Ajker Patrika

ঘাটাইলে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজনের মৃত্যু, আহত ৫

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি
ঘাটাইলে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজনের মৃত্যু, আহত ৫

টাঙ্গাইলের ঘাটাইলে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আতিকুল ইসলাম (২২) নামে একজন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় উপজেলার সাগরদিঘি-গারোবাজার আঞ্চলিক সড়কের সানবান্ধা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় আরও ৫ জন আহত হন। নিহত আতিকুল ইসলাম সুনামগঞ্জের দিরাই উপজেলার আলীনগরের হাবিবুর রহমানের ছেলে। 

আহতরা হলেন, টাঙ্গাইলের মধুপুর উপজেলার মাদিবাড়ির বাদশা মিয়ার ছেলে মো. রুবেল (২২) ও জামালপুরের মাদারগঞ্জ উপজেলার দিঘলকান্দির সিকদার মিয়ার ছেলে ফরিদুল ইসলাম (৩০)। অপর ৩ জনের নাম পরিচয় জানা যায়নি। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ইটভর্তি ট্রাকটি সাগরদিঘি বাজারের দিকে যাচ্ছিল। এ সময় যাত্রীবোঝাই সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। এ ঘটনায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী গুরুতর আহত হন। 

আহতদের মধ্যে ৩ জনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ও চালকসহ ২ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজে পাঠানো হয়। তবে টাঙ্গাইল হাসপাতালে নেওয়ার পথে আতিকুল ইসলাম মারা যান। 

সাগরদিঘি পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. আলাল মিয়া দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশ ঘাতক ট্রাকটি জব্দ করেছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত