Ajker Patrika

বাবা-মার সঙ্গে গুলশানের বাসায় থাকবে শিশু দুটি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বাবা-মার সঙ্গে গুলশানের বাসায় থাকবে শিশু দুটি

বাবা-মায়ের দ্বন্দ্বে ভিকটিম সাপোর্ট সেন্টারে রাখা দুই শিশুকে রাজধানীর গুলশানের একটি বাসায় রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। গুলশানে একটি ভাড়া বাসায় বাবা-মায়ের সঙ্গেই শিশু দুটির থাকার ব্যবস্থা করতে নির্দেশ দিয়েছেন আদালত। 

বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত ভার্চ্যুয়াল হাইকোর্ট বেঞ্চ সব পক্ষের বক্তব্য শুনে শিশুদের সর্বোচ্চ কল্যাণ বিবেচনায় আজ মঙ্গলবার এ আদেশ দেন।

গুলশান ১ নম্বরের একটি ভাড়া বাসায় বাবা-মার সঙ্গে থাকবে জাপান থেকে আসা শিশু দুটিআদেশে বলা হয়, গুলশানের বাসায় আপাতত শিশু দুটিসহ সবাই (মা–বাবা) থাকবেন। সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক বিষয়টি তদারকি করবেন। আর ঢাকা মহানগর পুলিশ কমিশনার ও সিআইডি নিরাপত্তা নিশ্চিত করবে। ওই বাসায় শিশুদের পৌঁছে দিতে ভিকটিম সাপোর্ট সেন্টার কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে। 

আজ হাইকোর্ট মধ্যাহ্ন বিরতির পর শুনানিতে বাবার পক্ষ থেকে গুলশান ১ নম্বরে অবস্থিত একটি ভাড়া বাসায় শিশুদের রাখার প্রস্তাব দেওয়া হয়। ওই ফ্ল্যাটের ব্যয়ভার উভয় পক্ষ সমহারে বহন করবে বলে আদালত উল্লেখ করেন। 

পরবর্তী আদেশের জন্য ১৬ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আদালত। পেশায় চিকিৎসক নাকানো এরিকো (৪৬) ও বাংলাদেশি-আমেরিকান প্রকৌশলী ইমরান শরীফের (৫৮) বিয়ে হয় ২০০৮ সালে। তাঁদের তিনটি সন্তান জেসমিন মালিকা (১১), মাকানো লাইলা লিনা (৯) ও সানিয়া হেনা (৬)। তারা তিনজনই টোকিওর চফো সিটিতে অবস্থিত আমেরিকান স্কুল ইন জাপানের শিক্ষার্থী ছিল। চলতি বছরের ২১ ফেব্রুয়ারি শরীফ ইমরান তাঁর দুই কন্যা জেসমিন মালিকা ও মাকানো লাইলা লিনাকে নিয়ে বাংলাদেশে চলে আসেন। চলতি বছরের ১৮ জুলাই নাকানো এরিকোও তাঁর সন্তানদের জাপানে ফিরিয়ে নিতে বাংলাদেশে আসেন। এরপর তিনি হাইকোর্ট রিট করেন। 

তেজগাঁওয়ের ভিকটিম সাপোর্ট সেন্টার থেকে গুলশানের বাসায় উঠছে জাপান থেকে আসা শিশু দুটিআদালত ৩১ আগস্ট পর্যন্ত দুই শিশুকে তেজগাঁওয়ের ভিকটিম সাপোর্ট সেন্টারে উন্নত পরিবেশে রাখার নির্দেশ দেন। প্রতিদিন সকাল ৮টা থেকে বেলা ১টা পর্যন্ত জাপানি মা এবং ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত বাংলাদেশি বাবা শিশুদের সঙ্গে সময় কাটিয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিচারককে ধন্যবাদ দিলেন হাসানুল হক ইনু

গোপালগঞ্জে কারাগার থেকে হাতকড়া-পোশাক চুরি, কারারক্ষী গ্রেপ্তার

ধর্মীয় কটূক্তির অভিযোগে হিন্দুপল্লিতে ভাঙচুর, ঠেকাতে গিয়ে আক্রান্ত পুলিশও

ঐকমত্য কমিশনের বৈঠকে উত্তেজনা, রাষ্ট্রের মূলনীতি নিয়ে বিরোধ

১৭ বছর পর আদালত অবমাননার রায়, সাবেক ডিসি-এডিসিসহ ৪ জনের কারাদণ্ড

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত