Ajker Patrika

সরকারি পুকুর ভরাট ও দখলমুক্ত করতে মানববন্ধন 

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
আপডেট : ২৪ এপ্রিল ২০২২, ১৪: ২৩
সরকারি পুকুর ভরাট ও দখলমুক্ত করতে মানববন্ধন 

গাজীপুরের কালীগঞ্জ উপজেলার নাগরী বাজারের শত বছরের পুরোনো সরকারি পুকুর অবৈধ ও বেআইনিভাবে নাগরী খ্রিষ্টান মিশন (দি ঢাকা আর্চ ডাইওসিস, হলিসি ক্যাথলিক চার্চ এ্যাষ্টেট) কর্তৃক ভরাট ও দখলমুক্ত করতে মানববন্ধন করেছে নাগরী বাজার, মসজিদ ও মন্দির কমিটি এবং স্থানীয় এলাকাবাসী। আজ রোববার নাগরী বাজারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

নাগরী বাজার পরিচালনা কমিটির সভাপতি জুয়েল মিয়ার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী মো. ইকবাল হোসেন, নাগরী বাজার কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি তমিজ উদ্দিন শিকদার, সেক্রেটারি মোবারক হোসেন, কোষাধ্যক্ষ বাদল শিকদার, নাগরী শ্রী শ্রী কালী মন্দির পরিচালনা কমিটির সভাপতি তাপস বণিক, সেক্রেটারি আনন্দ বিশ্বাস, নাগরী বাজার পরিচালনা কমিটির কোষাধ্যক্ষ লিটন বণিকসহ অনেকে। 

মানববন্ধনে বক্তারা বলেন, নাগরী বাজারের মসজিদসংলগ্ন শত বছরের পুরোনো সরকারি পুকুরের পানি বাজারের ব্যবসায়ীরা গোসল, মসজিদের মুসল্লিরা অজু, মন্দিরের ভক্তবৃন্দ পূজা-অর্চনার কাজে ব্যবহার করত। কিন্তু পুকুরটি নাগরী খ্রিষ্টান মিশন (দ্য ঢাকা আর্চ ডাইওসিস, হলিসি ক্যাথলিক চার্চ এ্যাস্টেট) অবৈধ ও বেআইনিভাবে টিনের প্রাচীর দিয়ে ভরাট ও দখল করে রেখেছে। অবিলম্বে সরকারি পুকুরটি মুক্ত করতে হবে। পাশাপাশি এলাকাবাসীর স্বার্থে পুকুরটি সংস্কারেরও দাবিও জানান বক্তারা। 

মানববন্ধনে নাগরী বাজার পরিচালনা কমিটি, মসজিদ পরিচালনা কমিটি ও মন্দির পরিচালনা কমিটি র লোকজনসহ এলাকাবাসী উপস্থিত ছিলেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি কর্মচারীদের পদ-পদবি-বেতন কাঠামো নিয়ে পাল্টা অবস্থানে দুই পক্ষ

বাংলাদেশ এড়িয়ে সমুদ্রপথে সেভেন সিস্টার্সকে যুক্ত করতে নতুন প্রকল্প ভারতের

মোহাম্মদপুরে আলোকচিত্রী ও জিগাতলায় শিক্ষার্থী খুন

নাম প্রস্তাবে আটকে আছে ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’

নিয়োগে অনিয়ম প্রমাণিত, তবু শিক্ষককে যোগদানের চিঠি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত