রাজবাড়ী প্রতিনিধি
বাসমালিক সমিতির অনুমতি ছাড়া রাজবাড়ীর ওপর দিয়ে গোল্ডেন লাইন পরিবহনের বাস চলাচল নিয়ে বিরোধের জের ধরে রাজবাড়ী থেকে সব রুটে বাস চলাচল বন্ধ হয়ে গেছে। আজ শনিবার দুপুর থেকে রাজবাড়ী থেকে ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়াসহ সব রুটেই অনির্দিষ্ট সময়ের জন্য বাস চলাচল বন্ধ রাখা হয়েছে।
সরেজমিনে শহরের মুরগির ফার্ম এলাকায় গিয়ে দেখা যায়, রাজবাড়ী থেকে দূরপাল্লার পরিবহনসহ সব রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। বাস চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছে যাত্রীরা। ছোট ছোট যানবাহনে তাঁদের গন্তব্যে পৌঁছাতে হচ্ছে। এ জন্য অন্যান্য দিনের তুলনায় অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে বলে অভিযোগ করেছেন যাত্রীরা।
পাবনা থেকে আসা সেলিম হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘দুপুর ১টার সময় রাজবাড়ীর মুরগির ফার্ম এলাকায় এসে জানতে পারি, বাস চলাচল করছে না। জরুরি কাজে ফরিদপুর যেতেই হবে। এখন তো বিপদে পড়ে গেলাম। ব্যাটারিচালিত অটোরিকশায় ৬০ টাকার ভাড়া চাচ্ছে ১০০ টাকা।’
অপর এক যাত্রী শেফালী আক্তার বলেন, ‘ঢাকাতে ভাইয়ের বাসায় যাচ্ছি বাড়ির গাছের আম নিয়ে। মুরগির ফার্মে এসে দেখছি, ঢাকাতে কোনো বাস যাচ্ছে না। কেন যাচ্ছে না কয়েক জনকে জিজ্ঞাসা করলাম, তারাও কিছু বলতে পারছে না। ইঞ্জিনচালিত মাহেন্দ্র দৌলতদিয়া ফেরিঘাট পর্যন্ত ভাড়া নিচ্ছে ৭০ টাকা। অথচ বাসে ভাড়া লাগে ৫০ টাকা। বাস চলাচল বন্ধ থাকায় আমরা সাধারণ যাত্রীরা বিপদে আছি।’
কুষ্টিয়ার খোকসা থেকে আসা ওয়াসিম আজকের পত্রিকাকে বলেন, ‘খোকসা থেকে রাজবাড়ীর মুরগির ফার্ম পর্যন্ত বাসে আসলাম। এখানে পৌঁছানোর পর শুনছি, বাস আর যাবে না। এখন অতিরিক্ত ভাড়া দিয়ে অটোরিকশায় যেতে হবে। বিকল্প তো আর কিছু নাই। পান থেকে চুন খসলেও বাস চলাচল বন্ধ।’
এ বিষয়ে রাজবাড়ী বাসমালিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক লিটন আজকের পত্রিকাকে বলেন, ‘গোল্ডেন লাইন পরিবহন রাজবাড়ী বাসমালিক সমিতি থেকে অনুমতি না নিয়েই এই রুটে চলাচল করছে। এ জন্য বাসমালিক সমিতির সিদ্ধান্ত অনুযায়ী, এই জেলা থেকে সব রুটে দূরপাল্লা ও আন্তজেলা বাস চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।’
আব্দুর রাজ্জাক লিটন আরও বলেন, ‘এ বিষয়ে ঢাকায় মিটিং চলছে। মিটিং শেষে বলা যাবে কখন থেকে বাস চলাচল শুরু হবে।’
বাসমালিক সমিতির অনুমতি ছাড়া রাজবাড়ীর ওপর দিয়ে গোল্ডেন লাইন পরিবহনের বাস চলাচল নিয়ে বিরোধের জের ধরে রাজবাড়ী থেকে সব রুটে বাস চলাচল বন্ধ হয়ে গেছে। আজ শনিবার দুপুর থেকে রাজবাড়ী থেকে ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়াসহ সব রুটেই অনির্দিষ্ট সময়ের জন্য বাস চলাচল বন্ধ রাখা হয়েছে।
সরেজমিনে শহরের মুরগির ফার্ম এলাকায় গিয়ে দেখা যায়, রাজবাড়ী থেকে দূরপাল্লার পরিবহনসহ সব রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। বাস চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছে যাত্রীরা। ছোট ছোট যানবাহনে তাঁদের গন্তব্যে পৌঁছাতে হচ্ছে। এ জন্য অন্যান্য দিনের তুলনায় অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে বলে অভিযোগ করেছেন যাত্রীরা।
পাবনা থেকে আসা সেলিম হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘দুপুর ১টার সময় রাজবাড়ীর মুরগির ফার্ম এলাকায় এসে জানতে পারি, বাস চলাচল করছে না। জরুরি কাজে ফরিদপুর যেতেই হবে। এখন তো বিপদে পড়ে গেলাম। ব্যাটারিচালিত অটোরিকশায় ৬০ টাকার ভাড়া চাচ্ছে ১০০ টাকা।’
অপর এক যাত্রী শেফালী আক্তার বলেন, ‘ঢাকাতে ভাইয়ের বাসায় যাচ্ছি বাড়ির গাছের আম নিয়ে। মুরগির ফার্মে এসে দেখছি, ঢাকাতে কোনো বাস যাচ্ছে না। কেন যাচ্ছে না কয়েক জনকে জিজ্ঞাসা করলাম, তারাও কিছু বলতে পারছে না। ইঞ্জিনচালিত মাহেন্দ্র দৌলতদিয়া ফেরিঘাট পর্যন্ত ভাড়া নিচ্ছে ৭০ টাকা। অথচ বাসে ভাড়া লাগে ৫০ টাকা। বাস চলাচল বন্ধ থাকায় আমরা সাধারণ যাত্রীরা বিপদে আছি।’
কুষ্টিয়ার খোকসা থেকে আসা ওয়াসিম আজকের পত্রিকাকে বলেন, ‘খোকসা থেকে রাজবাড়ীর মুরগির ফার্ম পর্যন্ত বাসে আসলাম। এখানে পৌঁছানোর পর শুনছি, বাস আর যাবে না। এখন অতিরিক্ত ভাড়া দিয়ে অটোরিকশায় যেতে হবে। বিকল্প তো আর কিছু নাই। পান থেকে চুন খসলেও বাস চলাচল বন্ধ।’
এ বিষয়ে রাজবাড়ী বাসমালিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক লিটন আজকের পত্রিকাকে বলেন, ‘গোল্ডেন লাইন পরিবহন রাজবাড়ী বাসমালিক সমিতি থেকে অনুমতি না নিয়েই এই রুটে চলাচল করছে। এ জন্য বাসমালিক সমিতির সিদ্ধান্ত অনুযায়ী, এই জেলা থেকে সব রুটে দূরপাল্লা ও আন্তজেলা বাস চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।’
আব্দুর রাজ্জাক লিটন আরও বলেন, ‘এ বিষয়ে ঢাকায় মিটিং চলছে। মিটিং শেষে বলা যাবে কখন থেকে বাস চলাচল শুরু হবে।’
রাজধানীতে অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে সহায়তার জন্য অক্সিলিয়ারি ফোর্স হিসেবে ৪২৬ জন ‘সহায়ক পুলিশ কর্মকর্তা’ নিয়োগ দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। প্রশিক্ষণ ছাড়াই তড়িঘড়ি করে নিয়োগ দেওয়ায় তাঁদের অনেকে নিজেদের দায়িত্ব-কর্তব্য সম্পর্কে জানেন না।
২ ঘণ্টা আগেনতুন করে অচলাবস্থা দেখা দিল খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট)। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক মুহাম্মদ মাছুদকে অপসারণের দাবিতে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন শিক্ষার্থীরা। দাবি পূরণ না হলে আজ সোমবার বেলা ৩টা থেকে আমরণ অনশন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন তাঁরা।
২ ঘণ্টা আগেচট্টগ্রাম নগরের বাসিন্দাদের জলাবদ্ধতার অভিশাপ থেকে মুক্ত করার জন্য চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) ৩৬টি খাল ঘিরে বড় প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। ৫ হাজার ৬১৬ কোটি টাকা বরাদ্দে শুরু করা এ প্রকল্পের আকার এখন ৮ হাজার ৬২৬ কোটি টাকা।
২ ঘণ্টা আগেসরকার পতনের পর কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) মেয়রকে অপসারণ ও কাউন্সিলদের বরখাস্ত করা হয়। এরপর জরুরি সেবা কার্যক্রম পরিচালনা করছেন করপোরেশনের কর্মকর্তারা। তবে তাঁদের দৈনন্দিন কার্যক্রমের পর এই বাড়তি দায়িত্ব পালন করে থাকেন। নাগরিক সনদ, জন্ম-মৃত্যুনিবন্ধন, রাস্তা মেরামত, পরিচ্ছন্নতা, মশক নিয়ন্ত্রণসহ
২ ঘণ্টা আগে