সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
ঈদুল আজহা সামনে রেখে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহনের চাপ অনেকটা বেড়েছে। তবে নারায়ণগঞ্জ অংশে কোথাও কোনো যানজট নেই। বুধবার (৪ জুন) সকালে সাইনবোর্ড, মৌচাক বাসস্ট্যান্ড, শিমরাইল মোড় ও কাঁচপুর এলাকায় সরেজমিন ঘুরে দেখা গেছে, স্বাভাবিক দিনের তুলনায় যান চলাচল ও যাত্রীর চাপ বেড়েছে। বিভিন্ন বাস কাউন্টারে ঘরমুখো যাত্রীদের ভিড় লক্ষ্য করা গেছে। ফলে কাউন্টারগুলোতে টিকিট বিক্রির ব্যস্ততা দেখা গেছে।
এদিকে দূরপাল্লার কয়েকজন যাত্রী অভিযোগ করেছেন, নির্ধারিত ভাড়ার চেয়েও ৫০ থেকে ১০০ টাকা বেশি নেওয়া হচ্ছে। তবে বাস কাউন্টার কর্তৃপক্ষ এই অভিযোগ অস্বীকার করেছেন।
নোয়াখালীগামী যাত্রী রহমতুল্লাহ বলেন, “গ্রামে কোরবানি দেব, তাই আজই রওনা হয়েছি। রাস্তা ফাঁকা আছে শুনেছি, তবে কাউন্টার থেকে নির্ধারিত ভাড়ার চেয়ে ৫০ টাকা বেশি নিয়েছে।”
দুই সন্তান নিয়ে কুমিল্লায় যাবার জন্য অপেক্ষমান লিজা বেগম বলেন, “আমরা প্রতিবছর গ্রামে শ্বশুরবাড়িতে ঈদ করি। স্বামী কাল ছুটি পাবেন, তিনিও কাল যাবেন। গার্মেন্টস ছুটি হলে ভিড় বাড়বে, তাই আগেভাগেই যাচ্ছি।”
শিমরাইল বাসস্ট্যান্ডে সেন্টমার্টিন এক্সপ্রেসের দায়িত্বে থাকা মেদেহী হাসান বলেন, “আমরা আগের ভাড়াতেই টিকিট দিচ্ছি। বরং যাত্রীরা নির্ধারিত ভাড়া দিতে চান না। ৯০০ টাকার ভাড়ায় ৭০০ দিতে চায়।”
শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ জুলহাস উদ্দিন বলেন, “মহাসড়কে চাপ থাকলেও কোথাও যানজট নেই। আমাদের ২৭ জন পুলিশ সদস্য ও স্বেচ্ছাসেবীরা মহাসড়কে কাজ করছে। এখন পর্যন্ত বাড়তি ভাড়া আদায়ের কোনো অভিযোগ পাইনি।”
কাঁচপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মোরশেদ বলেন, “ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক এখনো ফাঁকা, তবে ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল ধীরগতির। অতিরিক্ত ৬০ জন পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। এখনো বাড়তি ভাড়ার বিষয়ে কোনো অভিযোগ আসেনি।”
সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহিনূর আলম বলেন, “ঈদকে কেন্দ্র করে আমাদের দুটি টহল টিম রাউন্ডে রয়েছে। মানুষের নিরাপত্তায় আমরা সতর্ক আছি।”
ঈদুল আজহা সামনে রেখে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহনের চাপ অনেকটা বেড়েছে। তবে নারায়ণগঞ্জ অংশে কোথাও কোনো যানজট নেই। বুধবার (৪ জুন) সকালে সাইনবোর্ড, মৌচাক বাসস্ট্যান্ড, শিমরাইল মোড় ও কাঁচপুর এলাকায় সরেজমিন ঘুরে দেখা গেছে, স্বাভাবিক দিনের তুলনায় যান চলাচল ও যাত্রীর চাপ বেড়েছে। বিভিন্ন বাস কাউন্টারে ঘরমুখো যাত্রীদের ভিড় লক্ষ্য করা গেছে। ফলে কাউন্টারগুলোতে টিকিট বিক্রির ব্যস্ততা দেখা গেছে।
এদিকে দূরপাল্লার কয়েকজন যাত্রী অভিযোগ করেছেন, নির্ধারিত ভাড়ার চেয়েও ৫০ থেকে ১০০ টাকা বেশি নেওয়া হচ্ছে। তবে বাস কাউন্টার কর্তৃপক্ষ এই অভিযোগ অস্বীকার করেছেন।
নোয়াখালীগামী যাত্রী রহমতুল্লাহ বলেন, “গ্রামে কোরবানি দেব, তাই আজই রওনা হয়েছি। রাস্তা ফাঁকা আছে শুনেছি, তবে কাউন্টার থেকে নির্ধারিত ভাড়ার চেয়ে ৫০ টাকা বেশি নিয়েছে।”
দুই সন্তান নিয়ে কুমিল্লায় যাবার জন্য অপেক্ষমান লিজা বেগম বলেন, “আমরা প্রতিবছর গ্রামে শ্বশুরবাড়িতে ঈদ করি। স্বামী কাল ছুটি পাবেন, তিনিও কাল যাবেন। গার্মেন্টস ছুটি হলে ভিড় বাড়বে, তাই আগেভাগেই যাচ্ছি।”
শিমরাইল বাসস্ট্যান্ডে সেন্টমার্টিন এক্সপ্রেসের দায়িত্বে থাকা মেদেহী হাসান বলেন, “আমরা আগের ভাড়াতেই টিকিট দিচ্ছি। বরং যাত্রীরা নির্ধারিত ভাড়া দিতে চান না। ৯০০ টাকার ভাড়ায় ৭০০ দিতে চায়।”
শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ জুলহাস উদ্দিন বলেন, “মহাসড়কে চাপ থাকলেও কোথাও যানজট নেই। আমাদের ২৭ জন পুলিশ সদস্য ও স্বেচ্ছাসেবীরা মহাসড়কে কাজ করছে। এখন পর্যন্ত বাড়তি ভাড়া আদায়ের কোনো অভিযোগ পাইনি।”
কাঁচপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মোরশেদ বলেন, “ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক এখনো ফাঁকা, তবে ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল ধীরগতির। অতিরিক্ত ৬০ জন পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। এখনো বাড়তি ভাড়ার বিষয়ে কোনো অভিযোগ আসেনি।”
সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহিনূর আলম বলেন, “ঈদকে কেন্দ্র করে আমাদের দুটি টহল টিম রাউন্ডে রয়েছে। মানুষের নিরাপত্তায় আমরা সতর্ক আছি।”
পেট্রোল পাম্প, দুর্গাবাড়ী ও পঞ্চসার এলাকায় দীর্ঘদিন ধরে জমে থাকা পানিতে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। আর মানিকপুর ১০ তলা ভবন এলাকা থেকে সুপার মার্কেট পর্যন্ত রাস্তার পিচ উঠে গিয়ে তৈরি হয়েছে বড় বড় গর্ত। এতে গর্তে পানি জমে গিয়ে চলাচল হয়ে পড়েছে দুঃসাধ্য। সবচেয়ে নাজুক পরিস্থিতি দেখা গেছে মুন্সিগঞ্জ জেনারেল...
২০ মিনিট আগেবাঁশের তৈরি কাঁচা বেড়ার গায়ে দুই হাত রেখে দাঁড়িয়ে আছেন মকবুল হোসেন। দৃষ্টি ছেলে আবু সাঈদের সমাধিস্থলের দিকে। আবু সাঈদের মা মনোয়ারা বেগম সমাধিস্থলের অদূরেই পুরোনো মাটির ঘরে বসে আছেন। হাতে সাঈদের পরনের শেষ কালো টি-শার্ট। কথা বলার জন্য এগিয়ে যেতেই কেঁদে উঠলেন মনোয়ারা বেগম।
৫ ঘণ্টা আগেগাজীপুর সিটি করপোরেশনে (গাসিক) ভূগর্ভস্থ সুপেয় পানি সরবরাহ প্রকল্পের দরপত্র মূল্যায়নে অনিয়মের অভিযোগ উঠেছে। প্রকল্পের জন্য দর আহ্বান করা হয়েছিল ২০২৪ সালের সেপ্টেম্বরে। তবে সবচেয়ে কম দরদাতা প্রতিষ্ঠানকে বাদ দিয়ে কাজ দেওয়া হয়েছে তৃতীয় সর্বনিম্ন দরদাতাকে। এতে অতিরিক্ত ব্যয় হচ্ছে ৩ কোটি ৬৭ লাখ...
৫ ঘণ্টা আগেইসলামী আন্দোলন বাংলাদেশের মূল শক্তি চরমোনাই পীরের দরবার শরিফ ঘিরে। আর চরমোনাই এলাকাটির অবস্থান বরিশাল-৫ (নগর ও সদর) আসনে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে এই আসনটি হাতপাখা প্রতীকের দখলে নেওয়ার লক্ষ্যে মাঠে নেমেছে পীরের দল। সে জন্য তারা জামায়াতে ইসলামীর পর এবার ছাত্র আন্দোলনের প্রেক্ষাপটে গড়ে ওঠা...
৫ ঘণ্টা আগে