ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জের তিনটি আসনে বিজয়ী হয়েছেন জাহিদ নামের তিন প্রার্থী। এর মধ্যে দুজন স্বতন্ত্র এবং একজন নৌকার প্রার্থী। গতকাল রোববার রাতে রিটার্নিং কর্মকর্তা ও মানিকগঞ্জের জেলা প্রশাসক রেহানা আকতারের ঘোষণা করা ফলাফলে বিষয়টি সম্পর্কে নিশ্চিত হওয়া যায়।
মানিকগঞ্জের তিনটি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন মোট ২০ জন প্রার্থী। কাকতলীয়ভাবে প্রতিটি আসনেই ছিলেন একজন করে জাহিদ নামের প্রার্থী। নির্বাচনী নানা বিষয় ছাপিয়ে জয়ের মালা ঝুলল এই তিন জাহিদের গলাতেই।
তাঁরা হলেন মানিকগঞ্জ-১ আসনে ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন মাহমুদ জাহিদ, মানিকগঞ্জ-২ আসনে ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জাহিদ আহমেদ টুলু এবং মানিকগঞ্জ-৩ আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
উল্লেখ্য দৈনিক আজকের পত্রিকায় ‘মানিকগঞ্জে তিন আসনে তিন জাহিদের পাল্লা ভারী’ শিরোনামে একটি অনুসন্ধানী রিপোর্ট প্রকাশিত হয়েছিল। শেষ পর্যন্ত সাধারণ মানুষের ভোটে এমপি নির্বাচিত হয়েছেন জাহিদ নামের তিন প্রার্থীই।
মানিকগঞ্জ-১ আসনে (ঘিওর, দৌলতপুর ও শিবালয় উপজেলা) ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন মাহমুদ জাহিদ পেয়েছেন ৮৬ হাজার ৯৪১ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জহিরুল আলম রুবেল লাঙ্গল প্রতীকে পেয়েছেন ৩৮ হাজার ৯২৪ ভোট।
মানিকগঞ্জ-২ আসনে (সিংগাইর, হরিরামপুর ও সদর উপজেলার তিনটি ইউনিয়ন) ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী জাহিদ আহমেদ টুলু পেয়েছেন ৮৮ হাজার ৩০৯ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের নৌকার প্রার্থী কণ্ঠশিল্পী মমতাজ বেগম পেয়েছেন ৮২ হাজার ১৩৮ ভোট।
মানিকগঞ্জ-৩ আসনে (সদর ও সাটুরিয়া উপজেলা) আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক পেয়েছেন ১ লাখ ২৬ হাজার ৭২০ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী গণফোরামের মফিজুল ইসলাম খান কামাল (উদীয়মান সূর্য) প্রতীকে পেয়েছেন ৫ হাজার ৩৯১ ভোট। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এবার দিয়ে টানা চতুর্থবারের মতো এমপি নির্বাচিত হয়েছেন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জের তিনটি আসনে বিজয়ী হয়েছেন জাহিদ নামের তিন প্রার্থী। এর মধ্যে দুজন স্বতন্ত্র এবং একজন নৌকার প্রার্থী। গতকাল রোববার রাতে রিটার্নিং কর্মকর্তা ও মানিকগঞ্জের জেলা প্রশাসক রেহানা আকতারের ঘোষণা করা ফলাফলে বিষয়টি সম্পর্কে নিশ্চিত হওয়া যায়।
মানিকগঞ্জের তিনটি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন মোট ২০ জন প্রার্থী। কাকতলীয়ভাবে প্রতিটি আসনেই ছিলেন একজন করে জাহিদ নামের প্রার্থী। নির্বাচনী নানা বিষয় ছাপিয়ে জয়ের মালা ঝুলল এই তিন জাহিদের গলাতেই।
তাঁরা হলেন মানিকগঞ্জ-১ আসনে ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন মাহমুদ জাহিদ, মানিকগঞ্জ-২ আসনে ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জাহিদ আহমেদ টুলু এবং মানিকগঞ্জ-৩ আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
উল্লেখ্য দৈনিক আজকের পত্রিকায় ‘মানিকগঞ্জে তিন আসনে তিন জাহিদের পাল্লা ভারী’ শিরোনামে একটি অনুসন্ধানী রিপোর্ট প্রকাশিত হয়েছিল। শেষ পর্যন্ত সাধারণ মানুষের ভোটে এমপি নির্বাচিত হয়েছেন জাহিদ নামের তিন প্রার্থীই।
মানিকগঞ্জ-১ আসনে (ঘিওর, দৌলতপুর ও শিবালয় উপজেলা) ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন মাহমুদ জাহিদ পেয়েছেন ৮৬ হাজার ৯৪১ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জহিরুল আলম রুবেল লাঙ্গল প্রতীকে পেয়েছেন ৩৮ হাজার ৯২৪ ভোট।
মানিকগঞ্জ-২ আসনে (সিংগাইর, হরিরামপুর ও সদর উপজেলার তিনটি ইউনিয়ন) ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী জাহিদ আহমেদ টুলু পেয়েছেন ৮৮ হাজার ৩০৯ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের নৌকার প্রার্থী কণ্ঠশিল্পী মমতাজ বেগম পেয়েছেন ৮২ হাজার ১৩৮ ভোট।
মানিকগঞ্জ-৩ আসনে (সদর ও সাটুরিয়া উপজেলা) আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক পেয়েছেন ১ লাখ ২৬ হাজার ৭২০ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী গণফোরামের মফিজুল ইসলাম খান কামাল (উদীয়মান সূর্য) প্রতীকে পেয়েছেন ৫ হাজার ৩৯১ ভোট। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এবার দিয়ে টানা চতুর্থবারের মতো এমপি নির্বাচিত হয়েছেন।
বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেছেন, ‘আগামী দিনে বিএনপি এককভাবে ক্ষমতায় এলেও দেশ এককভাবে পরিচালনা করা হবে না। ৩১ দফার ভিত্তিতে দ্বি-কক্ষবিশিষ্ট পার্লামেন্টের মাধ্যমে ও ঐকমত্যের ভিত্তিতে দেশ পরিচালনা করা হবে।’
১ মিনিট আগেময়মনসিংহের হালুয়াঘাটের ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আবদুল মান্নানকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি উপজেলার ৫ নম্বর গাজীরভিটা ইউপি চেয়ারম্যান ও একই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।
৬ মিনিট আগেনড়াইলে ইটভাটায় মোবাইল কোর্ট পরিচালনা, জরিমানা, ভাটা ভাঙচুর ও ভাটা বন্ধের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে নড়াইল শিল্পকলা একাডেমি চত্বর থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়।
১৬ মিনিট আগেযশোরে পবিত্র রমজান মাস পালন ও ঈদ উদ্যাপন নির্বিঘ্ন করতে কঠোর অবস্থানে রয়েছে পুলিশ। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলাজুড়ে টহল বৃদ্ধি করা হয়েছে। ইতিমধ্যে ৯টি থানায় পুলিশের নিয়মিত কার্যক্রমের পাশাপাশি দ্বিগুণ সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি ছদ্মবেশে অপরাধীদের শনাক্ত করবে বিশেষ দল।
১৭ মিনিট আগে