টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
টঙ্গীতে বেতনের দাবিতে একটি পোশাক কারখানায় শ্রমিক বিক্ষোভ করেছেন। আজ বৃহস্পতিবার বিকেলে পাগাড় এলাকার শিশির নিটিং অ্যান্ড ডাইং লিমিটেড কারখানায় এই ঘটনা ঘটে।
বিকেলে বেতনের দাবি জানিয়ে বিক্ষুব্ধ শ্রমিকরা কারখানা থেকে বেরিয়ে শাখা সড়কে অবস্থান নেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
কারখানা সূত্রে জানা যায়, কারখানাটিতে কাজ করেন প্রায় ১ হাজার ৩০০ জন শ্রমিক। কারখানা মালিক প্রতি মাসে শ্রমিকদের বেতন মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পরিশোধ করেন। পূর্ব নির্ধারিত তারিখ অনুযায়ী আজ বৃহস্পতিবার দুপুরের মধ্যেই গত ফেব্রুয়ারি মাসের শ্রমিকদের বেতন পরিশোধের ঘোষণা করে কর্তৃপক্ষ।
এদের মধ্যে কয়েকশো শ্রমিকের বেতন মোবাইল ব্যাংকিংয়ে পরিশোধ করেছেন কারখানা মালিক। বিষয়টি জানতে পেরে বেতন না পেয়ে বিক্ষুব্ধ হয়ে ওঠেন অন্যান্য শ্রমিকেরা। দুপুরে তাঁরা কাজ বন্ধ করে কারখানার ভেতরে অবস্থান করতে থাকেন। পরে বিকেল ৪টার দিকে কারখানা থেকে বেরিয়ে শাখা সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। পরে শিল্প পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
বিক্ষুব্ধ শ্রমিকরা জানান, কারখানা মালিক প্রতি মাসের বেতন মোবাইল ব্যাংকিং (বিকাশ) মাধ্যমে পরিশোধ করেন। আজ সব শ্রমিকের বেতন পরিশোধ করার কথা ছিল। কারখানার কয়েক শ শ্রমিকের বেতন প্রাপ্তির ক্ষুদেবার্তা মোবাইল নম্বরে আসে। যারা ক্ষুদে বার্তাটি পাননি তাঁরা সবাই কাজ বন্ধ করে বিক্ষোভ করেন।
শিশির নিটিং অ্যান্ড ডাইং লিমিটেড কারখানার মালিক বদরুল হাসান মোবাইল ফোনে আজকের পত্রিকাকে বলেন, সমস্যাটির সমাধান হয়েছে। শ্রমিকেরা সড়ক থেকে কারখানার ভেতরে অবস্থান করছেন। শ্রমিকদের বেতন পরিশোধ চলছে।
গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক (টঙ্গী জোন) মো. ওসমান গনি বলেন, বিকেলে শ্রমিকেরা কারখানার সামনের সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন। কারখানা কর্তৃপক্ষ ভিন্ন মাধ্যমে বেতন পরিষদের বিষয়টি নিশ্চিত করলে শ্রমিকেরা কারখানার ভেতরে চলে যান।
টঙ্গীতে বেতনের দাবিতে একটি পোশাক কারখানায় শ্রমিক বিক্ষোভ করেছেন। আজ বৃহস্পতিবার বিকেলে পাগাড় এলাকার শিশির নিটিং অ্যান্ড ডাইং লিমিটেড কারখানায় এই ঘটনা ঘটে।
বিকেলে বেতনের দাবি জানিয়ে বিক্ষুব্ধ শ্রমিকরা কারখানা থেকে বেরিয়ে শাখা সড়কে অবস্থান নেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
কারখানা সূত্রে জানা যায়, কারখানাটিতে কাজ করেন প্রায় ১ হাজার ৩০০ জন শ্রমিক। কারখানা মালিক প্রতি মাসে শ্রমিকদের বেতন মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পরিশোধ করেন। পূর্ব নির্ধারিত তারিখ অনুযায়ী আজ বৃহস্পতিবার দুপুরের মধ্যেই গত ফেব্রুয়ারি মাসের শ্রমিকদের বেতন পরিশোধের ঘোষণা করে কর্তৃপক্ষ।
এদের মধ্যে কয়েকশো শ্রমিকের বেতন মোবাইল ব্যাংকিংয়ে পরিশোধ করেছেন কারখানা মালিক। বিষয়টি জানতে পেরে বেতন না পেয়ে বিক্ষুব্ধ হয়ে ওঠেন অন্যান্য শ্রমিকেরা। দুপুরে তাঁরা কাজ বন্ধ করে কারখানার ভেতরে অবস্থান করতে থাকেন। পরে বিকেল ৪টার দিকে কারখানা থেকে বেরিয়ে শাখা সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। পরে শিল্প পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
বিক্ষুব্ধ শ্রমিকরা জানান, কারখানা মালিক প্রতি মাসের বেতন মোবাইল ব্যাংকিং (বিকাশ) মাধ্যমে পরিশোধ করেন। আজ সব শ্রমিকের বেতন পরিশোধ করার কথা ছিল। কারখানার কয়েক শ শ্রমিকের বেতন প্রাপ্তির ক্ষুদেবার্তা মোবাইল নম্বরে আসে। যারা ক্ষুদে বার্তাটি পাননি তাঁরা সবাই কাজ বন্ধ করে বিক্ষোভ করেন।
শিশির নিটিং অ্যান্ড ডাইং লিমিটেড কারখানার মালিক বদরুল হাসান মোবাইল ফোনে আজকের পত্রিকাকে বলেন, সমস্যাটির সমাধান হয়েছে। শ্রমিকেরা সড়ক থেকে কারখানার ভেতরে অবস্থান করছেন। শ্রমিকদের বেতন পরিশোধ চলছে।
গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক (টঙ্গী জোন) মো. ওসমান গনি বলেন, বিকেলে শ্রমিকেরা কারখানার সামনের সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন। কারখানা কর্তৃপক্ষ ভিন্ন মাধ্যমে বেতন পরিষদের বিষয়টি নিশ্চিত করলে শ্রমিকেরা কারখানার ভেতরে চলে যান।
বগুড়ার শেরপুরে একটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে তাঁর অফিস কক্ষে তালা ঝুলিয়ে দিয়েছেন স্থানীয়রা। ঘটনাটি ঘটেছে উপজেলার খামারকান্দি ইউনিয়নের রামেশ্বরপুর শামছুল উলুম বালিকা দাখিল মাদ্রাসায়।
৪ মিনিট আগেবৈষম্যবিরোধীদের কয়েকজন জুলাই-বিপ্লবের গ্রাফিতি মুছে ফেলা নিয়ে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, পৌর বিএনপির সাবেক সভাপতি মকলেছুর রহমান বাবলু ও সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টুকে নিয়ে উসকানিমূলক মন্তব্য করলে উত্তেজনার সৃষ্টি হয়।
৭ মিনিট আগেখুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদকে অপসারণের এক দফা দাবিতে আমরণ অনশন শুরু করেছেন শিক্ষার্থীরা। আজ সোমবার বেলা সাড়ে ৩টা থেকে ছাত্রকল্যাণ কেন্দ্র চত্বরে শিক্ষার্থীরা অনশনে বসেন। তাঁদের অনশন থেকে সরে এসে আলোচনার মাধ্যমে সংকট সমাধানের আহ্বান জানাচ্ছেন
২২ মিনিট আগেজাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার সাবেক মহাপরিচালক মেজর জেনারেল টি এম জোবায়ের ও তাঁর স্ত্রী মিসেস ফাহমুদা মাসুদের চারটি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। আজ সোমবার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন এই নির্দেশ দেন।
২৬ মিনিট আগে