Ajker Patrika

হাইকোর্ট নিয়ে মন্তব্য: ক্ষমা চাইতে সারজিসকে আইনি নোটিশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৪ মে ২০২৫, ১৩: ৫৩
জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। ছবি: ফেসবুক
জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। ছবি: ফেসবুক

সামাজিক যোগাযোগমাধ্যমে উচ্চ আদালতের মর্যাদাহানিকর মন্তব্য করার অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমকে আইনি নোটিশ পাঠানো হয়েছে।

আজ শনিবার সুপ্রিম কোর্টের আইনজীবী মো. জসিম উদ্দিন এ নোটিশ পাঠান। সারজিসকে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের মাধ্যমে প্রধান বিচারপতির কাছে লিখিত নিঃশর্ত ক্ষমা চাইতে বলা হয়েছে নোটিশে।

আর নোটিশ প্রাপ্তির দুই ঘণ্টার মধ্যে সংবাদ সম্মেলন করে জনগণের কাছে ক্ষমা চাইতে বলা হয়েছে। অন্যথায় তাঁর বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করা হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।

মো. ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ঘোষণা করে নির্বাচনী ট্রাইব্যুনালের রায় ও নির্বাচন কমিশনের গেজেট চ্যালেঞ্জ করে রিট করেছিলেন আইনজীবী মামুনুর রশিদ। হাইকোর্ট গত বৃহস্পতিবার ওই রিট খারিজ করে দেন।

নোটিশে বলা হয়, রিট খারিজের পর সারজিস তাঁর ফেসবুক পেজে প্রতিক্রিয়া জানিয়েছেন। তাঁর এই মন্তব্যের মাধ্যমে রাষ্ট্রের বিচার বিভাগের প্রতি অসম্মান দেখিয়েছেন, যা দেশের উচ্চ আদালতের প্রতি মর্যাদাহানিকর ও আদালত অবমাননাকর।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত