Ajker Patrika

কাপাসিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি
আপডেট : ০৯ জুলাই ২০২২, ১৭: ১৯
কাপাসিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

গাজীপুরের কাপাসিয়া উপজেলার ঢাকা-কিশোরগঞ্জ সড়কের চেওরাইট এলাকায় সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে। আজ শনিবার সকাল আটটার দিকে এ দুর্ঘটনা ঘটে। 

গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মো. রফিকুল ইসলাম তিনজনের মৃত্যুর তথ্য নিশ্চিত করে জানান, আজ শনিবার সকালে সড়ক দুর্ঘটনায় নিহত দুজন ও গুরুতর আহত অবস্থায় দুজনকে হাসপাতালে নেওয়া হয়। এদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় একজন মারা যান। 

স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-কিশোরগঞ্জ সড়কের চেওরাইট ইলুর মোড়ে ফরিদের বাড়ির সামনে কিশোরগঞ্জগামী একটি সিএনজিচালিত অটোরিকশাকে ঢাকাগামী একটি বাস চাপা দিয়ে চলে যায়। স্থানীয় লোকজন বাসটি রাজদূত পরিবহনের বলে জানান। এ ঘটনায় সিএনজিচালিত অটোরিকশার ৫ যাত্রী গুরুতর আহত হন। আহতদের স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। 

কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএর নাসিম জানান, থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ঘটনাস্থলের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

ঘন ঘন নাক খুঁটিয়ে স্মৃতিভ্রংশ ডেকে আনছেন না তো!

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত