নরসিংদী প্রতিনিধি
নরসিংদীতে কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ও বিজিবির সংঘর্ষে আরও এক শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশসহ অন্তত শতাধিক মানুষ আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কের ভেলানগর-জেলখানা মোড় এলাকায় দফায় দফায় এ সংঘর্ষ হয়।
নিহত শিক্ষার্থীরা হলেন তাহমিদ ভূঁইয়া (১৫) ও ইমন (২২)। নিহত তাহমিদ ভূঁইয়া নরসিংদী সদর উপজেলার চিনিশপুর নন্দীপাড়া এলাকার রফিকুল ইসলামের ছেলে ও এনকেএম হাইস্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী ও ইমন (২২) পলাশ উপজেলার দড়িপাড়া এলাকার কাইয়ুম মিয়ার ছেলে।
আহতদের নরসিংদী জেলা হাসপাতাল, সদর হাসপাতালসহ বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
বিকেলে পূর্বঘোষিত সময় অনুযায়ী নরসিংদী শহর থেকে বিভিন্ন সড়ক দিয়ে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করতে জেলখানা মোড়ের দিকে যায় আন্দোলনকারীরা। এ সময় পুলিশ ও বিজিবি সড়ক অবরোধে বাধা দেওয়ার চেষ্টা করলে আন্দোলনকারীদের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়। এতে আন্দোলনকারীরা ইট–পাটকেল নিক্ষেপ করে। পুলিশের কাঁদানে গ্যাস ও গুলি ছোড়ে। এ সময় পুলিশসহ শতাধিক আহত হয়। আহতদের নরসিংদী জেলা হাসপাতাল ও সদর হাসপাতালসহ বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। বেশ কয়েকজনকে ঢাকায় পাঠানো হয়েছে।
নরসিংদীর ১০০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে আনার পর শিক্ষার্থী তাহমিদ ভূঁইয়াকে মৃত ঘোষণা করা হয় বলে জানান হাসপাতালটির তত্ত্বাবধায়ক মিজানুর রহমান। অপর দিকে নরসিংদী সদর হাসপাতালে নেওয়ার পর ইমন নামের একজনকে মৃত ঘোষণা করা হয় বলে জানান হাসপাতালটির আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) মাহমুদুল কবির বাশার।
এ বিষয়ে জেলা পুলিশের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানা সম্ভব হয়নি।
নরসিংদীতে কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ও বিজিবির সংঘর্ষে আরও এক শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশসহ অন্তত শতাধিক মানুষ আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কের ভেলানগর-জেলখানা মোড় এলাকায় দফায় দফায় এ সংঘর্ষ হয়।
নিহত শিক্ষার্থীরা হলেন তাহমিদ ভূঁইয়া (১৫) ও ইমন (২২)। নিহত তাহমিদ ভূঁইয়া নরসিংদী সদর উপজেলার চিনিশপুর নন্দীপাড়া এলাকার রফিকুল ইসলামের ছেলে ও এনকেএম হাইস্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী ও ইমন (২২) পলাশ উপজেলার দড়িপাড়া এলাকার কাইয়ুম মিয়ার ছেলে।
আহতদের নরসিংদী জেলা হাসপাতাল, সদর হাসপাতালসহ বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
বিকেলে পূর্বঘোষিত সময় অনুযায়ী নরসিংদী শহর থেকে বিভিন্ন সড়ক দিয়ে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করতে জেলখানা মোড়ের দিকে যায় আন্দোলনকারীরা। এ সময় পুলিশ ও বিজিবি সড়ক অবরোধে বাধা দেওয়ার চেষ্টা করলে আন্দোলনকারীদের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়। এতে আন্দোলনকারীরা ইট–পাটকেল নিক্ষেপ করে। পুলিশের কাঁদানে গ্যাস ও গুলি ছোড়ে। এ সময় পুলিশসহ শতাধিক আহত হয়। আহতদের নরসিংদী জেলা হাসপাতাল ও সদর হাসপাতালসহ বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। বেশ কয়েকজনকে ঢাকায় পাঠানো হয়েছে।
নরসিংদীর ১০০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে আনার পর শিক্ষার্থী তাহমিদ ভূঁইয়াকে মৃত ঘোষণা করা হয় বলে জানান হাসপাতালটির তত্ত্বাবধায়ক মিজানুর রহমান। অপর দিকে নরসিংদী সদর হাসপাতালে নেওয়ার পর ইমন নামের একজনকে মৃত ঘোষণা করা হয় বলে জানান হাসপাতালটির আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) মাহমুদুল কবির বাশার।
এ বিষয়ে জেলা পুলিশের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানা সম্ভব হয়নি।
রংপুর বিভাগের আট জেলার ২ কোটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকারি হাসপাতাল রয়েছে ৬৫টি। এসব হাসপাতালে চিকিৎসকের মোট পদ ১ হাজার ২১৪টি। কিন্তু বর্তমানে কর্মরত ৫৩১ জন, পদ শূন্য ৬৮৩টি। চাহিদার অর্ধেকেরও কম জনবল থাকায় হাসপাতালগুলোয় চিকিৎসা কার্যক্রম চরমভাবে বিঘ্নিত হচ্ছে। সেবাপ্রার্থীদের বাধ্য...
৪ ঘণ্টা আগেঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে জলাতঙ্ক প্রতিরোধী টিকার সংকট দেখা দিয়েছে। এতে চরম বিপাকে পড়েছেন রোগীরা। নিরুপায় হয়ে কেউ কেউ চড়া দামে বাইরে থেকে কিনছেন, কেউ আবার টিকা না পাওয়ার ভুগছেন দুশ্চিন্তায়।
৪ ঘণ্টা আগেঐতিহাসিক ফারাক্কা লংমার্চ দিবস আজ শুক্রবার। পদ্মার উজানে ভারতের ফারাক্কা ব্যারাজ তৈরি করে পানি প্রত্যাহারের প্রতিবাদে ১৯৭৬ সালের এই দিনে মওলানা আবদুল হামিদ খান ভাসানীর নেতৃত্বে বাংলাদেশের লক্ষাধিক মানুষ রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে জমায়েত হয়েছিলেন। এখান থেকেই সেদিন মরণ বাঁধ ফারাক্কা অভিমুখে...
৪ ঘণ্টা আগে