Ajker Patrika

কাপ্তানবাজার সুইপারপট্টিতে আগুন: দগ্ধ ৪ জন বার্ন ইনস্টিটিউটে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৭ মার্চ ২০২৩, ১১: ২২
কাপ্তানবাজার সুইপারপট্টিতে আগুন: দগ্ধ ৪ জন বার্ন ইনস্টিটিউটে

রাজধানীর কাপ্তানবাজারে সুইপারপট্টিতে আগুনের ঘটনায় চারজন দগ্ধ হয়ে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি হয়েছেন। রোববার দিবাগত রাত ৩টা ২০ মিনিটের দিকে জয়কালী মন্দিরসংলগ্ন এই বস্তিতে আগুন লাগে।

দগ্ধরা হলেন গীতা রানী দে (৬৫), কান্তা রানী (৬০), রাজু (৩৬) ও আফজাল হোসেন (৫২)।

শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন দগ্ধদের তথ্য নিশ্চিত করে বলেন, ‘সুইপারপট্টিতে আগুনের ঘটনায় চারজন দগ্ধ হয়ে আমাদের এখানে ভর্তি আছেন। তাঁদের অবস্থা সম্পর্কে আমি এখনো বিস্তারিত জানি না। পরে জানাতে পারব।’ 

এর আগে রোববার দিবাগত রাত ৩টা ২০ মিনিটের দিকে আগুন লাগে। পরে রাত সাড়ে ৪টার দিকে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডে আনুমানিক ২০টি টিনশেড ঘর পুড়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। 

আগুনের সূত্রপাত সম্পর্কে জানতে পারেনি ফায়ার সার্ভিস। তবে প্রাথমিকভাবে রান্নার গ্যাস থেকে এই অগ্নিকাণ্ড হতে পারে বলে ধারণা করা হচ্ছে। 

এদিকে রাতেই প্রেস ব্রিফিং করেছেন ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী। তিনি বলেন, সবগুলো ঘর ছিল টিনের। এসব ঘরের আশপাশে রান্নার কাজের জন্য প্রচুর কাঠ রাখা ছিল। এ কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা ছিল। এটা মাথায় রেখে আমরা কাজ করেছি। আগুনে মেয়র হানিফ ফ্লাইওভারের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। সেসব স্থান আমরা পরীক্ষা-নিরীক্ষা করে দেখব।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত