Ajker Patrika

‘ছোটবেলার’ স্বপ্ন পূরণে হেলিকপ্টারে চড়ে বিয়ে 

মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি
‘ছোটবেলার’ স্বপ্ন পূরণে হেলিকপ্টারে চড়ে বিয়ে 

নরসিংদীর মনোহরদীতে হেলিকপ্টারে চড়ে বিয়ে করে ছোটবেলার স্বপ্ন পূরণ করলেন এক ইতালিপ্রবাসী। গতকাল শুক্রবার দুপুরে উপজেলার শুকুন্দী ইউনিয়নের বালিয়াকান্দা গ্রাম থেকে গিয়ে একই উপজেলার চকমাদবদী গ্রামে এ বিয়ে সম্পন্ন হয়। 

বর হিসেবে ছিলেন শুকুন্দী ইউনিয়নের বালিয়াকান্দা গ্রামের ইদ্রিস আলী ফকিরের ছেলে কাউছার আহমেদ এবং কনে চকমাদবদী গ্রামের ব্যবসায়ী তাজউদ্দিন আহমেদের মেয়ে তাসনিয়া। 

এদিকে মফস্বলে হেলিকপ্টারে চড়ে বিয়েকে কেন্দ্র করে এলাকায় কৌতূহলের সৃষ্টি হয়েছে। হেলিকপ্টার দেখতে বর এবং কনের বাড়িতে হাজারো মানুষের উপচেপড়া ভিড় লক্ষ্য করা যায়। 

বরের বাবা ইদ্রিস আলী ফকির জানান, ছেলের শখ ছিল হেলিকপ্টারে চড়ে বিয়ে করবে। সেই শখ পূরণ করতেই এক লাখ ৫০ হাজার টাকায় ভাড়া নিয়ে হেলিকপ্টারে বিয়ের আয়োজন করা হয়।  হেলিকপ্টারে সহযাত্রী হিসেবে বরের বাবা ইদ্রিস আলী ফকির এবং তার ছোট ভাইও ছিলেন। 

বরের সঙ্গে হেলিকপ্টার যাত্রী তাঁর ছোট ভাই শাহাদাত হোসেন বলেন, হেলিকপ্টারে চড়ে ভাইয়ের সঙ্গী হয়ে বিয়ের অনুষ্ঠানে গিয়ে ব্যতিক্রম এক অভিজ্ঞতা অর্জন করেছি।  

বরযাত্রী মাদ্রাসা শিক্ষক আবুল হোসেন বলেন, হেলিকপ্টারে চড়ে বিয়ের ঘটনা তাঁর এলাকায় এটিই প্রথম।  আমার জানামতে এই এলাকায় হেলিকপ্টারে চড়ে এর আগে আর কোনো বিয়ের ঘটনা ঘটেনি। 

বর ইতালিপ্রবাসী কাউসার আহমেদ বলেন, আমার দীর্ঘদিনের স্বপ্ন ছিল হেলিকপ্টারে চড়ে বিয়ে করতে যাওয়ার। সেই স্বপ্ন আজ পূরণ হলো।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

পারভেজ হত্যায় অংশ নেয় ছাত্র, অছাত্র ও কিশোর গ্যাং সদস্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত