নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বাবা-মায়ের দ্বন্দ্বে ভিকটিম সাপোর্ট সেন্টারে রাখা দুই শিশুকে রাজধানীর গুলশানের একটি বাসায় রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। গুলশানে একটি ভাড়া বাসায় বাবা-মায়ের সঙ্গেই শিশু দুটির থাকার ব্যবস্থা করতে নির্দেশ দিয়েছেন আদালত।
বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত ভার্চ্যুয়াল হাইকোর্ট বেঞ্চ সব পক্ষের বক্তব্য শুনে শিশুদের সর্বোচ্চ কল্যাণ বিবেচনায় আজ মঙ্গলবার এ আদেশ দেন।
আদেশে বলা হয়, গুলশানের বাসায় আপাতত শিশু দুটিসহ সবাই (মা–বাবা) থাকবেন। সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক বিষয়টি তদারকি করবেন। আর ঢাকা মহানগর পুলিশ কমিশনার ও সিআইডি নিরাপত্তা নিশ্চিত করবে। ওই বাসায় শিশুদের পৌঁছে দিতে ভিকটিম সাপোর্ট সেন্টার কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।
আজ হাইকোর্ট মধ্যাহ্ন বিরতির পর শুনানিতে বাবার পক্ষ থেকে গুলশান ১ নম্বরে অবস্থিত একটি ভাড়া বাসায় শিশুদের রাখার প্রস্তাব দেওয়া হয়। ওই ফ্ল্যাটের ব্যয়ভার উভয় পক্ষ সমহারে বহন করবে বলে আদালত উল্লেখ করেন।
পরবর্তী আদেশের জন্য ১৬ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আদালত। পেশায় চিকিৎসক নাকানো এরিকো (৪৬) ও বাংলাদেশি-আমেরিকান প্রকৌশলী ইমরান শরীফের (৫৮) বিয়ে হয় ২০০৮ সালে। তাঁদের তিনটি সন্তান জেসমিন মালিকা (১১), মাকানো লাইলা লিনা (৯) ও সানিয়া হেনা (৬)। তারা তিনজনই টোকিওর চফো সিটিতে অবস্থিত আমেরিকান স্কুল ইন জাপানের শিক্ষার্থী ছিল। চলতি বছরের ২১ ফেব্রুয়ারি শরীফ ইমরান তাঁর দুই কন্যা জেসমিন মালিকা ও মাকানো লাইলা লিনাকে নিয়ে বাংলাদেশে চলে আসেন। চলতি বছরের ১৮ জুলাই নাকানো এরিকোও তাঁর সন্তানদের জাপানে ফিরিয়ে নিতে বাংলাদেশে আসেন। এরপর তিনি হাইকোর্ট রিট করেন।
আদালত ৩১ আগস্ট পর্যন্ত দুই শিশুকে তেজগাঁওয়ের ভিকটিম সাপোর্ট সেন্টারে উন্নত পরিবেশে রাখার নির্দেশ দেন। প্রতিদিন সকাল ৮টা থেকে বেলা ১টা পর্যন্ত জাপানি মা এবং ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত বাংলাদেশি বাবা শিশুদের সঙ্গে সময় কাটিয়েছেন।
বাবা-মায়ের দ্বন্দ্বে ভিকটিম সাপোর্ট সেন্টারে রাখা দুই শিশুকে রাজধানীর গুলশানের একটি বাসায় রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। গুলশানে একটি ভাড়া বাসায় বাবা-মায়ের সঙ্গেই শিশু দুটির থাকার ব্যবস্থা করতে নির্দেশ দিয়েছেন আদালত।
বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত ভার্চ্যুয়াল হাইকোর্ট বেঞ্চ সব পক্ষের বক্তব্য শুনে শিশুদের সর্বোচ্চ কল্যাণ বিবেচনায় আজ মঙ্গলবার এ আদেশ দেন।
আদেশে বলা হয়, গুলশানের বাসায় আপাতত শিশু দুটিসহ সবাই (মা–বাবা) থাকবেন। সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক বিষয়টি তদারকি করবেন। আর ঢাকা মহানগর পুলিশ কমিশনার ও সিআইডি নিরাপত্তা নিশ্চিত করবে। ওই বাসায় শিশুদের পৌঁছে দিতে ভিকটিম সাপোর্ট সেন্টার কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।
আজ হাইকোর্ট মধ্যাহ্ন বিরতির পর শুনানিতে বাবার পক্ষ থেকে গুলশান ১ নম্বরে অবস্থিত একটি ভাড়া বাসায় শিশুদের রাখার প্রস্তাব দেওয়া হয়। ওই ফ্ল্যাটের ব্যয়ভার উভয় পক্ষ সমহারে বহন করবে বলে আদালত উল্লেখ করেন।
পরবর্তী আদেশের জন্য ১৬ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আদালত। পেশায় চিকিৎসক নাকানো এরিকো (৪৬) ও বাংলাদেশি-আমেরিকান প্রকৌশলী ইমরান শরীফের (৫৮) বিয়ে হয় ২০০৮ সালে। তাঁদের তিনটি সন্তান জেসমিন মালিকা (১১), মাকানো লাইলা লিনা (৯) ও সানিয়া হেনা (৬)। তারা তিনজনই টোকিওর চফো সিটিতে অবস্থিত আমেরিকান স্কুল ইন জাপানের শিক্ষার্থী ছিল। চলতি বছরের ২১ ফেব্রুয়ারি শরীফ ইমরান তাঁর দুই কন্যা জেসমিন মালিকা ও মাকানো লাইলা লিনাকে নিয়ে বাংলাদেশে চলে আসেন। চলতি বছরের ১৮ জুলাই নাকানো এরিকোও তাঁর সন্তানদের জাপানে ফিরিয়ে নিতে বাংলাদেশে আসেন। এরপর তিনি হাইকোর্ট রিট করেন।
আদালত ৩১ আগস্ট পর্যন্ত দুই শিশুকে তেজগাঁওয়ের ভিকটিম সাপোর্ট সেন্টারে উন্নত পরিবেশে রাখার নির্দেশ দেন। প্রতিদিন সকাল ৮টা থেকে বেলা ১টা পর্যন্ত জাপানি মা এবং ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত বাংলাদেশি বাবা শিশুদের সঙ্গে সময় কাটিয়েছেন।
নোয়াখালীর হাতিয়ায় রাতের আঁধারে বাল্কহেডের ধাক্কায় মাছধরা ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এতে সাকিব উদ্দিন নামে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং আরাফাত নামে একজন নিখোঁজ রয়েছে। এ ছাড়া আহত দুজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
১১ মিনিট আগে২০২১ সালে ময়মনসিংহ নগরীর বলাশপুর এলাকায় দালালের মাধ্যমে স্বামীর পেনশনের ১৭ লাখ টাকায় ৩ দশমিক ৬০ শতাংশ জমি ক্রয় করেন আনারা বেগম। কিন্তু একই দাগে ২০০৮ সালে ৪ শতাংশ জমি কিনেছেন দাবি করে ২০২২ সালে জোরপূর্বক বাউন্ডারি দেন প্রকৌশলী মনিরুজ্জামান।
২৩ মিনিট আগেরাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ সাহিল ফারাবি আয়ান (১৪) নামে আরও এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গতকাল রোববার দিবাগত রাত পৌনে ২টায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
১ ঘণ্টা আগেওই নারীর নাম হোটেলের রেজিস্ট্রারে লেখা ছিল মুন্না সরকার, ঠিকানা দেওয়া ছিল ঢাকার ধানমন্ডি। তবে মৃত্যুর খবর পেয়ে চট্টগ্রাম থেকে ছুটে আসা স্বজনেরা জানিয়েছেন, ওই নারীর প্রকৃত নাম মুন্না আক্তার। তিনি চট্টগ্রামের পাহাড়তলী এলাকার বাসিন্দা।
১ ঘণ্টা আগে