কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের কাপাসিয়ায় এক প্রবাসীর স্ত্রীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে সিংহশ্রী ইউনিয়নের পূর্ব ভিটিপাড়া গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়।
ওই গৃহবধুর নাম শাহনাজ বেগম শিমু (৩৫)। তিনি পূর্ব ভিটিপাড়া গ্রামের মোশাররফ হোসেনের স্ত্রী। একই ইউনিয়নের কুলগঙ্গা গ্রামের মো. সিরাজউদ্দিন বেপারীর মেয়ে। মোশারফ দক্ষিণ কোরিয়া প্রবাসী। এই দম্পতির কোনো সন্তান নেই। স্বামী বিদেশে থাকায় বাড়িতে শাহনাজ বেগম একাই থাকতেন।
স্বজনেরা জানিয়েছেন, বাড়ির পাশের এক ব্যক্তি সব সময় শাহনাজের বাজার করে দেন। আজ মঙ্গলবার সকালে বাজার করে দেওয়ার কথা ছিল। তিনি শাহনাজের বাড়িতে এসে ডাকাডাকি করলেও ভেতর থেকে সাড়া পাচ্ছিলেন না। পরে দেখতে পান ঘরে প্রবেশের দরজা খোলা। তিনি ভেতরে গিয়ে বিছানায় হাত-পা দড়ি ও গামছা দিয়ে বাঁধা অবস্থায় শাহনাজের রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখেন।
পাশের ঘরের সবকিছু অগোছালো পড়ে থাকতে দেখে আশপাশের লোকজনকে চিৎকার দিয়ে ডেকে আনেন তিনি। এরপর সংশ্লিষ্ট থানায় খবর দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ আসে।
পাশের বাড়ির চাচাতো দেবর মাহবুবুল আলম বলেন, ‘গতকাল সোমবার রাত ২টার দিকে এলাকায় গরুচোর ঢুকেছিল। এ সময় এলাকার লোকজন গরুচোর ধরতে ব্যস্ত ছিল। আমরাও গরুচোরকে ধরতে সবাই গরুচোরের পিছু ধাওয়া করি। পরে এসে যে যার মতো বাড়িতে ঘুমায়। সকালবেলা ওই বাড়ির লোকজনদের ডাক চিৎকারে এসে ঘরের ভিতর হাত-পা বাঁধা অবস্থায় মৃতদেহ দেখতে পাই।’
শাহনাজ বেগমের বাবা সিরাজ উদ্দিন বলেন, তাঁর মেয়েকে হত্যা করা হয়েছে। হত্যার সঙ্গে যেই জড়িত থাকুক, তার সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন তিনি।
সিংহশ্রী ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ার পারভেজ বলেন, ‘ওই নারী ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। স্বামী দক্ষিণ কোরিয়া প্রবাসী। নারী নিজ বাড়িতে একাই থাকতেন। যে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, সে পরিকল্পিতভাবে করেছে। থানা পুলিশ এসে তদন্ত করছে। আশা করছি এই হত্যাকাণ্ডে সঠিক বিচার হবে।’
ঘটনাস্থল পরিদর্শন করে কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর মিয়া বলেন, ‘মরদেহের কিছু দাঁত ভাঙা ছিল। হত্যার আলামত পেয়েছি। আমরা ধারণা করছি, রান্নাঘরের টিন কেটে দুর্বৃত্ত ঘরে প্রবেশ করে হত্যাকাণ্ড ঘটিয়েছে। আমরা ঘটনাটি তদন্ত করছি। মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’
গাজীপুরের কাপাসিয়ায় এক প্রবাসীর স্ত্রীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে সিংহশ্রী ইউনিয়নের পূর্ব ভিটিপাড়া গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়।
ওই গৃহবধুর নাম শাহনাজ বেগম শিমু (৩৫)। তিনি পূর্ব ভিটিপাড়া গ্রামের মোশাররফ হোসেনের স্ত্রী। একই ইউনিয়নের কুলগঙ্গা গ্রামের মো. সিরাজউদ্দিন বেপারীর মেয়ে। মোশারফ দক্ষিণ কোরিয়া প্রবাসী। এই দম্পতির কোনো সন্তান নেই। স্বামী বিদেশে থাকায় বাড়িতে শাহনাজ বেগম একাই থাকতেন।
স্বজনেরা জানিয়েছেন, বাড়ির পাশের এক ব্যক্তি সব সময় শাহনাজের বাজার করে দেন। আজ মঙ্গলবার সকালে বাজার করে দেওয়ার কথা ছিল। তিনি শাহনাজের বাড়িতে এসে ডাকাডাকি করলেও ভেতর থেকে সাড়া পাচ্ছিলেন না। পরে দেখতে পান ঘরে প্রবেশের দরজা খোলা। তিনি ভেতরে গিয়ে বিছানায় হাত-পা দড়ি ও গামছা দিয়ে বাঁধা অবস্থায় শাহনাজের রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখেন।
পাশের ঘরের সবকিছু অগোছালো পড়ে থাকতে দেখে আশপাশের লোকজনকে চিৎকার দিয়ে ডেকে আনেন তিনি। এরপর সংশ্লিষ্ট থানায় খবর দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ আসে।
পাশের বাড়ির চাচাতো দেবর মাহবুবুল আলম বলেন, ‘গতকাল সোমবার রাত ২টার দিকে এলাকায় গরুচোর ঢুকেছিল। এ সময় এলাকার লোকজন গরুচোর ধরতে ব্যস্ত ছিল। আমরাও গরুচোরকে ধরতে সবাই গরুচোরের পিছু ধাওয়া করি। পরে এসে যে যার মতো বাড়িতে ঘুমায়। সকালবেলা ওই বাড়ির লোকজনদের ডাক চিৎকারে এসে ঘরের ভিতর হাত-পা বাঁধা অবস্থায় মৃতদেহ দেখতে পাই।’
শাহনাজ বেগমের বাবা সিরাজ উদ্দিন বলেন, তাঁর মেয়েকে হত্যা করা হয়েছে। হত্যার সঙ্গে যেই জড়িত থাকুক, তার সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন তিনি।
সিংহশ্রী ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ার পারভেজ বলেন, ‘ওই নারী ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। স্বামী দক্ষিণ কোরিয়া প্রবাসী। নারী নিজ বাড়িতে একাই থাকতেন। যে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, সে পরিকল্পিতভাবে করেছে। থানা পুলিশ এসে তদন্ত করছে। আশা করছি এই হত্যাকাণ্ডে সঠিক বিচার হবে।’
ঘটনাস্থল পরিদর্শন করে কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর মিয়া বলেন, ‘মরদেহের কিছু দাঁত ভাঙা ছিল। হত্যার আলামত পেয়েছি। আমরা ধারণা করছি, রান্নাঘরের টিন কেটে দুর্বৃত্ত ঘরে প্রবেশ করে হত্যাকাণ্ড ঘটিয়েছে। আমরা ঘটনাটি তদন্ত করছি। মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’
সিলেটের বিশ্বনাথে সড়কের পাশ থেকে এক ব্যক্তির রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে তাঁর নাম-পরিচয় শনাক্ত হয়নি। বয়স আনুমানিক ৩২ বলে পুলিশ জানিয়েছে। গতকাল রোববার রাত ১০টার দিকে উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের বাওনপুর-ধনপুর পীরের বাজার এলাকায় সড়কের পাশে ওই ব্যক্তির লাশ দেখতে পায় স্থানীয় লোকজন।
৭ মিনিট আগেরাজধানীতে অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে সহায়তার জন্য অক্সিলিয়ারি ফোর্স হিসেবে ৪২৬ জন ‘সহায়ক পুলিশ কর্মকর্তা’ নিয়োগ দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। প্রশিক্ষণ ছাড়াই তড়িঘড়ি করে নিয়োগ দেওয়ায় তাঁদের অনেকে নিজেদের দায়িত্ব-কর্তব্য সম্পর্কে জানেন না।
৭ ঘণ্টা আগেনতুন করে অচলাবস্থা দেখা দিল খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট)। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক মুহাম্মদ মাছুদকে অপসারণের দাবিতে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন শিক্ষার্থীরা। দাবি পূরণ না হলে আজ সোমবার বেলা ৩টা থেকে আমরণ অনশন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন তাঁরা।
৭ ঘণ্টা আগেচট্টগ্রাম নগরের বাসিন্দাদের জলাবদ্ধতার অভিশাপ থেকে মুক্ত করার জন্য চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) ৩৬টি খাল ঘিরে বড় প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। ৫ হাজার ৬১৬ কোটি টাকা বরাদ্দে শুরু করা এ প্রকল্পের আকার এখন ৮ হাজার ৬২৬ কোটি টাকা।
৭ ঘণ্টা আগে