Ajker Patrika

পাবনায় বিএনপির ৩ নেতাকে কটাক্ষ বৈষম্যবিরোধীদের, উত্তেজনা

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি 
ঈশ্বরদী সরকারি কলেজে ছাত্রদল ও বৈষম্যবিরোধীদের পাল্টাপাল্টি কর্মসূচি। ছবি: আজকের পত্রিকা
ঈশ্বরদী সরকারি কলেজে ছাত্রদল ও বৈষম্যবিরোধীদের পাল্টাপাল্টি কর্মসূচি। ছবি: আজকের পত্রিকা

উত্তেজনার মধ্য দিয়ে পাবনার ঈশ্বরদী সরকারি কলেজে ছাত্রদল ও বৈষম্যবিরোধীদের পাল্টাপাল্টি কর্মসূচি শেষ হয়েছে। আজ সোমবার কলেজ ক্যাম্পাসে একই সময় উভয় পক্ষের কর্মসূচি নিয়ে উত্তেজনার সৃষ্টি হয়। তবে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থানে থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাজধানীতে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র জাহিদুল ইসলাম পারভেজ হত্যার প্রতিবাদে আজ কলেজ ক্যাম্পাসে ছাত্রদল বিক্ষোভ মিছিলের ডাক দেয়। অপর দিকে জুলাই-বিপ্লবের গ্রাফিতি মুছে দেওয়ার প্রতিবাদে একই সময় কলেজে মানববন্ধনের কর্মসূচি দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে সকাল থেকে কলেজ ক্যাম্পাসে দুটি সংগঠনের নেতা–কর্মীরা অবস্থান নিতে থাকেন। এতে সাধারণ ছাত্রছাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

দুপুরে বৈষম্যবিরোধীদের কয়েকজন জুলাই-বিপ্লবের গ্রাফিতি মুছে ফেলা নিয়ে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, পৌর বিএনপির সাবেক সভাপতি মকলেছুর রহমান বাবলু ও সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টুকে নিয়ে উসকানিমূলক মন্তব্য করলে উত্তেজনার সৃষ্টি হয়। পুলিশ উভয় পক্ষকে শান্ত করে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে।

এ সময় ক্যাম্পাসে ছাত্রদল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করে। এতে বক্তব্য দেন ছাত্রদল নেতা খালেদ বিন পার্থ, মাহমুদুল ইসলাম শাওন, রাবির সাবেক ছাত্রদল নেতা মাহবুবুর রহমান পলাশ, পৌর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন জনি, কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি রফিকুল ইসলাম নয়ন প্রমুখ।

ঈশ্বরদী সরকারি কলেজে ছাত্রদল ও বৈষম্যবিরোধীদের পাল্টাপাল্টি কর্মসূচি। ছবি: আজকের পত্রিকা
ঈশ্বরদী সরকারি কলেজে ছাত্রদল ও বৈষম্যবিরোধীদের পাল্টাপাল্টি কর্মসূচি। ছবি: আজকের পত্রিকা

তাঁরা অভিযোগ করেন, ‘ঈশ্বরদীর নির্যাতিত ও সম্মানিত বিএনপির তিন নেতাকে নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা কটাক্ষ করে যে উসকানিমূলক বক্তব্য দিয়েছেন, তা শিষ্টাচারবহির্ভূত। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’

এ বিষয়ে জানতে চাইলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মো. দিহান আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা কোনো সংঘর্ষে যেতে চাই না। আমরা শুধু প্রতিবাদ জানাতে এসেছি।’

এদিকে বিএনপির তিন নেতাকে নিয়ে উসকানিমূলক ও কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে জাতীয়তাবাদী ছাত্রদল ঈশ্বরদী পৌর, উপজেলা ও কলেজ কমিটির পক্ষ থেকে আজ সন্ধ্যা ৬টায় ঈশ্বরদী প্রেসক্লাবে এক জরুরি সংবাদ সম্মেলন করেছে। এতে জেলা ছাত্রদলের সহসভাপতি রফিকুল ইসলাম নয়ন উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত