Ajker Patrika

ধর্ষণের অভিযোগে তরুণ গ্রেপ্তার

নারায়ণগঞ্জ প্রতিনিধি
ধর্ষণের অভিযোগে তরুণ গ্রেপ্তার

নারায়ণগঞ্জের ফতুল্লায় ধর্ষণের অভিযোগে পারভেজ (২১) নামে এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরে ফতুল্লার শাসনগাও এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। 

এর আগে ধর্ষণের শিকার ভুক্তভোগী তরুণী (১৮) বাদী হয়ে থানায় মামলা করেন। 

মামলায় উল্লেখ্য করা হয়, বাদী ও অভিযুক্ত একই কারখানায় কাজ করার সুবাদে পরিচয় হয়। পরবর্তীতে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এরই মাঝে পারভেজ বাদীকে নিজ পরিবারের সঙ্গেও পরিচয় করিয়ে দেয়। পরবর্তীতে বিয়ের প্রলোভন দেখিয়ে গত ৫ জানুয়ারি ডেকে নিয়ে বাদীকে ধর্ষণ করে। এরপর তাঁকে বিয়ের জন্য চাপ দেওয়া হলে পারভেজ অস্বীকৃতি জানায়। 

বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) মহসীন মিয়া বলেন, অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত