Ajker Patrika

রোববার সংসদে উঠছে ইসি নিয়োগের আইন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২২ জানুয়ারি ২০২২, ১৫: ১৬
রোববার সংসদে উঠছে ইসি নিয়োগের আইন

রোববার (২৩ জানুয়ারি) জাতীয় সংসদে উঠছে নির্বাচন কমিশন নিয়োগ বিল। আইনমন্ত্রী আনিসুল হক আনিসুল হক ‘প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনার নিয়োগ বিল ২০২২’ সংসদে উত্থাপন করবেন। বিলটি সংসদে তোলার জন্য ওই দিনের কার্যসূচিতে অন্তর্ভুক্ত করা হয়েছে।

এতে বলা হয়েছে, বাংলাদেশের সংবিধানের ১১৮ (১) অনুচ্ছেদ অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনার নিয়োগের জন্য বিল উত্থাপনের জন্য অনুমতি প্রার্থনা করবেন আইনমন্ত্রী। আইনমন্ত্রী বিলটি তুললে তা আইন, বিচার ও সংসদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটিতে পাঠানো হবে। 

খোঁজ নিয়ে জানা গেছে, সংসদীয় কমিটির রিপোর্টের জন্য বিলটির সময় খুব কম দেওয়া হবে এবং যত দ্রুত সম্ভব বিলটি পাস করা হবে। এটি পাস হওয়ার পরেই নতুন নির্বাচন কমিশনের আলোকে নিয়োগ করা হবে। 

বিষয়টি সম্পর্কে জানতে আইনমন্ত্রী আনিসুল হকের ব্যক্তিগত মোবাইলে ফোন করা হলে তিনি তা রিসিভ করেননি। 

এর আগে গত সোমবার (১৭ জানুয়ারি) এ আইনটি মন্ত্রিসভায় অনুমোদন দেওয়া হয়। ওই দিন বিকেলে রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে অংশ নিয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগ সার্চ কমিটির আলোকে আইন তৈরি করা প্রস্তাব রাষ্ট্রপতির কাছে করে। যদিও খসড়া আইনেও সার্চ কমিটির আলোকে আইনের কথা বলা হয়েছে বলে জানা গেছে। অবশ্য এর আগে আইনমন্ত্রী আনিসুল হকও বিলটি রোববারের বৈঠকে তোলা হবে বলে গণমাধ্যমকে জানিয়েছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত