড়ক শিক্ষক’ মাহমুদুর রহমানের বিচার নিষ্পত্তি করাসহ ক্যাম্পাসে বিভিন্ন সময়ে নানাবিধ অপরাধে অভিযুক্ত ব্যক্তিদের বিচারের আওতায় আনা; নিপীড়কদের সহায়তাকারী প্রক্টর ও মীর মশাররফ হোসেন হলের প্রভোস্টের অপরাধ তদন্ত করা এবং সুষ্ঠু তদন্তের স্বার্থে তাঁদের তদন্ত চলাকালে প্রশাসনিক পদ থেকে অব্যাহতি প্রদান করা; মাদকের সিন্ডিকেট চিহ্নিত করে জড়িত ব্যক্তিদের ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত