Ajker Patrika

জবি থেকে উপাচার্য নিয়োগের দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের সমাবেশ

জবি সংবাদদাতা 
আপডেট : ২০ আগস্ট ২০২৪, ১৪: ১৪
জবি থেকে উপাচার্য নিয়োগের দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের সমাবেশ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষকদের মধ্য থেকে উপাচার্য নিয়োগের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন শিক্ষক-শিক্ষার্থীরা। এ ছাড়া বাইরে থেকে উপাচার্য নিয়োগ দেওয়া হলে তাঁকে বিশ্ববিদ্যালয়ের ফটক দিয়ে প্রবেশ করতে না দেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। 

আজ মঙ্গলবার শিক্ষকদের নেতৃত্বে শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে শুরু হয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে ভাস্কর্য চত্বরের সামনে গিয়ে শেষ হয়। পরে ভাস্কর্য চত্বরেই সমাবেশ করেন তাঁরা। 

শিক্ষার্থীদের পক্ষ থেকে পদার্থবিজ্ঞান বিভাগের ১৫তম ব্যাচের মাসুদ রানা বলেন, ‘১৭৫৭ সাল থেকে ব্রিটিশরা যেভাবে ভারতবর্ষকে শোষণ করে গেছে, ১৯৪৭ সাল থেকে পশ্চিম পাকিস্তান যেমন পূর্ব পাকিস্তানকে শোষণ করে গেছে, তেমনিভাবে ২০০৫ সাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে শোষণ করে গেছে। বিশ্ববিদ্যালয়ের হল দখল হয়ে আছে, সেগুলো উদ্ধারের কোনো ব্যবস্থা করা হয়নি। কোনো উপাচার্য একটি মানসম্পন্ন লাইব্রেরি, গবেষণাগার স্থাপন করতে পারেননি।’ 

তিনি আরও বলেন, ‘আর দেরি করার সময় নেই, আমরা জবি থেকেই উপাচার্য চাই। যদি আমাদের বিশ্ববিদ্যালয় থেকে উপাচার্য না দেন, তাহলে ছাত্রসমাজ কী করতে পারে আর কী পারে না, তা ৫ আগস্ট পর্যন্ত দেখিয়ে দেওয়া হয়েছে।’ 

সমাবেশে ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক মুহাম্মদ তাজাম্মুল হক বলেন, ‘এটি আমাদের দাবি নয়, অধিকার। বিশ্ববিদ্যালয় হওয়ার পর থেকেই ইস্ট ইন্ডিয়া কোম্পানি বানিয়ে রাখা হয়েছে। এখন থেকে যদি জবি থেকে ভিসি নিয়োগ দেওয়া না হয়, তাহলে এই ক্যাম্পাসের গেট বন্ধ থাকবে। ভিসিকে ঢুকতে দেওয়া হবে না।’ 

ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ বিলাল হোসাইন বলেন, ‘কাঠামোগত ও গবেষণার দিক দিয়ে বিশ্ববিদ্যালয়ের মানে উন্নীত হতে পারেনি, অথচ জবির পরে প্রতিষ্ঠা হয়েও অন্যান্য বিশ্ববিদ্যালয় উন্নীত হয়েছে। এর একটাই কারণ, জবিকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি করে রাখা হয়েছে। এখানে যারা ভিসি হিসেবে নিয়োগ পান, তাঁরা শুধু রুটিন দায়িত্ব পালন করেন। সকালে এসে বিকেলে যান।’ 

তিনি আরও বলেন, ‘জবি থেকে নেতৃত্ব এলে তিনি সামগ্রিক বিষয়টি বুঝবেন। কিন্তু বাইরে থেকে এলে তিন মাস লাগে শুধু পরিবেশ বুঝতে। আর এর মধ্যেই তিনি একটা বলয়ের ভেতরে ঢুকে যান। তাই আমরা জবি থেকেই ভিসি চাই, তাহলে তিনি সামগ্রিক বিষয় বুঝবেন, আমাদের শিক্ষক-শিক্ষার্থীদের পালস বুঝবেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি কর্মচারীদের পদ-পদবি-বেতন কাঠামো নিয়ে পাল্টা অবস্থানে দুই পক্ষ

বাংলাদেশ এড়িয়ে সমুদ্রপথে সেভেন সিস্টার্সকে যুক্ত করতে নতুন প্রকল্প ভারতের

মোহাম্মদপুরে আলোকচিত্রী ও জিগাতলায় শিক্ষার্থী খুন

নাম প্রস্তাবে আটকে আছে ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’

ফেসবুকে লাইক-কমেন্ট, পাঁচ কর্মকর্তাকে নোটিশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত