Ajker Patrika

সহিংসতার ঘটনায় শাহবাগে মৌন অবস্থান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
Thumbnail image

সারা দেশে সনাতন ধর্মাবলম্বীদের ওপর হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ২০ মিনিটের মৌন অবস্থান কর্মসূচি পালন করেছে ‘যুব বাঙালি’ নামে একটি সামাজিক সংগঠন। আজ শুক্রবার সন্ধ্যায় শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্ল্যাকার্ড ও মোমবাতি জ্বালিয়ে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় কর্মসূচিতে কেউ কোনো বক্তব্য না রাখলেও একটি প্রচারপত্র বিতরণ করা হয়। 

'কাটুক আঁধার, জ্বলুক আলো' শিরোনামের ওই প্রচারপত্রে বলা হয়, সারা দেশে হামলা, ভাঙচুর ও সর্বশেষ রংপুরে অগ্নিসংযোগের ঘটনা নিছক সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার চেষ্টা নয়। এ সব ঘটনা দীর্ঘ আন্দোলন এবং সশস্ত্র যুদ্ধের মাধ্যমে অর্জিত বাঙালির স্বাধীনতা ও জাতিত্বের ওপর আঘাত। 

এতে আরও বলা হয়, ধর্ম-বর্ণ-জাতি নির্বিশেষে বাঙালির সহাবস্থানকে বিপরীতভাবে চিত্রায়িত করে বাঙালিত্বের বিকাশকে বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে। স্বাধীনতা সংগ্রাম ও সশস্ত্র যুদ্ধের প্রস্তুতি পর্যায়েও এই ধরনের বহু চেষ্টা ব্যর্থ হয়েছিল। 

এ ছাড়া প্রচারপত্রে যুব সমাজের অতীত গৌরবোজ্জ্বল ভূমিকা তুলে ধরার মাধ্যমে দেশের যুব সমাজকে উজ্জীবিত করার কথা বলা হয়। 

মৌন কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনটির যুগ্ম আহ্বায়ক রায়হান তানভীর, সদস্যসচিব তানসেন, দপ্তর সম্পাদক হাসান আসিফ প্রমুখ। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত